Tamannaah || Vijay Varma: অবশেষে প্রেমের গুঞ্জনে শিলমোহর! তারকা প্রেমিককে নিয়ে বিরাট স্বীকারোক্তি তমন্নার
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Tamannaah || Vijay Varma: বাস্তবের প্রেম এ বার পর্দাতেও। 'লাস্ট স্টোরিজ ২'-এ একসঙ্গে দেখা যাবে তমন্না এবং বিজয়কে। প্রেমিকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা বলতে গিয়েই প্রেমের গুঞ্জনে শিলমোহর বসালেন অভিনেত্রী।
advertisement
1/6

গুঞ্জন ছিলই। এ বার তাতে শিলমোহর পড়ল। বিগত বেশ কয়েক মাস ধরেই তমন্না ভাটিয়া এবং বিজয় বর্মার প্রেমের কানাঘুষোয় সরগরম বলিউড।
advertisement
2/6
শোনা যাচ্ছিল, সকলের অগোচরে জমিয়ে প্রেম করছেন দুই তারকা। মাঝেমধ্যে একাধিক জায়গায় একসঙ্গে দেখা যেত তাঁদের।
advertisement
3/6
বাস্তবের প্রেম এ বার পর্দাতেও। 'লাস্ট স্টোরিজ ২'-এ একসঙ্গে দেখা যাবে তমন্না এবং বিজয়কে। প্রেমিকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা বলতে গিয়েই প্রেমের গুঞ্জনে শিলমোহর বসালেন অভিনেত্রী।
advertisement
4/6
বিজয়ের সঙ্গে তাঁর সম্পর্ক কতটা সহজ, রাখঢাক না করেই তা বলেন তমন্না। শুধু তাই নয়। তমন্না জানান, বিজয়কে দেখে অনুপ্রাণিত হন তিনি।
advertisement
5/6
সম্পর্কের গুঞ্জনে শিলমোহর বসিয়ে অভিনেত্রী বলেন, "ও এমন একজন মানুষ যার খেযাল রাখতে ভালবাসি। ও আমার আনন্দের জায়গা।"
advertisement
6/6
তমন্নার এই মন্তব্যই বুঝিয়ে দেয় বিজয় নিছকই তাঁর বন্ধু নন। একে অপরের প্রেমে ডুবে আছেন তাঁরা।