Tamannaah Bhatia: বিষাক্ত পৌরুষকেই উদযাপন করা হয়, তাই সরে এসেছি, দক্ষিণী ছবি নিয়ে বিস্ফোরক তমান্না
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Tamannaah Bhatia: তমান্না বলেন, ‘‘দক্ষিণে কয়েকটি সূত্র মেনে চলে সবাই, কারণ সেগুলি খুব সহজ। আমি চরিত্রগুলোর সঙ্গে মানাতে পারি না বলে অনুরোধ করেছিলাম একটু এই মানসিকতার তীব্রতাটা যাতে কমানো যায়।’’
advertisement
1/7

তেলুগু আর তামিল ইন্ডাস্ট্রিতেই তাঁর নায়িকা-জন্ম। পায়ের তলার মাটি শক্ত করার জন্য সেই ইন্ডাস্ট্রিতেই কাজ করেছেন বহু বহু বছর। হয়েছেন সুপারস্টার। কিন্তু তার পরও লিঙ্গবৈষম্যের কালো থাবায় বিধ্বস্ত নায়িকা।
advertisement
2/7
সম্প্রতি একটি সাক্ষাৎকারে সপাটে এমনই দাবি করলেন অভিনেত্রী তমান্না ভাটিয়া। বিষাক্ত পৌরুষকে যেভাবে মাথায় তুলে রাখা হয়েছে, তা সহ্য করে চলা সম্ভব নয় তাঁর পক্ষে। আর তাই নিজেকে দূরে সরিয়ে রাখার সিদ্ধান্ত।
advertisement
3/7
সচেতনভাবে এই ধরনের ছবির থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তমান্নার কথায় জানা যায়, কিছু বাণিজ্যিক ছবিতে কাজ করতে গিয়ে চরিত্রগুলির সঙ্গে আত্মিক সম্পর্ক তৈরি করতে না পেরে নির্মাতাদেরকে সংশোধনের কথাও বলেছিলেন।
advertisement
4/7
তমান্না বলেন, ‘‘দক্ষিণে কয়েকটি সূত্র মেনে চলে সবাই, কারণ সেগুলি খুব সহজ। আমি চরিত্রগুলোর সঙ্গে মানাতে পারি না বলে অনুরোধ করেছিলাম একটু এই মানসিকতার তীব্রতাটা যাতে কমানো যায়।’’
advertisement
5/7
‘‘আমি এখন এমন জায়গায় পৌঁছে গিয়েছি যেখানে গিয়ে আর এই চরিত্রগুলোতে অভিনয় করতে পারি না। যেই ছবিগুলোতে বিষাক্ত পৌরুষকে উদযাপন করা হয়, সেই ছবিগুলোর অংশ হতে চাই না। এবং সেই উদযাপনে মাঝেমধ্যে সহ্যের সীমা অতিক্রম করে যায়।’’
advertisement
6/7
কিন্তু দক্ষিণী ছবিতে যতটা সাফল্য তিনি পেয়েছেন, বলিউডে তত জনপ্রিয়তা তিনি পাননি। এই প্রসঙ্গে তমান্না জানান, সাফল্য এবং ব্যর্থতাকে ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলতে দিই না। ব্যর্থতাকে তিনি নিয়তি বলেই মেনে নিয়েছেন।
advertisement
7/7
নায়িকার কথায়, ‘‘এখনও জীবিত আছি। এখানেই আছি। ১৭ বছর পরেও। আমি এখনও এই কাজটি করতে চাই প্রতিদিন জেগে উঠে। অভিনয় আমার নেশা। ঘুম থেকে উঠে ক্যামেরার মুখোমুখি হই। এটা আমাকে সবচেয়ে বেশি উত্তেজিত করে।”