খোলা চুল, খোলা পিঠ, চোখে জাদু, 'বাহুবলী' খ্যাত তমান্নার হাতছানিতে উন্মত্ত নেটপাড়া
- Published by:Rukmini Mazumder
Last Updated:
অক্ষয় কুমারের বিপরীতে 'হিম্মতওয়ালা' ছবি দিয়ে বলিউডে পা রাখেন তমান্না
advertisement
1/6

কাঁধ ছাপিয়ে চুল, গলায় নবরত্নের হার, খয়েরি ভারী কাজের শাড়িতে মোহময়ী তমান্না ভাটিয়া
advertisement
2/6
২০০৬-এ তেলুগু ছবি ‘দেবাদাসু’-র জন্য ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পান তমান্না
advertisement
3/6
'বাহুবলী' খ্যাত তমান্নার প্রথম ছবিই ছিল 'দেবদাসু'
advertisement
4/6
অক্ষয় কুমারের বিপরীতে 'হিম্মতওয়ালা' ছবি দিয়ে বলিউডে পা রাখেন তমান্না, কাজ করেছেন 'এন্টারটেইনমেন্ট'-এও
advertisement
5/6
একসময়ে খবর ছিল, পাকিস্তানের ক্রিকেটার আবদুল রজ্জাক-কে বিয়ে করছেন তমান্না
advertisement
6/6
নেপোটিজম বিতর্কে তমান্না বলেন, সিনেমা জগতে প্রবেশের জন্য তিনি প্রচুর পরিশ্রম করেছেন। তিনি যতটা না আশা করেছিলেন, তার থেকেও বেশি ভালোবাসা পেয়েছেন মানুষের থেকে। তাঁর মত, কেউ যদি পরিশ্রমী, গুণী ও কাজের প্রতি ডেডিকেটেড হন, তা হলে যে কোনও পরিস্থিতিতেই তিনি টিঁকে থাকতে পারবেন।