TRENDING:

Bengali Serial TRP: ছক্কা হাঁকাল 'গৌরী এল', উচ্ছেবাবু ফেরার পর এত কম নম্বর 'মিঠাই'-এর? প্রথম হল কে?

Last Updated:
Bengali Serial TRP: দশম স্থান দখল করেছে 'লালকুঠি'। বিয়ের মরশুম চলছে বলেই প্রাপ্ত নম্বরে উত্তরণ নজরে এসেছে।
advertisement
1/12
ছক্কা হাঁকাল 'গৌরী এল', উচ্ছেবাবু ফেরার পর এত কম নম্বর 'মিঠাই'-এর? প্রথম হল কে?
গত সপ্তাহে পাঁচ নম্বর স্থান দখল করেছিল জি বাংলার ধারাবাহিক 'গৌরী এল'। প্রাপ্ত নম্বর ছিল ৭.২। এই সপ্তাহে নম্বরে ততটা পার্থক্য না থাকলেও এক লাফে তালিকার অনেকটা উপরে উঠে এসেছে এই ধারাবাহিক। এ বার ৭.৩ পেয়ে দ্বিতীয় স্থানে বসেছে গৌরী।
advertisement
2/12
যদিও গৌরী একা নয়, ঋদ্ধি-খড়িও তারই সঙ্গে পা মিলিয়েছে। ৭.৩ পেয়ে দ্বিতীয় স্থান দখল করেছে স্টার জলসার 'গাঁটছড়া'। আগের বারও দ্বিতীয় স্থানেই ছিল এই ধারাবাহিক। কিন্তু নম্বর ছিল অনেক বেশি। গত সপ্তাহে প্রাপ্ত নম্বর ছিল ৭.৭।
advertisement
3/12
চতুর্থ স্থান থেকে তৃতীয় স্থানে উত্তরণ লালন-ফুলঝুরির। গত সপ্তাহে স্টার জলসার ধারাবাহিক 'ধুলোকণা' ৭.৪ পেয়েছিল। এ বার নম্বর কমে হয়েছে ৭.২। কিন্তু তালিকায় উপরের দিকে উঠে এসেছে।
advertisement
4/12
নম্বর কমেছে স্টার জলসার 'মন ফাগুন'-এর। ৭.৬ থেকে ৭.০-তে এসে দাঁড়িয়েছে এই সপ্তাহের প্রাপ্ত নম্বর। পিহু-ঋষির গল্প এ বার চতুর্থ স্থান দখল করল। আগের বার যা তৃতীয় স্থানে ছিল।
advertisement
5/12
গত সপ্তাহে ৭.৪ নম্বর নিয়ে চতুর্থ হয়েছিল স্টার জলসার ধারাবাহিক 'আলতা ফড়িং'। সেখান থেকে একেবারে পঞ্চম স্থানে। শুধু তা-ই টিআরপি কমেছে অনেকটাই (৬.৮)। আগ্রহ হারাচ্ছেন দর্শক?
advertisement
6/12
এই নিয়ে তিন সপ্তাহ ধরে ষষ্ঠ স্থানে জাঁকিয়ে বসেছেন অপরাজিতা আঢ্য। তাঁর ধারাবাহিক 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার' এই সপ্তাহে পেল ৬.২। আগের সপ্তাহে যা ছিল ৬.৯। তার আগের সপ্তাহে ছিল ৭.২। কিন্তু ষষ্ঠ স্থানেই তার রাজত্ব বজায় রয়েছে।
advertisement
7/12
সপ্তম স্থানে জি বাংলার 'উমা'। প্রাপ্ত নম্বর ৬.০। গত সপ্তাহেও সপ্তম স্থান দখল করেছিল এই ধারাবাহিক। তবে সুখবর এটাই যে, অন্যান্য ধারাবাহিকের মতো নম্বর কমেনি। বরং বেড়েছে। গত বার 'উমা'-র প্রাপ্ত নম্বর ছিল ৫.৯।
advertisement
8/12
সাত থেকে আটে নামল জি বাংলার 'এই পথ যদি না শেষ হয়'। গত সপ্তাহে প্রাপ্ত নম্বর ছিল ৫.৯। নম্বর কমে দাঁড়াল ৫.৭। ঊর্মির মৃত্যুশয্যায় যাওয়ার পরে কি দর্শকের মন খারাপ? তাই কি কমে গেল টিআরপি?
advertisement
9/12
এই সপ্তাহেও নবম স্থানে জি বাংলার 'খেলনা বাড়ি'। প্রাপ্ত নম্বরও কোনও পার্থক্য নেই। গত সপ্তাহেও ৫.৫। এই সপ্তাহেও ৫.৫ পেয়েছে এই ধারাবাহিক।
advertisement
10/12
গত দুই সপ্তাহ ধরেই নম্বর কমছে স্টার জলসার 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকের। এই সপ্তাহেও ৫.৯ থেকে নেমে প্রাপ্ত নম্বর হয়েছে ৫.৫। জি বাংলার 'খেলনা বাড়ি'র সঙ্গে পঞ্চম স্থানে রয়েছে এই ধারাবাহিক।
advertisement
11/12
দশম স্থান দখল করেছে 'লালকুঠি'। বিয়ের মরশুম চলছে বলেই প্রাপ্ত নম্বরে উত্তরণ নজরে এসেছে। গত সপ্তাহে যা ছিল ৫.৩। এই সপ্তাহে সেই নম্বর ৫.৪। কিন্তু গত সপ্তাহেও জি বাংলার এই ধারাবাহিক দশম স্থানে ছিল। এ বারও তাই।
advertisement
12/12
যতই নম্বর কমুক, সিংহাসন ছাড়েনি মোদক পরিবার। এ বারও প্রথম স্থান অধিকার করেছে জি বাংলার ধারাবাহিক 'মিঠাই'। গত সপ্তাহে নম্বর ছিল ৮.৩। এই সপ্তাহে তা হল ৭.৮। 'রিকি রকস্টার'-এর খোলস ছেড়ে উচ্ছেবাবু সকলের সামনে হাজির হয়েছে। ফের উচ্ছেবাবু আর মিঠাই-এর রসায়ন দেখার সুযোগ মিলেছে। তার পরেও এত কমল কেন টিআরপি?
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bengali Serial TRP: ছক্কা হাঁকাল 'গৌরী এল', উচ্ছেবাবু ফেরার পর এত কম নম্বর 'মিঠাই'-এর? প্রথম হল কে?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল