Tahsan Rahman Khan: অবশেষে বিয়ে করলেন তাহসান! নববধূ রোজাকে নিয়ে আদুরে ছবি পোস্ট করলেন বাংলাদেশি গায়ক
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Tahsan Rahman Khan: জীবনের নতুন অধ্যায় শুরু করলেন বাংলাদেশি গায়ক এবং নায়ক তাহসান রহমান খান। শনিবার বিখ্যাত মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।
advertisement
1/5

জীবনের নতুন অধ্যায় শুরু করলেন বাংলাদেশি গায়ক এবং নায়ক তাহসান রহমান খান। শনিবার বিখ্যাত মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।
advertisement
2/5
নববধূর সঙ্গে একটি ছবি পোস্ট করে অনুরাগীদের সুখবর জানিয়েছেন বাংলাদেশি তারকা। সাদা জমির উপর গোলাপি এবং গেরুয়া সুতোর কাজের শাড়িতে সেজে উঠেছেন রোজা। তাহসানের পরনে বর্ণিল পাঞ্জাবি।
advertisement
3/5
বিয়ের ছবি পোস্ট করে তাঁর নিজের গান 'সেই তুমি কে'-র কয়েকটি পঙক্তি তুলে স্ত্রীর প্রতি ভালবাসা প্রকাশ করেছেন তাহসান। লিখেছেন, কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে?/ যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?'
advertisement
4/5
প্রসঙ্গত, ২০১৭ সালে বিচ্ছেদ হয় তাহসান এবং রাফিয়াত রাশিদ মিথিলার। ২০১৯ সালে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে বিয়ে করেন মিথিলা।
advertisement
5/5
তবে বিচ্ছেদেও পরেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন তাহসান এবং মিথিলা। মেয়ে আয়রাই যেন সেই সুতো, যা তাঁদের দু'জনকে বেঁধে রেখেছে।