Tabu on Ajay Devgn Love Story: কাজলের মেয়ে নাইসাকে দেখে হাউ হাউ করে কান্না! অজয় দেবগণ-টাবুর কি সত্যিই প্রেম? বলিউড তোলপাড়
- Published by:Raima Chakraborty
- trending desk
- Reported by:Trending Desk
Last Updated:
Tabu on Ajay Devgn Love Story: অজয় বাবা হয়েছেন, মানতে পারেননি টাবু! কাজলের কন্যা নাইসাকে দেখে হাউ হাউ করে কেঁদে ফেলেন অভিনেত্রী। কেন জানেন?
advertisement
1/10

বলিউডের অন্যতম সেরা জুটি অজয় দেবগণ ও টাবু। অনেকেই আবার বলেন, অজয়ের সঙ্গে প্রেমের কারণেই নাকি কোনওদিন বিয়ে করলেন না টাবু। এমনকী অজয় ও কাজলের মেয়ে নাইসাকে দেখে নাকি হাউ হাউ করে কেঁদেছিলেন বলিউডের সুপারস্টার টাবু।
advertisement
2/10
“অজয় বাবা হয়ে গেল!” যেন বিশ্বাস হচ্ছিল না টাবুর। অজয় দেবগণ আর কাজলের প্রথম সন্তান নাইসা। তাঁকে প্রথমবার দেখার পর এই কথাটাই মুখ দিয়ে বেরিয়ে এসেছিল টাবুর। যেন সত্যিটা মানতে পারছেন না তিনি।
advertisement
3/10
অজয়-টাবুর বন্ধুত্বের কথা সুবিদিত। গোটা বলিউড জানে। ছোট থেকে একসঙ্গে বড় হয়েছেন। থাকতেনও একই পাড়ায়। “সেই অজয় এখন বাবা!” টাবু অবাক। আসলে বন্ধুত্বেরও যে বয়স বাড়ে, সেটাই যেন বিশ্বাস করতে পারছিলেন না অভিনেত্রী।
advertisement
4/10
অজয়ের প্রথম সন্তানের মুখ দেখার অভিজ্ঞতা কেমন ছিল? সে কথা বলতে গিয়েই নস্টালজিক হয়ে পড়েছিলেন অভিনেত্রী। আর পাশে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছিলেন অজয় দেবগণ। সেই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
advertisement
5/10
টাবু বলছেন, “অজয়ের বিয়ে হয়েছে, তার বাচ্চা হয়েছে, মেয়ে হয়েছে…আমার মনে হচ্ছিল, ‘আরে এই ছেলেটা বাবা হয়ে গেল! অ্যাঁ, বাবা হয়ে গেল!’ আমি যেন তখনও সত্যিটা মানতে পারছিলাম না।” এমনটাই হয় বোধহয়!
advertisement
6/10
নাইসার শৈশবের দিনগুলোও টাবুর স্পষ্ট মনে আছে, “নাইসাকে প্রথমবার ‘ফানা’-এর শ্যুটিংয়ে দেখেছিলাম। তখন একদম ছোট্ট। ওকে দেখে আমার চোখে জল চলে এসেছিল। মনে মনে ভাবছিলাম, ‘হে ভগবান, এ আমার বন্ধুর মেয়ে’।”
advertisement
7/10
নাইসাকে অনেকেই অজয়ের ‘কার্বন কপি’ বলেন। একই রকম চাহনি, কথা বলার স্টাইল, হাঁটার ধরন। এক ঝলক দেখলেই মনে হয়, এ অজয় দেবগণের মেয়ে না হয়ে যায় না। টাবুও তাই বলছেন। নাইসা যেন হুবহু অজয়। কত মিল!
advertisement
8/10
অভিনেত্রীর কথায়, “সেদিন আমার মা-ও ছিলেন। তিনিও নাইসাকে দেখে বলেছিলেন, ‘বেটা এ তো হুবহু বিশাল। ও যেভাবে হাঁটে, যে রকম করে কথা বলে – সবকিছু একরকম’। মা বলেছিলেন, ‘হ্যাঁ, একদম কার্বন কপি’।”
advertisement
9/10
অজয় না কি বরাবরই টাবুকে আগলে রাখেন। এক সময় তাঁর কাছে কাউকে ঘেঁষতে পর্যন্ত দিতেন না। একটি সাক্ষাৎকারে এমনটাই বলেছিলেন অভিনেত্রী। অজয়কে সম্বোধন করেছিলেন ‘সাইলেন্ট বুলি’ বলে। তবে ব্যক্তি জীবনে বন্ধু হলেও, অন স্ক্রিনে জুটি বেঁধেছেন তাঁরা।
advertisement
10/10
অজয়- টাবুকে প্রথমবার ১৯৯৪ সালে ‘বিজয়পথ’ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল। তারপর বহু হিট ছবিতে জুটি বেঁধে কাজ করেছেন। ‘দৃশ্যম’, ‘গোলমাল এগেইন’ (২০১৭), ‘দে দে পেয়ার দে’ (২০১৯), ‘দৃশ্যম ২’ (২০২২), ‘ভোলা’ (২০২৩)-এর মতো ছবি বহুদিন দর্শকদের মনে থাকবে।