Tabu Controversy: 'আমার শুধু শয্যাসঙ্গী হিসেবেই একজন পুরুষ চাই', টাবুর 'মন্তব্য' ঘিরে বিতর্ক শুরু হতেই আসল ঘটনা এল সামনে!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Tabu Controversy: ৫৪ বছরের অবিবাহিত অভিনেত্রী টাবু। টাবুর নাকি মন্তব্য, 'আমি বিয়ে নিয়ে এখনও ভাবছি না। আমার সিঙ্গল জীবন খুবই উপভোগ্য'।
advertisement
1/10

সোশ্যাল মিডিয়ায় ঝড়। বলিউডের অভিনেত্রী টাবুর মন্তব্য নিয়ে কাটাছেঁড়া চলছে তুমুল।
advertisement
2/10
৫৪ বছরের অবিবাহিত অভিনেত্রী টাবু। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে, টাবু মন্তব্য করেছেন, 'আমার শুধু শয্যাসঙ্গী হিসেবেই একজন পুরুষকে চাই। নয়তো আমি এই সিঙ্গল জীবনে খুব খুশি'।
advertisement
3/10
শুধু তাই নয়, টাবুর নাকি মন্তব্য, 'আমি বিয়ে নিয়ে এখনও ভাবছি না। আমার সিঙ্গল জীবন খুবই উপভোগ্য'।
advertisement
4/10
কিন্তু আদৌ কি টাবু এমন মন্তব্য করেছেন? না, এই মন্তব্য একেবারেই করেননি টাবু। পুরো মন্তব্যটিই ভুয়ো। কারণ, ২০২৫-এও একবার টাবুর বিয়ে নিয়ে এমনই মন্তব্য ভাইরাল হয়েছিল।
advertisement
5/10
সংবাদ শিরোনামে এসেছিল টাবুর এমন বিতর্কিত মন্তব্য। তাছাড়াও, এমন মন্তব্য টাবু কোথায় করেছেন তার কোনও প্রমাণ মেলেনি।
advertisement
6/10
গুগলে সার্চ করলে কোথাও, কোনও ইভেন্ট বা ইন্টারভিউতে টাবুর এমন মন্তব্যের প্রমাণ মেলেনি।
advertisement
7/10
২০২৫-এর জানুয়ারিতেও টাবুর এমন মন্তব্যের খবর এসেছিল শিরোনামে।
advertisement
8/10
অন্যদিকে, কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় আবার বিপাকে বলিউড। সইফ আলি খান, সোনালি বেন্দ্রে, নীলম কোঠারি, টাবু ও দুষ্যন্ত সিংকে নোটিস পাঠাল যোধপুর হাই কোর্ট। রাজস্থান সরকারের দায়ের করা আবেদনের ভিত্তিতে তাঁদের নোটিস পাঠানো হয়েছে বলে খবর।
advertisement
9/10
কৃষ্ণসার হরিণ হত্যার অপরাধে ইতিমধ্যেই দোষী ঘোষিত হয়েছেন সলমান খান। গত বছর ৫ এপ্রিল বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী তাঁর শাস্তি হয়। যোধপুর আদালত সলমনের পাঁচ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয়। সেই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানর নির্দেশ দেওয়া হয়। যদিও দু’রাতের বেশি জেলের ভিতর কাটাননি সলমান।
advertisement
10/10
৫০ হাজার টাকা ব্যক্তিগত বন্ডে ছাড়া পান তিনি। সইফ আলি খান, টাবু, নীলম ও সোনালি বেন্দ্রেকে বেকসুর খালাস করে আদালত।