TRENDING:

Munmun Dutta and Raj Anadkat: ৯ বছরের ছোট নায়কের সঙ্গে কি চুপিসারে বাগদান মুনমুনের! মুখ খুলেই বিস্ফোরক দাবি বাঙালি অভিনেত্রীর

Last Updated:
Munmun Dutta and Raj Anadkat: জনপ্রিয় সিটকমে মুনমুন ববিতার চরিত্রে অভিনয় করেছিলেন। সেখানেই রাজ দিলীপ যোশীর ছেলে টাপ্পুর চরিত্রে অভিনয় করেছেন। রাজ ২০২২ সালের ডিসেম্বরে এই শো থেকে সরে যান।
advertisement
1/10
৯ বছরের ছোট নায়কের সঙ্গে কি বাগদান মুনমুনের! বিস্ফোরক দাবি বাঙালি অভিনেত্রীর
হলদিয়ার কন্যে মুনমুন দত্ত কি বিয়ে করতে চলেছেন? জনপ্রিয় টিভি শো ‘তারক মেহতা কা উল্টা চশমা’র অভিনেত্রী মুনমুন ওরফে ববিতা গত দু’তিনদিন ধরে শিরোনাম দখল করে রেখেছেন। কানাঘুষো শোনা গিয়েছিল, একই সিরিয়ালের প্রাক্তন সহ-অভিনেতা রাজ আনাদকাতের সঙ্গে তাঁর বাগদান হয়ে গিয়েছে।
advertisement
2/10
এই বাংলারই মেয়ে মুনমুন। ১৯৮৭ সালে হলদিয়ায় সঙ্গীতপ্রিয় পরিবারে জন্ম তাঁর। কলকাতাতেই ইংরেজি ভাষায় স্নাতকোত্তর তিনি। ছোটবেলায় ‘আকাশবাণী’ এবং ‘দূরদর্শন’-এ গানের অনুষ্ঠানে অংশ নিতেন। ২০০৪ সালে জি টিভি-তে ‘হম সব বারাতি’ দিয়ে অভিনয়ে হাতেখড়ি।
advertisement
3/10
এমনকি কমল হাসানের ছবি ‘মুম্বই এক্সপ্রেস’-এ কাজ করেছিলেন মুনমুন। এ ছাড়া ২০০৬ সালের ‘হলিডে’ ছবিতেও দেখা গিয়েছিল তাঁকে। তবে হিন্দি টেলিভিশনের জগতেই বেশি পরিচিত মুনমুন। আর তার অন্যতম কারণ তারক মেহতা কা উল্টা চশমা’।
advertisement
4/10
সেই সিরিয়ালেরই দুই শিল্পী নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। বাগদানের খবর রটে যাওয়ার পরে চারদিকে আনন্দোৎসবের আমেজ।
advertisement
5/10
কিন্তু হঠাৎ সমস্ত খবরকে নস্যাৎ করে পোস্ট করেন দুই শিল্পীই। কিন্তু একটি সংবাদমাধ্যমের দাবি, তাঁদের ঘনিষ্ঠ সূত্র এই খবর নিশ্চিত করেছিল।
advertisement
6/10
শোনা গিয়েছিল, ৩৬ বছরের মুনমুন এবং ২৭ বছরের রাজ চলতি মাসের শুরুতেই আংটিবদল করেছেন। পরিবারের উপস্থিতিতে চুপিসারে গুজরাতের ভাদোদরায় গিয়ে বাগদান সেরেছেন বলেও জানানো হয়েছিল।
advertisement
7/10
তবে মুনমুন এই খবরকে নস্যাৎ করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘এই খবরটি হাস্যকর, ভুয়ো এবং হাস্যকর। একবিন্দুও সত্যতা নেই এর মধ্যে। সত্যি কথা বলতে কি, আমি এই ভুয়ো খবরে নিজের সময় ব্যয় করতে চাই না।’
advertisement
8/10
পরে, রাজও তাঁর ইনস্টা স্টোরিতে বাগদানের খবরকে মিথ্যা বলেছেন। তাঁর লেখায়, ‘সবাইকে অভিবাদন জানাই। শুধু বিষয়গুলি পরিষ্কার করে জানাতে চাই, আপনারা সোশ্যাল মিডিয়াতে যে খবরগুলি দেখছেন, তা মিথ্যা এবং ভিত্তিহীন।’
advertisement
9/10
বুধবার বাঙালিনী ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করেন। সম্প্রতি নিউইয়র্কে বেড়াতে গিয়েছিলেন। সেই সমস্ত ছবি দিয়ে লিখেছেন, ‘আমার জীবনের সেরা মুহূর্ত কাটাচ্ছি নিউইয়র্কে। সেই সফরের শেষ ছবির সেট পোস্ট করছি।
advertisement
10/10
জনপ্রিয় সিটকমে মুনমুন ববিতার চরিত্রে অভিনয় করেছিলেন। সেখানেই রাজ দিলীপ যোশীর ছেলে টাপ্পুর চরিত্রে অভিনয় করেছেন। রাজ ২০২২ সালের ডিসেম্বরে এই শো থেকে সরে যান।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Munmun Dutta and Raj Anadkat: ৯ বছরের ছোট নায়কের সঙ্গে কি চুপিসারে বাগদান মুনমুনের! মুখ খুলেই বিস্ফোরক দাবি বাঙালি অভিনেত্রীর
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল