Swastika-Sovan-Sohini: ‘কিছু চিন্তা আটকাতে পারা যায় না!’, শোভন-সোহিনীর ‘প্রেম’ নিয়ে মন খারাপ স্বস্তিকার? খুললেন মুখ অভিনেত্রী
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
মন খারাপের সুর স্বস্তিকার গলায়? সম্প্রতি অভিনেত্রী একটি ভিডিও শেয়ার করেন ইন্সটাগ্রামে। মেকআপ চলাকালীন সেই ভিডিওটি করেন তিনি।
advertisement
1/6

টলি পাড়ায় যেমন বহু পুরনো ভাঙছে সম্পর্ক তেমনই শোনা যাচ্ছে নতুন নতুন সব সম্পর্কের গুঞ্জন। কয়েক মাস আগেই শোভন গাঙ্গুলী আর স্বস্তিকা দত্ত আলাদা হয়েছেন। এপ্রিলে তাঁদের বিচ্ছেদের কথা প্রকাশ্যে আসে। কী কারণে বিচ্ছেদ তা নিয়ে অবশ্য দুজনেই মুখ খোলেলনি।
advertisement
2/6
অন্যদিকে, কিছুদিন আগেই রণজয় বিষ্ণুর সঙ্গে সম্পর্ক ভেঙেছে সোহিনী সরকারের। শোনা যাচ্ছে এবার নাকি গায়কের প্রেমে পড়েছেন অভিনেত্রী। আর সেই গায়ক সম্ভবত শোভন।
advertisement
3/6
যদিও স্বস্তিকার সঙ্গে বিচ্ছেদের পরই আবার শোভনের নাম জড়ায় প্রাক্তন ইমনের সঙ্গে। তবে তা নিয়ে সরব হয়েছিলেন শোভন-স্বস্তিকা দুজনই। আর এবার ইন্ডাস্ট্রিতে কান পাতলে শোনা যাচ্ছে শোভন-সোহিনী নাকি একে-অপরকে মন দিয়ে ফেলেছেন।
advertisement
4/6
সোহিনীর মায়ের জন্মদিনে শোভনের উপস্থিতি এই জল্পনাকে আরও জোড়ালো করেছে। তবে শুধু এইটুকুই নয় অভিনেত্রীকে নিয়ে নানা সংবাদমাধ্যমে বের হওয়া প্রতিবেদন নিজের প্রোফাইলে প্রায়শই শেয়ার করে নেন শোভন। শোনা যাচ্ছে, যিশু সেনগুপ্তর উদ্যোগে আয়োজিত ২২ শ্রাবণের অনুষ্ঠানে নাকি শোভন-সোহিনী কাছাকাছি আসে।
advertisement
5/6
আর এই সবটা মিলিয়েই কি মন খারাপের সুর স্বস্তিকার গলায়? সম্প্রতি অভিনেত্রী একটি ভিডিও শেয়ার করেন ইন্সটাগ্রামে। মেকআপ চলাকালীন সেই ভিডিওটি করেন তিনি। ভিডিওতে তিনি বলেন, " আমার কিছু বলার আছে। আমি কিছুটা খুশি, আবার একটু ব্যস্ত কাজ নিয়ে, কিছুটা ক্লান্ত। আমি বাড়ি ফিরেছি, রাতে নয় আজ সকালে। যাইহোক তারপর কাজ করতে করছি। এমন দিন আসে যখন তুমি খুশি থাকতে চাও, ভালবাসায় থাকতে চাও, সব ভুলে নিজের মতো করে সময় কাটাতে চাও কিন্তু মনে নানা খারাপ চিন্তা আসতেই থাকে, তাকে আটকাতে পারা যায় না। আর মনের ভিতরে সব চিন্তা এলোমেলো হয়ে যায়, আর খুব চেষ্টা করেও দিনটা ভাল করে উপভোগ করা যায় না। সারা সপ্তাহের ব্যস্ততার মধ্যে একটা দিন ছুটি, আর সেই দিনটাও নষ্ট হয়। কেউ যদি হঠাৎ করে খুব অদ্ভুত ব্যবহার করে। হয়তো হতে পারে সে কোনও একটা জিনিস নিয়ে খুব চিন্তায় আছে। তাই কারুর ব্যবহার দেখে তাঁকে সব সময় বিচার করতে নেই’।
advertisement
6/6
এই ভিডিও প্রকাশ্যে আসতে অনেকেই মনে করছেন সদ্য তাঁর ব্রেকাপ, পাশাপাশি শোভন-সোহিনীর সম্পর্কের গুঞ্জন সবটা নিয়েই অভিনেত্রীর মন ভাল নেই, এই সবটা নিয়ে অভিনেত্রী এই ভিডিও বানিয়েছেন।