TRENDING:

Swastika Dutta : 'নুসরতকে আদর্শ বানিয়েছেন নাকি?' নেটমাধ্যমে কুৎসিত আক্রমণ স্বস্তিকাকে, দিলেন মোক্ষম উত্তর...

Last Updated:
Swastika Dutta : ছবি পোস্ট করতেই কয়েকজন তীব্র কটাক্ষ করতে শুরু করেন স্বস্তিকাকে। বেশিরভাগ মন্তব‍্যই নুসরতকে (Nusrat Jahan) জড়িয়ে।
advertisement
1/7
'নুসরতকে আদর্শ বানিয়েছেন নাকি?' কুৎসিত ট্রোলের শিকার স্বস্তিকা! দিলেন উত্তর...
সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর ট্রোলের শিকার হলেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। তাঁকে নুসরত জাহানকে (nusrat jahan) জড়িয়ে একের পর এক কদর্য মন্তব্যে বেনজির আক্রমণ করা হল। এক নামী গর্ভনিরোধক ওষুধের সংস্থার প্রচারে যাওয়ার জন‍্য সমালোচনার শিকার হতে হল স্বস্তিকাকে।
advertisement
2/7
সদ‍্য মাতৃত্বের স্বাদ পাওয়া সাংসদ অভিনেত্রী নুসরতকেও কার্যত ছেড়ে কথা বলেনি ট্রোলাররা। দুই অভিনেত্রীকে লক্ষ্য করে কুৎসিত ইঙ্গিত ভেসে এসেছে একের পর এক।
advertisement
3/7
সম্প্রতি একটি নামী গর্ভনিরোধক ওষুধের সংস্থার অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা। সেই সেমিনারের দুটি ছবি নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে শেয়ার করেন তিনি। ওই পোস্টকে ঘিরেই যত সমস‍্যা। ছবি পোস্ট করতেই কয়েকজন তীব্র কটাক্ষ করতে শুরু করেন স্বস্তিকাকে। বেশিরভাগ মন্তব‍্যই নুসরতকে জড়িয়ে।
advertisement
4/7
ট্রোলারদের বক্তব‍্য, নুসরত জাহানকে নিজের আদর্শ বানিয়েছেন স্বস্তিকা। আবার একাংশের ব‍্যঙ্গ, কাজ পাচ্ছেন না বলে এসব করবেন? কয়েকজন আবার পরামর্শ দিয়েছেন, নুসরতের মতো অবৈধ ভাবে যেন মা হবেন না।
advertisement
5/7
উল্লেখ‍্য, আগে ওই গর্ভনিরোধক ওষুধের সংস্থার মুখ ছিলেন নুসরত‍। বহুবার এই ওষুধের প্রচারে দেখা গিয়েছে তাঁকে। এমনকি অন্তঃসত্ত্বা হওয়ার পরেও গর্ভনিরোধক ওষুধের প্রচার করায় ট্রোলড হতে হয়েছিল সাংসদ অভিনেত্রীকে।
advertisement
6/7
সমালোচনা নিয়ে সোশ‍্যাল মিডিয়ায় কিছু না বললেও সংবাদ মাধ‍্যমের কাছে মুখ খুলেছেন স্বস্তিকা। তাঁর স্পষ্ট কথা, গর্ভনিরোধক ওষুধ নিয়ে কথা বলার জন‍্য অন্তঃসত্ত্বা হওয়ার প্রয়োজন নেই। তিনি একজন অভিনেত্রী, পরিচিত মুখ। তাঁর কথা সহজে বেশি সংখ‍্যক মানুষের কাছে পৌঁছাবে তাই এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানান স্বস্তিকা। এই নিয়ে তাঁর মনে কোনওরকম ছুৎমার্গ নেই সেকথাও কার্যত স্পষ্ট করেন অভিনেত্রী।
advertisement
7/7
প্রসঙ্গত, কী করে বলবো তোমায় শেষের পরেই লুক চেঞ্জ করেছেন স্বস্তিকা। তুলনামূলক বোল্ড ফটোশুটেও দেখা গিয়েছে তাঁকে। এই নিয়েও ট্রোলের মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে। তবে প্রতিবারেই ট্রোলকে পাত্তা না দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন সমাজের চোখরাঙানিতে ভয় পাওয়ার মতো মানুষ তিনি নন।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Swastika Dutta : 'নুসরতকে আদর্শ বানিয়েছেন নাকি?' নেটমাধ্যমে কুৎসিত আক্রমণ স্বস্তিকাকে, দিলেন মোক্ষম উত্তর...
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল