Swastika Dutta : ক্লিভেজও মানব শরীরের অংশ! সাহসী ছবি পোস্ট করে ট্রোলড, কড়া জবাব স্বস্তিকার
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Swastika Dutta : ছবি পোস্ট করতেই ট্রোলিং এর শিকার হন অভিনেত্রী। তবে চুপ থাকেননি তিনি।
advertisement
1/6

টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। সম্প্রতি একটি সাহসী ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেই ছবি পোস্ট করতেই ট্রোলিং এর শিকার হন অভিনেত্রী। তবে চুপ থাকেননি তিনি। পাল্টা দিয়েছেন নেটিজেনদের।
advertisement
2/6
সম্প্রতি স্বস্তিকা (Swastika Dutta) ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যাচ্ছে একটি রিপড ডেনিম শার্ট পরেছেন যার প্রায় সব বোতামই খোলা। দেখা যাচ্ছে কালো অন্তর্বাস। স্বাভাবিক ভাবেই অভিনেত্রীর ক্লিভলাইন স্পষ্ট। আর এই ছবি থেকেই যত সমস্যার সূত্রপাত।
advertisement
3/6
এই ছবিতেই নানা রকম কমেন্ট করতে শুরু করেন নেটিজেন। কেউ লেখেন, "ভালো পোশাক নেই?" কেউ আবার লেখেন, "আপনাকে দেখতে এমনিই সুন্দর। এসব করার দরকার কী?" এরকমই নানা তির্যক মন্তব্য এসেছে পোস্টে.।
advertisement
4/6
একহাত নিয়েছেন স্বস্তিকাও(Swastika Dutta)। উত্তরে লিখেছেন, "নমস্কার। আপনার কথা শুনে মনে হচ্ছে আমি খুব বড় অপরাধ করে ফেলেছি ছবিটি ফেসবুক প্ল্যাটফর্মে আপলোড করে। এসব ছবি বলতে আপনি ঠিক কী বোঝাতে চাইলেন সেটা আমার কাছে পরিস্কার হল না। চোখ কান নাক হাত মুখ পা এগুলোর মতো ক্লিভেজটাও মানুষের শরীরের অংশ। সুন্দর একটি ছবি তোলা হয়েছে সেটিকে আমি শেয়ার করেছি। যদি পছন্দ না হয় দেখবেন না।"
advertisement
5/6
এই সপাটে উত্তরেই নেটিজেনদের মুখ বন্ধ করেছেন স্বস্তিকা। তাঁর বহু অনুরাগী আবার এই উত্তরে খুশি হয়েছেন। নিন্দুকরা যেমন আছেন। তেমনই আবার তাঁর অনুরাগীরা এই বোল্ড লুকে পছন্দ করেছেন অভিনেত্রীকে।
advertisement
6/6
প্রসঙ্গত, কী করে বলব তোমায় ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয় হয়েছেন স্বস্তিকা। এই মুহূর্তে ওটিটি-র ওয়েব সিরিজে মন দিয়েছেন অভিনেত্রী।