উস্তাদ আলি আকবর খানের শতবর্ষ, সুরের মূর্চ্ছনায় স্বরসম্রাট উৎসব উদযাপন কলকাতায়
- Published by:Aryama Das
Last Updated:
আগামী ১৫ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত কলকাতা শহরে অনুষ্ঠিত হতে চলেছে ‘স্বরসম্রাট উৎসব’
advertisement
1/5

SSF(স্বরসম্রাট উৎসব) 10 বছর পূর্ণ করেছে এই বছর। SSF দেশের ৪ শহরে অনুষ্ঠিত হবে, দিল্লি, কলকাতা, বেঙ্গালুরু এবং মুম্বাইতে।
advertisement
2/5
আগামী ১৫ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত কলকাতা শহরে অনুষ্ঠিত হতে চলেছে ‘স্বরসম্রাট উৎসব’। নজরুল মঞ্চে এই অনুষ্ঠান হবে।
advertisement
3/5
সম্প্রতি কলকাতার ওবেরয় গ্র্যান্ড হোটেলে এক সাংবাদিক সম্মেলন হয়ে গেল তার। পন্ডিত অজয় চক্রবর্তী, চিত্রশিল্পী শুভাপ্রসন্ন, তবলা শিল্পী বিক্রম ঘোষ সহ দেশের সঙ্গীত জগতের কিংবদন্তি ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেখানে।
advertisement
4/5
উস্তাদ আলী আকবর খানের জন্ম শতবর্ষ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করতে চলেছেন আরেক কিংবদন্তির সরোদ শিল্পী তেজেন মজুমদার। উচাঙ্গ সঙ্গিতের অন্যতম পীঠস্থান এই বাংলা, তাই এখানেই হতে চলেছে স্বরসম্রাট ফেস্টিভ্যাল।
advertisement
5/5
একাধিক শিল্পীদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করেছে অন্নপূর্ণাদেবী ফাউন্ডেশন, আশিস খান স্কুল অব ওয়ার্ল্ড মিউজিক এবং ক্যালকাটা পারফরমিং আর্টস ফাউন্ডেশন।