সমুদ্রের হাওয়ায় উড়তে লাগল কাপড়, বিকিনিতেই দাঁড়িয়ে রইলেন সুস্মিতা !
- Published by:Akash Misra
- news18 bangla
Last Updated:
সমুদ্রের হাওয়ায় উড়তে লাগল কাপড়, বিকিনিতেই দাঁড়িয়ে রইলেন সুস্মিতা !
advertisement
1/5

প্রথম থেকেই নিজেকে নিয়ে একেবারেই বিন্দাস সুস্মিতা সেন ৷ সব সময়ই অকপট ৷ লুকোছাপা ছিল না কোনও দিনই ৷ তাই তো বাচ্চা দত্তক নেওয়া থেকে শুরু করে, সিঙ্গল মাদার হওয়া এমনকী, নিজের থেকে ছোট বয়ফ্রেন্ড হওয়া নিয়েও একটু বেশিই স্পষ্ট সুস্মিতা ৷ Photo: Instagram
advertisement
2/5
সুস্মিতা যে দারুণ বিন্দাস তার ইঙ্গিত পাওয়া যায় তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখলেই ৷ কখনও স্কুবা ডাইভিং ৷ কখনও জলের মধ্যে ব্যায়াম ৷ সব মিলিয়ে লাইফটা যে সুস্মিতা ভরপুর এনজয় করছে তা বোঝাই যায় ৷
advertisement
3/5
শুধুই কী তাই, বয়ফ্রেন্ডকে সঙ্গে নিয়ে সু্স্মিতা যেভাবে শারীরিক কসরৎ করেন, তা দেখে তো অনেকেই চমকে ওঠেন ৷
advertisement
4/5
তবে এবারটি আর ব্যায়াম নয়, বরং সুস্মিতা ছবি শেয়ার করলেন সমুদ্রের পার থেকে ৷
advertisement
5/5
ছবিতে দেখা গিয়েছে বিকিনি পরে সমুদ্রের পারে দাঁড়িয়ে রয়েছেন সুস্মিতা ৷ সমুদ্রের হাওয়ায় উড়ে যাচ্ছে তাঁর পরনের সারং ৷ হাওয়ায় ওড়া সারংকে হাতে তুলে নিলেন তিনি ৷ আর সেই ছবি ইনস্টাগ্রামে আপলোড হতেই ভাইরাল ৷ নেটিজেনরা বলছেন ৷ এই বয়সেও এত উত্তেজনা৷