TRENDING:

Susmita and Lalit: সুস্মিতা ও ললিতের সম্পর্ক, ননদের সম্পর্ক নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক ‘ভাজ’

Last Updated:
সুস্মিতা ও চারু সম্পর্কে ননদ -ভাজ৷ তবে এই মুহূর্তে চারু ও সুস্মিতার ভাই রাজীব সেনের সম্পর্ক ভাঙার মুখে দাঁড়িয়ে৷ তবুুও ননদের সম্পর্ক নিয়ে বড় কথা বললেন তিনি৷
advertisement
1/6
সুস্মিতা ও ললিত: ননদের সম্পর্ক নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক ‘ভাজ’
#মুম্বই: বৃহস্পতিবার, তারিখটা ছিল ১৪ জুলাই , আইপিএল চেয়ারম্যান ললিত মোদি ঘোষণা করেছিলেন তিনি প্রাক্তন বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের সঙ্গে সম্পর্কের কথা৷ এখন সোশ্যাল মিডিয়ায় মানুষের মত প্রকাশের জায়গা তাই এই প্ল্যাটফর্মে কোনও কিছু জানানো হলে তা আগুনের গতিতে ছড়িয়ে পড়ে৷ রোমান্টিক ছবি ৷ ছবি আরও বাড়তি মাত্রা পায় যেহেতু ‘বেটারহাফ’ কথাটি লেখা ছিল৷  জানতে পারা যায় তাঁরা একে অপরের সঙ্গে ডেট করেছেন৷ Photo Courtesy- Instagram 
advertisement
2/6
এদিকে এরপরেই নেটিজেন থেকে শুরু করে অনেকেই সুস্মিতাকে একহাত নিয়েছে৷ অনেকেরই দাবি সুস্মিতা ললিত মোদির অর্থে আকর্ষণ অনুভব করেই এই সম্পর্কে জড়িয়েছেন৷ আবার কেউ কেউ এই নতুন জুটিকে স্বাগত জানিয়েছে৷ Photo Courtesy- Instagram 
advertisement
3/6
সুস্মিতা সেনের ভাই রাজীব সেন এবং তাঁর বাবা সুবীর সেন এই সম্পর্ক নিয়ে মন্তব্য করেছিলেন৷ এবার এই সম্পর্ক নিয়ে মুখ খুললেন সুস্মিতার ভাজ চারু আসোপা৷ চারু নিজের ননদের সঙ্গে ললিত মোদির সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় মত দিয়েছেন৷ Photo Courtesy- Instagram 
advertisement
4/6
এদিকে সুস্মিতার ভাইকে খুব শীঘ্রই ডিভোর্স দিতে চলেছে৷ চারু হিন্দি সিরিয়াল দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী৷ চারুর সঙ্গে ভাইয়ের ডিভোর্সের খবর পাওয়া সুস্মিতা আবার নিজের ভাইকেই সোশ্যাল মিডিয়ায় আনফলো করে দিয়েছেন৷ Photo Courtesy- Instagram 
advertisement
5/6
চারু আসোপা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন  'The Problematic Culture Of Calling Women Gold Diggers' and wrote, Exactly, there are always girls who are targeted, people don't think twice to call a girl a gold digger, it's really - এরপর তিনি ভাঙা হৃদয়ের ইমোজি দিয়েছেন৷ অর্থাৎ তাঁর কথা মহিলাদের সুযোগসন্ধানী বলে সমাজ কারণ মহিলাদের টার্গেট করা খুব সহজ , তাঁদের এরকম বলার আগে কেউ দ্বিতীয়বার ভাবেন না৷ Photo Courtesy- Instagram 
advertisement
6/6
সুস্মিতার এই সমালোচনার ঝড়ে পড়ার সময় সাহসী সুস্মিতা নিজে জানিয়েছিলেন, ‘‘এটা দেখে খুব খারাপ লাগে যখন দেখি চারপাশের জগত দিনে দিনে কী রকম হয়ে যাচ্ছে৷ যাঁরা তথাকথিত বোদ্ধা তাঁরা যেন কীরকম একটা৷ মাঝেমধ্যে ফানি গসিপ নিয়ে নিজেদের অজ্ঞতা প্রকাশ করে দেন৷ যে আত্মীয়দের সঙ্গে বা বন্ধুদের সঙ্গে আমি কখনও দেখা করিনি তাঁরা সকলেও কোনও কিছু না জেনে না শুনে কীরকম আমার চরিত্র নিয়ে মন্তব্য করে যান৷ আমায় সোনার খোঁজে বলছেন যাঁরা তাঁরা জানেন না আমি সোনা নই হিরে পছন্দ করি৷ এখনও যেটা আমি নিজের রোজগারে কিনতে পারি৷ ’’ Photo Courtesy- Instagram 
বাংলা খবর/ছবি/বিনোদন/
Susmita and Lalit: সুস্মিতা ও ললিতের সম্পর্ক, ননদের সম্পর্ক নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক ‘ভাজ’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল