Sushmita Sen Lalit Modi: 'আমি যদি বিয়ে করতে চাই...' ললিত মোদিকে নিয়ে বিস্ফোরক সুস্মিতা! মুখ খুলতেই তোলপাড়
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Sushmita Sen Lalit Modi: সম্প্রতি এক সাক্ষাৎকারে ললিত মোদীকে নিয়ে ব়োম্যান্স এবং সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন৷ যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে৷
advertisement
1/5

চলচ্চিত্রের মতোই রঙিন বলি অভিনেত্রী সুস্মিতা সেনের জীবন৷ একাধিক প্রেম এসেছে বলি নায়িকার জীবনে৷ তেমনই ললিত মোদী ও সুস্মিতা সেনের সম্পর্ক নিয়ে চর্চার শেষ নেই। অসম বয়সী প্রেমের খবর যেন সকলকে চমকে দিয়েছিল রাতারাতি। যদিও এতে অবাক হওয়ার মতোনও কিছু নেই। কারণ ললিতের আগেও হাই প্রোফাইল ব্যক্তিত্বদের সঙ্গে নাম জড়িয়েছে সুস্মিতার।
advertisement
2/5
জীবনে প্রচুর প্রেম আসলেও কোনও প্রেমই টেকেনি সুস্মিতার। ললিত এবং সুস্মিতাকে নিয়ে চর্চা থামার নয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে ললিত মোদীকে নিয়ে ব়োম্যান্স এবং সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন৷ যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে৷
advertisement
3/5
সুস্মিতা সেন জানান, তিনি ললিত মোদীর সঙ্গে নিজের সম্পর্কের কখনওই কারোর সঙ্গে শেয়ার করেনি৷ একবার সোশ্যাল মিডিয়ায় বলেছিলেন যে তিনি বিবাহিত নন৷ তবে আমি মনে করি যখন লোকেরা চুপ থাকে, তাদের দুর্বলতা বা ভয় ভেবে অনেকেই ভুল করেন৷
advertisement
4/5
অভিনেত্রী আরও জানান, আমি সমস্ত মিম উপভোগ করছি৷ কিন্তু আপনি কাউকে গোল্ডডিগার বলছেন যখন তখন তাকে নিয়ে কোনও মন্তব্য করবেন না৷ আগে সমস্ত কিছু বিচার করুন৷ আমি হিরে পছন্দ করি, সোনা নয়৷ এটি ছিল সম্পূর্ণ অন্য অভিজ্ঞতা৷ আমি যদি কাউকে বিয়ে করতে চাই, তাকেই আমি বিয়ে করব৷ কিন্তু আমি চেষ্টাও করিনি৷
advertisement
5/5
গত বছরেই ললিত মোদির সঙ্গে সুস্মিতা সেনের অন্তরঙ্গ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল৷ এমনকী এনগেজমেন্টের জল্পনাও চলেছিল হাতের আংটি দিয়ে৷ যদিও এই নিয়ে চর্চা চলেই আসছে এখন৷ চলতি বছর আচমকা হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন নায়িকা৷ তারপর সুস্থ হয়ে কামব্যাক করেন অভিনেত্রী৷