সুশান্তের মৃত্যুর ২ বছর অতিক্রান্ত, নতুন প্রেমে পড়লেন রিয়া? কে সেই বান্টি জানুন
- Published by:Teesta Barman
Last Updated:
সময় এগিয়ে যায়, জীবনও বদলে যায়। রিয়ার জীবনেও সম্ভব নতুন মানুষ এসেছেন। নতুন ভাবে পথচলা শুরু করেছেন। নতুন প্রেমের হাওয়া রিয়ার জীবনে।
advertisement
1/8

২০২০ সালের ১৪ জুন। দু'বছর পেরিয়ে গিয়েছে। কিন্তু আজও তাঁর স্মৃতি ভীষণ তরতাজা। তাঁর ছবি, তাঁর গান, তাঁর হাসি, তাঁর কথা। তিনি সুশান্ত সিং রাজপুত। এখন তাঁর নামের আগে 'প্রয়াত' বসে।
advertisement
2/8
তাঁর মৃত্যুর পর শোক পালনের আগেই বিভিন্ন তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে সুশান্তের নাম। তাঁর মৃত্যুর কারণ সন্ধান করতে গিয়ে সুশান্তের তৎকালীন প্রেমিকা রিয়া চক্রবর্তীকে কাঠগড়ায় তোলা হয়।
advertisement
3/8
প্রয়াত অভিনেতার ঘনিষ্ঠ এবং সমাজ বারবার তাঁর চরিত্রহননে মত্ত হয়েছে। সুশান্তকে মাদক সরবরাহের অভিযোগে এমনকি হাজতবাসও হয়েছে তাঁর।
advertisement
4/8
কিন্তু সময় এগিয়ে যায়, জীবনও বদলে যায়। রিয়ার জীবনেও সম্ভব নতুন মানুষ এসেছেন। নতুন ভাবে পথচলা শুরু করেছেন। নতুন প্রেমের হাওয়া রিয়ার জীবনে।
advertisement
5/8
টিনসেল নগরীতে গুঞ্জন, সোহেল খানের প্রাক্তন শ্যালকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা। সীমা সাজদেহ-এর ভাইয়ের সঙ্গে নাম জড়িয়েছে বলি অভিনেত্রীর।
advertisement
6/8
নাম, বান্টি সাজদেহ। বলিপাড়ার অন্যতম জনপ্রিয় ট্যালেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধার তিনি। রিয়ার আগে তাঁর সঙ্গে সোনাক্ষী সিনহার প্রেেমর গুঞ্জন রটেছিল।
advertisement
7/8
সূত্রের বক্তব্য, ''বান্টি এবং রিয়ার সম্পর্কে আছেন। কিন্তু আপাতত নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনতে চান না তাঁরা। দু'জনকে একসঙ্গে দেখতে খুবই ভাল লাগছে। আর গত কয়েক বছরে রিয়া যে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন, বান্টি তাঁর পাশে দাঁড়িয়েছিলেন।''
advertisement
8/8
সূত্রের দাবি, সুশান্তের মৃত্যু পরবর্তী মামলায় বান্টিকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। কারণ সেই সময়ে বান্টির ট্যালেন্ট ম্যানেজমেন্ট সংস্থার ক্লায়েন্ট ছিলেন রিয়া।