Guess the Celebrity: হোটেলের মেঝে পরিষ্কার থেকে ফুটপাতে জল বিক্রি! চরম কষ্টের পর আজ তিনি বিখ্যাত সুপারস্টার, বলুন তো কে ?
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Guess the Celebrity: কলেজের পর একাধিক কাজের সঙ্গে নিযুক্ত ছিলেন৷ জল বিক্রি থেকে রিয়েল এস্টেট এবং হোটেলেও কাজ করেছিলেন তিনি৷ আজ তিনি বিখ্যাত সুপারস্টার৷
advertisement
1/8

তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে সকলেরই আগ্রহ তুঙ্গে থাকে৷ এমন অনেক তারকারা রয়েছেন যারা অল্প সময়ের মধ্যে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিয়েছেন৷ আজ এমন একজন তারকার কথা জানবেন তিনি শুধু একজন অভিনেতা নন, তিনি একজন লেখক ও পরিচালক বটে৷
advertisement
2/8
ভারতীয় সিনেমায় তাঁর বিরাট অবদান রয়েছে৷ একাধিক চরিত্রে অভিনয় করে তিনি সকলের মন জিতে নিয়েছেন৷ ব্লকবাস্টার ছবিও রয়েছে তাঁর ঝুলিতে৷ তিনি হলেন দক্ষিণী ইন্ডাস্ট্রির সুপরিচিত অভিনেতা-পরিচালক ঋষভ শেট্টি৷
advertisement
3/8
দক্ষিণী ইন্ডাস্ট্রির তিনি একজন প্রতিভাবান অভিনেতা-পরিচালক৷ বর্তমানে তাঁর কোনও আলাদা করে পরিচয়ের দরকার নেই৷ তবে একটা সময়ে অনেক কষ্ট করতে হয়েছিল তাঁকে৷
advertisement
4/8
বেঙ্গালুরুতে পড়ার সময় তিনি অ্যাক্টিভ ভাবে নাটক করতেন৷ কাজের জন্য সর্বদাই প্রশংসিত হতেন তিনি এবং নাটকের এই সাফল্যই তাঁকে অভিনয় জগতে আসতে উৎসাহিত করেছিল৷
advertisement
5/8
তবে কলেজের পর একাধিক কাজের সঙ্গে নিযুক্ত ছিলেন৷ জল বিক্রি থেকে রিয়েল এস্টেট এবং হোটেলেও কাজ করেছিলেন তিনি৷ পাশাপাশি চলচ্চিত্রেও নিজের জায়গা তৈরি করছিলেন৷
advertisement
6/8
এরপরই ঋষভ বেঙ্গালুরুতে ফিল্ম ডিরেকশনে ডিপ্লোমা করেছিলেন৷ স্পট বয়, ক্ল্যাপ বয় এবং সহকারী পরিচালক হিসেবে ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছিলেন৷ খুব অল্প বয়সেই কেরিয়ার শুরু করেছিলেন ঋষভ৷ আজ তাঁর বিশ্বজোড়া খ্যাতি৷
advertisement
7/8
সুপারহিট ছবি 'কান্তারা: দ্য লিজেন্ড'-এ সমস্ত সিনেমাপ্রেমীদের মন জয় করে নিয়েছেন নায়ক, পরিচালক ও গল্পকার ঋষভ শেট্টি৷ ছবির একটি বিশেষ অংশজুড়ে ছিল প্রচলিত ঐতিহ্যবাহী যক্ষগান।
advertisement
8/8
অভিনেতা বলেন, খুব ছোটবেলা থেকেই তিনি যক্ষগানের অনুরাগী ছিলেন। ঋষভের কথায়, "শিল্পী হিসেবে আমার যাত্রা শুরু হয়েছিল যখন আমি ষষ্ঠ শ্রেণীতে পড়তাম। তখন থেকেই আমি যক্ষগানে অভিনয় করি। আমি সবসময় স্বপ্ন দেখতাম আমার অঞ্চলের লোককাহিনীকে বড় পর্দায় তুলে ধরব এবং আমার লোকশিল্পকে সারাবিশ্বে পরিচিতি দেব। ছবিতে খুব সুন্দর করে ফোকলোরিক নৃত্য ব্যবহার করেছিলেন ঋষভ৷ খুব শীঘ্রই 'কান্তারা'র সিক্যুয়েলের কাজ শুরু করবেন৷