TRENDING:

Best Pakistani Serials: শাশুড়ি-বৌমা ঝামেলার গল্পে একঘেয়েমি? অবসর সময় কাটাতে দেখে নিতে পারেন ভিন্ন স্বাদের এই ৫ পাকিস্তানি ধারাবাহিক

Last Updated:
Superhit Pakistani Serials: পাকিস্তানি সিরিয়াল বা ধারাবাহিকগুলি হামেশাই চর্চায় থাকে। এমনকী পড়শি দেশ ভারতেও পাক ধারাবাহিকের প্রচুর ভক্ত রয়েছে। এর একটি বড় কারণ হচ্ছে পাকিস্তানি সিরিয়ালগুলো আসলে বেশ সীমিত সময়ের জন্য প্রচারিত হয়। অর্থাৎ ভারতীয় ডেলি সোপের মতো গল্প টেনেটুনে বাড়ানো হয় না।
advertisement
1/7
শাশুড়ি-বৌমা ঝামেলার গল্পে একঘেয়েমি?অবসর সময়ে দেখতে পারেন এই পাকিস্তানি সিরিয়াল
পাকিস্তানি ফিল্মের চর্চা তেমন ভাবে না হলেও পাকিস্তানি সিরিয়াল বা ধারাবাহিকগুলি হামেশাই চর্চায় থাকে। এমনকী পড়শি দেশ ভারতেও পাক ধারাবাহিকের প্রচুর ভক্ত রয়েছে। এর একটি বড় কারণ হচ্ছে পাকিস্তানি সিরিয়ালগুলো আসলে বেশ সীমিত সময়ের জন্য প্রচারিত হয়। অর্থাৎ ভারতীয় ডেলি সোপের মতো গল্প টেনেটুনে বাড়ানো হয় না।
advertisement
2/7
আর সবথেকে বড় কথা হল, পাক ধারাবাহিক দেখতে গেলে কোনও রকম সাবস্ক্রিপশন লাগবে না। ইউটিউবে বিনামূল্যেই অধিকাংশ ধারাবাহিক উপভোগ করা যাবে। তাহলে জেনে নেওয়া যাক, বহুলচর্চিত সেরা ৫টি পাকিস্তানি ধারাবাহিক সম্পর্কে।
advertisement
3/7
জিন্দেগি গুলজার হ্যায়: এই সিরিয়ালের সম্পর্কে অনেকেই অবগত। ‘জিন্দেগি গুলজার হ্যায়’ ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল ফওয়াদ খান ও সনম সইদকে। আর আশ্চর্যজনক ভাবে এই ধারাবাহিকটির প্রচুর ভারতীয় ভক্ত রয়েছে। ২০১২ থেকে ২০১৩ সালের মধ্যে এই ধারাবাহিকের সম্প্রচার হয়েছিল। এখনও না দেখে থাকলে ‘হাম টিভি’-র ইউটিউব চ্যানেলে গিয়ে এই সিরিয়ালটি দেখে নিতে পারেন যে কেউ।
advertisement
4/7
হামসফর- 'হামসফর' ফওয়াদ খানের আর একটি সুপারহিট ধারাবাহিক। এখানে ফওয়াদ খান এবং মাহিরা খানের রসায়ন মুগ্ধ করেছে ভক্তদের। এই ধারাবাহিকের মাত্র ২৩টি পর্ব ছিল। 'হামসফর'-এর প্রতিটি পর্ব ইউটিউব চ্যানেলে দেখা যাবে।
advertisement
5/7
দাস্তান: একটি উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছিল এই ধারাবাহিক। এখানেও পাকিস্তানি ইন্ডাস্ট্রির সুদর্শন অভিনেতা ফওয়াদ খানকে দেখা গিয়েছে। তাঁর বিপরীতে ছিলেন অভিনেত্রী সনম বালোচ। দেশভাগের প্রেক্ষাপটে এক প্রেমের গল্প ঘিরেই তৈরি করা হয়েছে এই ধারাবাহিক। ইউটিউবে এই সিরিয়ালটিও বিনামূল্যে উপভোগ করা যাবে।
advertisement
6/7
শেহর-ই-জাত: এই ধারাবাহিকে প্রশংসিত হয়েছে মাহিরা খানের অনবদ্য অভিনয়। এটি একটি রোমান্টিক-ড্রামা। এই সিরিয়ালের গল্প আবর্তিত হয়েছে ফলক শের আফগানের জীবনকে ঘিরে। সিরিয়ালটি না দেখে থাকলে ইউটিউবে দেখে নেওয়া যেতে পারে।
advertisement
7/7
উডারি: পাকিস্তানের একটি গ্রামের প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ধারাবাহিক। ওই গ্রামের দুটি পরিবারকে ঘিরেই মূলত গল্প বোনা হয়েছে। এই ধারাবাহিকটিও দর্শকরা পছন্দ করেছেন। ইউটিউবে বিনামূল্যে দেখা নেওয়া যাবে এটি।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Best Pakistani Serials: শাশুড়ি-বৌমা ঝামেলার গল্পে একঘেয়েমি? অবসর সময় কাটাতে দেখে নিতে পারেন ভিন্ন স্বাদের এই ৫ পাকিস্তানি ধারাবাহিক
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল