Sunny Leone: 'পর্ন' ইন্ডাস্ট্রিতে পা রেখেই... রেগে আগুন হয়েছিলেন মা, সানির এই রহস্য জানলে মাথা ঘুরে যাবে
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Sunny Leone: নীল ছবিতে পা রেখেই এমন একটা কাজ করেছিলেন যা শুনে রেগে আগুন হয়ে গেছিলেন অভিনেত্রীর মা৷
advertisement
1/6

২০১২ সালে 'জিসম ২' ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেন সানি লিওন। ইতিমধ্যেই বলিউড কেরিয়ারে এক দশক পার করে ফেলেছেন বলি নায়িকা৷ বি-টাউনে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন অভিনেত্রী৷
advertisement
2/6
বলিউডে আসার আগে পর্ন ইন্ডাস্ট্রি ঠিক কতটা নাম-ডাক ছিল সানি লিওনের তা কারোরই অজানা নয়৷ মাত্র ১৯ বছর বয়সেই নীল ছবির দুনিয়ায় পা রাখেন করণজিৎ কৌর৷
advertisement
3/6
পর্ন ইন্ডাস্ট্রিতে পা রাখার পর পুরো বিষয়টা পরিবারের থেকে লুকিয়ে রেখেছিলেন সানি লিওন৷ তবে ভাইয়ের কাছে ধরা পড়ে যান৷ এমনকী পরে বাবা-মাও পুরো বিষয়টা জেনে যান৷ যদিও তা নিয়ে কোনও আফসোস নেই সানির৷
advertisement
4/6
তবে নীল ছবিতে পা রেখেই এমন একটা কাজ করেছিলেন যা শুনে রেগে আগুন হয়ে গেছিলেন অভিনেত্রীর মা৷ পর্ন ইন্ডাস্ট্রি পা রেখেই নিজের নাম বদলে সানি রাখেন৷ আসলে সানির ভাইয়ের নাম সন্দীপ সিং, পরিবারের সকলের কাছেই সানি নামে পরিচিত সে৷
advertisement
5/6
সানি নামেই সারা বিশ্বে পরিচিতি পান নীল ছবির রানি সানি লিওন৷ অভিনেত্রী নিজে জানিয়েছেন, এত নামের মধ্যে এই নামটা একদমই পছন্দ ছিল না মায়ের৷ তিনি বলেছিলেন, এত নামের মধ্যে তুই এই নামটাই খুঁজে পেলি?
advertisement
6/6
বিগ বস সিজন ৫-এর প্রতিযোগী হিসেবে প্রখম গ্ল্যামার দুনিয়ায় পা রাখেন সানি৷ তারপর থেকেই নীল ছবির দুনিয়া ছেড়ে বলিউডে আত্মপ্রকাশ হয়েছে সানির। সম্প্রতি ৭৬ তম কান চলচ্চিত্র উৎসবে সানি লিওন অভিনীত ছবি 'কেনেডি' সাড়া ফেলেছে৷ অনুরাগ কাশ্যপ পরিচালিত এই ছবিই সানির ফিল্মি কেরিয়ারের অন্যতম মাইলস্টোন৷