TRENDING:

Karan Deol Honeymoon: নতুন বর-বউ করণ-দৃশা গেলেন হানিমুনে, পিছু নিলেন বাবা সানি দেওল! ছবি দেখে চমকে ভক্তরা

Last Updated:
Karan Deol Honeymoon: যুগলের একা সময় কাটানোর সুযোগ! কিন্তু ছেলে বউমানে হানিমুনে উপস্থি সানি। সঙ্গে আবার তাঁর বড় ছেলে রাজবীর দেওল। মানালির পাহাড়ি সৌন্দর্যে নবদম্পতির প্রেমের মাঝে বাবা!
advertisement
1/10
নতুন বর-বউ করণ-দৃশা গেলেন হানিমুনে, পিছু নিলেন বাবা সানি! ছবি দেখে চমকে ভক্তরা
সম্প্রতি রায়বাড়ির সঙ্গে গাঁটছড়া বেঁধেছে দেওল পরিবার। সানি দেওলের ছেলে করণ দেওল বিয়ে করেছেন তাঁর প্রেমিকা দৃশা আচার্যকে। ঘটনাচক্রে দৃশা হলেন পরিচালক বিমন রায়ের প্রপৌত্রী।
advertisement
2/10
সপ্তাহব্যাপী অনুষ্ঠানে জমজমাটি বিয়ে হল মুম্বইয়ে। বলি তারকাদের ভিড় জমেছিল করণ-দৃশার বিয়েতে। এবার হানিমুনের পালা।
advertisement
3/10
যুগলের একা সময় কাটানোর সুযোগ! কিন্তু ছেলে বউমানে হানিমুনে উপস্থি সানি। সঙ্গে আবার তাঁর বড় ছেলে রাজবীর দেওল। মানালির পাহাড়ি সৌন্দর্যে নবদম্পতির প্রেমের মাঝে বাবা!
advertisement
4/10
করণ সেই সফরের ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। নায়ক হ্যাশট্যাগে লিখেছেন, 'ভালবাসা, হাসি এবং সুন্দর স্মৃতি'। সানি আবার সেই পোস্টে লেখেন, 'খুব সুন্দর সময় কাটিয়েছি।'
advertisement
5/10
ভারতীয় সেনার সঙ্গেও ছবি তুলেছেন নায়ক। তুলেছেন পরিবারের সঙ্গেও। যদিও সেই সব ছবির মাঝেও নবদম্পতির আলিঙ্গনের ছবি ভেসে উঠেছে।
advertisement
6/10
কিন্তু ছেলে-বউমার হানিমুনে কেনই বা সানি উপস্থিত, তা জানা যায়নি। তবে তার জন্য যুগলের একা সময় কাটানোয় বাধা পড়েছে বলে মনে হল না ছবি দেখে।
advertisement
7/10
গত ১৮ জুন পুরো পঞ্জাবি রীতি মেনে বিয়ে করেছেন করণ ও দৃশা৷ মেহেন্দি থেকে সঙ্গীত তারপর জমকালো বিয়ের আসরের সমস্ত ছবিই এখন নেটদুনিয়ায় ভাইরাল৷
advertisement
8/10
নাতি বিয়ের একাধিক অনুষ্ঠানে কোমর দুলিয়ে নাচতে দেখা যায় ঠাকুরদা ধর্মেন্দ্রকে। এই বয়সেও যেভাবে বিয়ের অধিকাংশ অনুষ্ঠানে সেজেগুজে হাজির হয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা।
advertisement
9/10
যদিও করণের বিয়েতে হেমা মালিনী ও তাঁর দুই মেয়ে এষা ও অহনা দেওল অনুপস্থিত না থাকায় বিতর্ক তৈরি হয়। ধর্মেন্দ্র প্রথম পরিবারের কোনও আনন্দানুষ্ঠানে না থাকার কারণ কি প্রথম স্ত্রী প্রকাশ কৌর?
advertisement
10/10
তবে প্রথম থেকেই ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী এবং সন্তানদের থেকে স্বাভাবিক দূরত্ব বজায় রেখেছেন তিনি৷ প্রথম স্ত্রীর সঙ্গে ডিভোর্স না করেই ধর্মেন্দ্র হেমাকে বিয়ে করেছিলেন বলে তুলকালাম হয়েছিল সে সময়ে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Karan Deol Honeymoon: নতুন বর-বউ করণ-দৃশা গেলেন হানিমুনে, পিছু নিলেন বাবা সানি দেওল! ছবি দেখে চমকে ভক্তরা
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল