Karan Deol Honeymoon: নতুন বর-বউ করণ-দৃশা গেলেন হানিমুনে, পিছু নিলেন বাবা সানি দেওল! ছবি দেখে চমকে ভক্তরা
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Karan Deol Honeymoon: যুগলের একা সময় কাটানোর সুযোগ! কিন্তু ছেলে বউমানে হানিমুনে উপস্থি সানি। সঙ্গে আবার তাঁর বড় ছেলে রাজবীর দেওল। মানালির পাহাড়ি সৌন্দর্যে নবদম্পতির প্রেমের মাঝে বাবা!
advertisement
1/10

সম্প্রতি রায়বাড়ির সঙ্গে গাঁটছড়া বেঁধেছে দেওল পরিবার। সানি দেওলের ছেলে করণ দেওল বিয়ে করেছেন তাঁর প্রেমিকা দৃশা আচার্যকে। ঘটনাচক্রে দৃশা হলেন পরিচালক বিমন রায়ের প্রপৌত্রী।
advertisement
2/10
সপ্তাহব্যাপী অনুষ্ঠানে জমজমাটি বিয়ে হল মুম্বইয়ে। বলি তারকাদের ভিড় জমেছিল করণ-দৃশার বিয়েতে। এবার হানিমুনের পালা।
advertisement
3/10
যুগলের একা সময় কাটানোর সুযোগ! কিন্তু ছেলে বউমানে হানিমুনে উপস্থি সানি। সঙ্গে আবার তাঁর বড় ছেলে রাজবীর দেওল। মানালির পাহাড়ি সৌন্দর্যে নবদম্পতির প্রেমের মাঝে বাবা!
advertisement
4/10
করণ সেই সফরের ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। নায়ক হ্যাশট্যাগে লিখেছেন, 'ভালবাসা, হাসি এবং সুন্দর স্মৃতি'। সানি আবার সেই পোস্টে লেখেন, 'খুব সুন্দর সময় কাটিয়েছি।'
advertisement
5/10
ভারতীয় সেনার সঙ্গেও ছবি তুলেছেন নায়ক। তুলেছেন পরিবারের সঙ্গেও। যদিও সেই সব ছবির মাঝেও নবদম্পতির আলিঙ্গনের ছবি ভেসে উঠেছে।
advertisement
6/10
কিন্তু ছেলে-বউমার হানিমুনে কেনই বা সানি উপস্থিত, তা জানা যায়নি। তবে তার জন্য যুগলের একা সময় কাটানোয় বাধা পড়েছে বলে মনে হল না ছবি দেখে।
advertisement
7/10
গত ১৮ জুন পুরো পঞ্জাবি রীতি মেনে বিয়ে করেছেন করণ ও দৃশা৷ মেহেন্দি থেকে সঙ্গীত তারপর জমকালো বিয়ের আসরের সমস্ত ছবিই এখন নেটদুনিয়ায় ভাইরাল৷
advertisement
8/10
নাতি বিয়ের একাধিক অনুষ্ঠানে কোমর দুলিয়ে নাচতে দেখা যায় ঠাকুরদা ধর্মেন্দ্রকে। এই বয়সেও যেভাবে বিয়ের অধিকাংশ অনুষ্ঠানে সেজেগুজে হাজির হয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা।
advertisement
9/10
যদিও করণের বিয়েতে হেমা মালিনী ও তাঁর দুই মেয়ে এষা ও অহনা দেওল অনুপস্থিত না থাকায় বিতর্ক তৈরি হয়। ধর্মেন্দ্র প্রথম পরিবারের কোনও আনন্দানুষ্ঠানে না থাকার কারণ কি প্রথম স্ত্রী প্রকাশ কৌর?
advertisement
10/10
তবে প্রথম থেকেই ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী এবং সন্তানদের থেকে স্বাভাবিক দূরত্ব বজায় রেখেছেন তিনি৷ প্রথম স্ত্রীর সঙ্গে ডিভোর্স না করেই ধর্মেন্দ্র হেমাকে বিয়ে করেছিলেন বলে তুলকালাম হয়েছিল সে সময়ে।