Sunny Deol: ‘টাকা চাই! কত টাকা চাই তোদের?’ ধর্মেন্দ্রর অস্থি বিসর্জন করতে গিয়ে বচসায় জড়ালেন সানি দেওল
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
অভিনেতা যখন বাবার দেহাবশেষ বিসর্জন করছেন, সেই সময়েই তাঁদের ছবি তুলতে শুরু করেন পাপারাজ্জিরা। তাতেই রেগে যান সানি। ক্যামেরা ছিনিয়ে নিতেও দেখা যায়। সমস্ত ছবি মুছে ফেলতে বলেন। তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘‘টাকা চাই নাকি? কত টাকা চাই তোর?’’
advertisement
1/5

২৪ নভেম্বর প্রয়াত হয়েছেন ধর্মেন্দ্র। ৩ ডিসেম্বর অভিনেতার অস্থি বিসর্জন দিতে হরিদ্বারে যান সানি দেওল ও ববি দেওল। সেখানেই হঠাৎ মেজাজ হারান সানি।
advertisement
2/5
অভিনেতা যখন বাবার দেহাবশেষ বিসর্জন করছেন, সেই সময়েই তাঁদের ছবি তুলতে শুরু করেন পাপারাজ্জিরা। তাতেই রেগে যান সানি। ক্যামেরা ছিনিয়ে নিতেও দেখা যায়। সমস্ত ছবি মুছে ফেলতে বলেন। তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘‘টাকা চাই নাকি? কত টাকা চাই তোর?’’
advertisement
3/5
বাসভবনের বাইরে ভিড় করার জন্য এর আগেও পাপারাৎজিদের তিরস্কার করেন সানি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োতে সানিকে রাগত মুখে বাইরে জড়ো হওয়া ফটোগ্রাফারদের সামনে আসতে দেখা যায়। হাত জোড় করে কড়াভাবে বলে ওঠেন ‘লজ্জা পাওয়া দরকার’। তখন ধর্মেন্দ্র ছিলেন অসুস্থ। এবার মৃত্যুর পরেও ফের এক ছবি।
advertisement
4/5
২৪ নভেম্বর ৮৯ বছর বয়সে ইন্ডাস্ট্রির অন্যতম বর্ষীয়ান তারকা ধর্মেন্দ্রের মৃত্যু সংবাদে শোকস্তব্ধ হয়েছিল বিটাউন৷ বিভিন্ন বয়সী ফ্যানরাও দুঃখিত হয়েছিলেন৷ বলিউড শোক ও শ্রদ্ধায় এখনও ধর্মেন্দ্র যাপন করছেন। ২৭ নভেম্বর বৃহস্পতিবার “জীবনের উদযাপন” -এ একটি আন্তরিক প্রার্থনা সভার আয়োজন করা হয়েছিল৷ যেখানে প্রয়াত অভিনেতার পরিবার, বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্ক্ষীরা তাঁর অসাধারণ উত্তরাধিকারকে সম্মান জানাতে জড়ো হয়েছিলেন।সোনু নিগমের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে আসার পর তাঁর কাঁধে মাথা রেখে কান্নায় ভেঙে পড়েন সানি-ববি
advertisement
5/5
বর্ষীয়াণ অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ধর্মেন্দ্রকে শ্রদ্ধা জানিয়ে নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে তাঁর পোস্টে লেখেন, ‘ধর্মেন্দ্র জির প্রয়াণ ভারতীয় সিনেমার এক যুগের সমাপ্তি। তিনি ছিলেন এক কিংবদন্তি চলচ্চিত্র তারকা, এক অসাধারণ অভিনেতা, যিনি তাঁর প্রতিটি চরিত্রকে আকর্ষণীয় এবং গভীর করে তুলেছিলেন। এই শোকের মুহূর্তে, তাঁর পরিবার, বন্ধু এবং অসংখ্য ভক্তদের সঙ্গে রয়েছে আমার সমবেদনা। ওঁ শান্তি।’