TRENDING:

Reality Show: মুখ খুললেন খোদ বিচারক! রিয়ালিটি শোয়ের নামে যা হচ্ছে... বললেন বলিউডের জনপ্রিয় গায়িকা,শুনুন তাঁর বয়ান...

Last Updated:
এবার খোদ বিচারকের আসনে বসে থাকা গায়িকা জানিয়ে দিলেন পর্দার পিছনের গল্প!
advertisement
1/11
মুখ খুললেন খোদ বিচারক!রিয়ালিটি শোয়ের নামে যা হচ্ছে...বললেন বলি জনপ্রিয় গয়িকা
নিজে জনপ্রিয় গায়িকা, একের পর এক হিট গানে সবাইকে মুগ্ধ করেছেন৷ স্টেজ মাতিয়েছেন, প্ল্যা ব্যাকে তাঁর কন্ঠের জাদু সবার মনে জায়গা করে নিয়েছে৷ বহুদিন ধরে তিনি বলিউডের গায়িকাদের সেরার সেরা তালিকায়৷ তিনি নিজেও কম বয়সে অনেক রিয়ালিটি শোয়ে গান গেয়েছেন৷ এখন তিনি আবার বিচারকও৷ এবার তিনিই করলেন রিয়ালিটি শোয়ের পর্দা ফাঁস!
advertisement
2/11
টিভিতে রিয়ালিটি শোয়ের খুব বেশি জনপ্রিয়তা৷ ছোট থেকে বড়, গান-নাচ, সব কিছুর শোয়ের টিআরপি বেশ হাই৷ তবে সেখানে যা হয়, সবই কি সত্যিই ঘটে? বিচারকের নির্দেশেই কি ফার্স্ট, সেকেন্ডের আসন পান প্রতিযোগীরা? নাকি সেখানেই টিভি সিরিয়ালের মতো রয়েছে স্ক্রিপ্ট? এই নিয়ে অনেক সময়েই প্রশ্ন ওঠে৷
advertisement
3/11
এবার খোদ বিচারকের আসনে বসে থাকা গায়িকা জানিয়ে দিলেন পর্দার পিছনের গল্প!
advertisement
4/11
সুনিধি চৌহান৷ অত্যন্ত জনপ্রিয় গায়িকা৷ বলিউডে বহু বছর ধরে তিনি গান গাইছেন৷ তিনি গানের ছাপ রেখেছেন ফ্যানদের মনে৷ তিনি এবার রিয়ালিটি শোগুলো নিয়ে খোলাখুলি কথা বলেছেন৷ তাঁর কথা সবাইকে অবাক করে দিতে পারে৷
advertisement
5/11
সুনিধি চৌহান মিউজিক ইন্ডাস্ট্রির অন্যতম শীর্ষ গায়িকা৷ একটি বা দুটি নয়, অনেক হিট গান তিনি উপহার দিয়েছেন। তিনি চলচ্চিত্রে অনেক গান গেয়েছেন এবং অনেক রিয়েলিটি শোতে বিচারক হিসেবেও কাজ করেছেন। তবে তিনি এমন কিছু কথা বলেছেন যা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত অনেকেই বলতে সাহস করবেন না।
advertisement
6/11
মূলত তিনি নিজে যে শোয়ের সঙ্গে যুক্ত ছিলেন, তা নিয়েই মুখ খুলেছেন সুনিধি৷
advertisement
7/11
তিনি প্রথমেই বলেন যে আগের থেকে এখনকার রিয়েলিটি শোগুলো অনেক বদলে গিয়েছে৷ সুনিধির কথায় আগে রিয়ালিটি শোয়ের সেটে অনেক মজা হতো৷ যারা খারাপ গান গাইতেন, তাদেরকে বলা হব পরের সিজনে আসার জন্য৷ সেখান কিছু অবশ্যই স্ক্রিপ্টে লেখা থাকত, কিন্তু তারপর যা ঘটত, সবটাই টিভির পর্দায় দেখানো হত৷
advertisement
8/11
ফলে অনেক সময় দেখা যেত যে দর্শকদের খুবই পছন্দের কিন্তু তারপরও গানের খারাপ পারফর্মেন্সের জন্য তিনি বাদ পড়েছেন৷ কারণ এটা বিচারকদের বিচারে বাছাই হত৷ কিন্তু এখন বিরাট বদল এসেছে৷
advertisement
9/11
এই বদলগুলো তাঁকে খুব বিরক্ত করত৷ ফলে তিনি রিয়ালিটি শোয়ের জাজ হিসেবে কাজ করা বন্ধ করে দেন৷ এরপর আরও একটি রিয়ালিটি শোয়ে তিনি অফার পান৷ যেখানে তাঁকে কিছু শর্ত দেওয়া হয়৷
advertisement
10/11
সেই শোতে তিনি সন্তুষ্ট ছিলেন কারণ, যে তিনি দেখছিলেন যা শুনছিলেন, দর্শকরাও তাই শুনছিলেন। তিনি বলেন যে তিনি একেবারে এই প্রতারণা সহ্য করতে পারেন না, ফলে এই শোও তিনি ত্যাগ করেছিলেন৷
advertisement
11/11
কারণ তাঁর অভিযোগে যে এখানও তাঁকে নকল গল্প তৈরি করতে বলা হয়েছিল৷ এটি সুনিধির জন্য সবচেয়ে মর্মান্তিক বিষয় ছিল, যখন গায়িকাকে বলা হয়েছিল যে শো এগিয়ে নিয়ে যেতে কিছু ভাল জিনিস বলুন! ফলে তিনি সেখান থেকেও বিদায় নেন এবং রিয়ালিটি শোয়ের নামে কী হচ্ছে, তা নিয়েও মুখ খোলার সাহস দেখান!
বাংলা খবর/ছবি/বিনোদন/
Reality Show: মুখ খুললেন খোদ বিচারক! রিয়ালিটি শোয়ের নামে যা হচ্ছে... বললেন বলিউডের জনপ্রিয় গায়িকা,শুনুন তাঁর বয়ান...
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল