Shah Rukh Khan-Sudipa Chatterjee: সুদীপার কাছের মানুষের সঙ্গে শাহরুখ খান! আনন্দে আত্মহারা সঞ্চালিকা
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
Sudipa Chatterjee: ২ নভেম্বর বলিউডের বাদশা শাহরুখ খানের জন্মদিন। আর এই বিশেষ দিনেই সুদীপা চট্টোপাধ্যায়ের দিলেন চমক। কিং খানের সঙ্গে তাঁর খুব কাছে মানুষের তোলা ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন সঞ্চালিকা।
advertisement
1/7

২ নভেম্বর বলিউডের বাদশা শাহরুখ খানের জন্মদিন। এবছর ৫৮ বছরে পা দিলেন তিনি। আর এই বিশেষ দিনেই সুদীপা চট্টোপাধ্যায়ের দিলেন চমক। কিং খানের সঙ্গে তাঁর খুব কাছে মানুষের তোলা ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন সঞ্চালিকা।
advertisement
2/7
বেশির ভাগ সময়ই নানা কারণে তিনি সংবাদের শিরোনামে থাকেন। তাঁকে নিয়ে বির্তকেরও শেষ নেই, দামি শাড়ি বিক্রি হোক কিংবা কাঁটা চামচ দিয়ে পান্তা ভাত খাওয়া, নানা কারণেই তাঁকে পড়তে হয়েছে বহু মানুষের সমালোচনার মুখে।
advertisement
3/7
তবে সদ্যই তিনি এক খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছে। তাঁর স্বামী বিখ্যাত পরিচালক অগ্নিদেব সেন হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। বাইপাস সার্জারি হয়েছে তাঁর, ৪-৫ ঘণ্টার ওটি হয় পরিচালকের।
advertisement
4/7
স্বামীকে নিয়ে উদ্বেগে ছিলেন সুদীপা। সুদীপার মাও অসুস্থ। কিছু দিন আগেই তিনি হাসপাতাল থেকে ফিরেছেন। অগ্নিদেব তাঁর পোষ্যকে হারিয়েছেন সম্প্রতি। সব মিলিয়ে সুদীপার ব্যক্তিগত জীবনে ঝড়ঝাপ্টায় একেবারে বিধ্বস্ত। তবে সব কিছু একা হাতে সামলাচ্ছেন অভিনেত্রী।
advertisement
5/7
কিন্তু তার মাঝেই শাহরুখের জন্মদিনে সকলের সঙ্গে নিজের খুশিটুকু স্যোশাল মিডিয়ায় শেয়ার করে নেন তিনি। তাঁর ও অগ্নিদেব সেনের বড় ছেলে আকাশ, কিং খানের সঙ্গে ছবি তুলেছিলেন। সেই ছবিই তিনি ইনস্টাগ্রামে শেয়ার করে শাহরুখের সঙ্গে নিজের অভিজ্ঞতার কথা জানান তিনি।
advertisement
6/7
তিনি নিজে শাহরুখ খানকে মুখ ফুটে ছবি তোলার কথা বলে উঠতে পারেনি, দ্বিধাই হয়ে ছিল বাধা। তবে তাঁর ছেলে আকাশ সেই কাজ করতে পারায় খুশি মা সুদীপা। ছবি শেয়ার করে তিনি ক্যাপশনে লেখেন, ‘আমাদের বড় ছেলে আকাশ শাহরুখের সঙ্গে। তবে আমি যখন তাঁকে কাছ থেকে দেখেছিলাম এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিলাম যে, "একটা ছবি তুলতে পারি?" সে কথা আর মুখ ফুটে জিঞগাসা করতে পারিনি, মনেই থেকে গিয়েছিল সুপ্ত ইচ্ছে হিসেবে। কিন্তু আকাশরা হল নতুন প্রজন্ম- তাঁরা যে কোনও কাজ নিয়ে খুবই সিরিয়াস। শুভ জন্মদিন শাহরুখ খান।’
advertisement
7/7
অগ্নিদেবের দ্বিতীয় স্ত্রী সুদীপা। পরিচালকের প্রথম পক্ষের সন্তান আকাশ। তবে সুদীপার সঙ্গেও তাঁর সম্পর্ক খুব ভাল। তাঁদের প্রায়ই নানা অনুষ্ঠানে এক ফ্রেমে দেখা যায়।