TRENDING:

মহানায়িকার জন্মদিন: রমা থেকে রুপোলি পর্দার সুচিত্রা

Last Updated:
সিনেমায় দেখা সেই রাজকন্যা যেন অধরাই রয়ে গেল সারাজীবন ৷
advertisement
1/6
মহানায়িকার জন্মদিন: রমা থেকে রুপোলি পর্দার সুচিত্রা
আমাকে টাচ করবে না ! সত্যিই তাঁকে ছোঁয়া মানে স্বপ্নকে এক্কেবারে কাছ থেকে দেখা, কিংবা বলা যায়, স্বপ্ন সত্যি ৷ কিন্তু সিনেমায় দেখা সেই রাজকন্যা যেন অধরাই রয়ে গেল সারাজীবন ৷
advertisement
2/6
সিনেমার পর্দা থেকে অবসর নিয়ে চার দেওয়ালে নিত্য বুনে গেলেন অন্য এক রূপকথা ৷ যা কিনা অনুরাগীদের প্রশ্নের ভারেই জর্জড়িত হয়ে পড়েছিল ৷
advertisement
3/6
কেমন ছিলেন তিনি ? সিনেমা ছাড়ার পর, সেই রিনা ব্রাউন হয়েই কী বেঁচে ছিলেন তিনি ? তাঁকে একবারটি দেখার জন্য হন্যে হয়ে থাকতেন, সাধারণ মানুষ থেকে সেলিব্রিট সবাই ৷
advertisement
4/6
কিন্তু তিনি ধরা দিতেন না ৷ ছিলেন অধরাই ৷ শেষমেশ, সেই রূপকথাকে সঙ্গী করেই চলে গেলেন মহানায়িকা সুচিত্রা সেন ৷
advertisement
5/6
১৯৩১ সালে পাবনা শহরের দিলানপুর মহল্লায় হেমসাগর লেনে অবস্থিত বাড়িতে সুচিত্রা সেনের জন্ম। তার ডাক নাম রমা। পাবনার মহাখালি পাঠশালায় প্রাইমারি পাঠ চুকিয়ে তিনি ভর্তি হন পাবনা গার্লস স্কুলে।
advertisement
6/6
এখানে দশম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন তিনি। এরপর ১৯৪৭ সালে বিয়ের পিঁড়িতে বসে স্বামীর হাত ধরে কলকাতায় চলে যান। আর তারপরেই ঘটনাচক্রে অভিনয়ে আসা ৷ রমা নাম থেকে সুচিত্রা হয়ে ওঠা !
বাংলা খবর/ছবি/বিনোদন/
মহানায়িকার জন্মদিন: রমা থেকে রুপোলি পর্দার সুচিত্রা
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল