TRENDING:

Success Story: হ‍্যান্ডসাম অভিনেতা থেকে আইএএস অফিসার! সাফল‍্য সত‍্যিই ‘হাতের মুঠোয়’ আইআইটি খড়্গপুরের এই ছাত্রের, র‍্যাঙ্ক জানলে ছিটকে যাবেন

Last Updated:
Actor To IAS officer: অভিনয়ের মতো পেশার সঙ্গে যুক্ত থেকেও অনায়াসে সিভিল সার্ভিস পরীক্ষায় সফল হয়েছেন তিনি। শুধু তাই অভিনেতার সাফল‍্যের মুকুটে জ্বলজ্বল করছে আইআইটির ফলকও।
advertisement
1/9
অভিনেতা থেকে আইএএস অফিসার! সাফল‍্য সত‍্যি হাতের মুঠোয় আইআইটি খড়্গপুরের ছাত্রের
সিভিল সার্ভিসকে কেবলমাত্র এদেশেরই নয়, বিশ্বের অন‍্যতম কঠিন পরীক্ষা বলা হয়। সিভিল সার্ভিস পরীক্ষায় ভাল ফল করা মোটেই মুখের কথা নয়। বছরের পর বছর, ঘণ্টার পর ঘন্টা পরিশ্রম করেও সফল হতে পারে না বহু প্রার্থী।
advertisement
2/9
কিন্তু অভিনয়ের মতো পেশার সঙ্গে যুক্ত থেকেও অনায়াসে সিভিল সার্ভিস পরীক্ষায় সফল হয়েছেন তিনি। শুধু তাই অভিনেতার সাফল‍্যের মুকুটে জ্বলজ্বল করছে আইআইটির ফলকও।
advertisement
3/9
এই প্রতিবেদনে রইল সেই অভিনেতার কথা, যিনি মাত্র দু'বছরের পরিশ্রমে ইউপিএসসি পরীক্ষায় সফল হয়েছেন। বর্তমানে তিনি আইএএস অফিসার। তবে কিছুদিন আগেও তিনি ছিলেন ব‍্যস্ত অভিনেতা।
advertisement
4/9
ছাত্রাবস্থাতেই অভিনয়ের শুরু। কলেজ থেকেই নাটক, থিয়েটারের চেনা মুখ হয়ে ওঠেন প্রতিভাবান ছাত্র। তবে তাঁর প্রতিভার ক্ষেত্র কেবল লেখাপড়ায় আটকে ছিল না।
advertisement
5/9
অভিনেতা হিসেবেও তিনি যথেষ্ট প্রতিভাধর ছিলেন। ভাল অভিনয়ের জেরেই টেলিভিশনের এক জনপ্রিয় ধারাবাহিকে সুযোগ পেয়ে যান। তাঁর আকর্ষণীয় চেহারাও অভিনেতা হিসেবে খ‍্যাতি এনে দেয়।
advertisement
6/9
মহারাষ্ট্রের ওয়ার্ধায় জন্ম অভিনেতা অভয় দাগার। তাঁর বাবা-মা দুজনেই ডাক্তার। অভয়ের স্কুল জীবন কেটেছে হায়দরাবাদে। এরপর তিনি আইআইটি খড়্গপুরে ভর্তি হন।
advertisement
7/9
আইআইটি খড়্গপুরে পড়াশোনা করাকালীন তিনি অভিনয় জগতে প্রবেশ করেন। নাটক, থিয়েটারে অভিনয় করতে করতেই সুযোগ আসে ‘সিয়া কে রাম’ সিরিয়ালে অভিনয় করার।
advertisement
8/9
কিন্তু অভিনয়ের সঙ্গে সঙ্গেই নিজের পড়াশোনাকেও সমান তালে চালিয়ে গিয়েছেন অভয়। ২০২১ সালে তিনি আইআইটি থেকে স্নাতক হওয়ার পর চাকরিও পেয়ে যান মাইক্রোসফ্টে।
advertisement
9/9
কিন্তু পরে সিদ্ধান্ত নেন তিনি সিভিল সার্ভিস পরীক্ষায় বসবেন। মাইক্রোসফ্টের মোটা মাইনের চাকরি ছেড়ে সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেন অভয়। মাত্র দু'বছরের প্রচেষ্টায় ইউপিএসসিতে ১৮৫ র‍্যাঙ্ক করে সফল হন।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Success Story: হ‍্যান্ডসাম অভিনেতা থেকে আইএএস অফিসার! সাফল‍্য সত‍্যিই ‘হাতের মুঠোয়’ আইআইটি খড়্গপুরের এই ছাত্রের, র‍্যাঙ্ক জানলে ছিটকে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল