Subhashree Ganguly: ইয়ালিনি জন্মের ১ মাসও হয়নি, রাজকে ছাড়াই বিশেষ বন্ধুর সঙ্গে কোথায় গেলেন শুভশ্রী? তাঁর পোশাকও ছিল নজরকাড়া
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
দ্বিতীয় বারের জন্য মা হয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। রাজ চক্রবর্তী পরিবারে নতুন সদস্য আসার পর ফের নিজেদের ছন্দে ফিরেছেন অভিনেত্রী। দ্বিতীয় সন্তানের জন্মের পর এই প্রথম অনুরাগী সামনা-সামনি এলেন শুভশ্রী।
advertisement
1/7

দ্বিতীয় বারের জন্য মা হয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। চক্রবর্তী পরিবারে নতুন সদস্য আসার পর ফের নিজেদের ছন্দে ফিরেছেন অভিনেত্রী। সিনেমা দেখতে যাওয়া থেকে পার্টি, সবই চলছে ফেস্টিভ মরশুমে। দ্বিতীয় সন্তানের জন্মের পর এই প্রথম অনুরাগী সামনা-সামনি এলেন শুভশ্রী।
advertisement
2/7
কিছুদিন আগে স্বামী-সন্তানের সঙ্গে ঘুরে এসেছেন পাটায়া থেকেও। দ্বিতীয় প্রেগন্যান্সির সময়ও নিজের কাজ থেকে সরে থাকেননি শুভশ্রী। নিজের ছন্দে কাজ করে গিয়েছেন। তবে অন্তঃসত্ত্বা শুভশ্রী বড় পর্দায় কাজ সেভাবে করেননি। সূত্রের খবর, বুদ্ধদেব গুহের প্রেমের গল্প, ‘বাবলি’-র উপর ভিত্তি করে তৈরি করা হবে এই সিনেমা। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বিপরীতে আবির চট্টোপাধ্যায়কে দেখা যেতে পারে।
advertisement
3/7
আবার ক্যামবেক করছেন অভিনেত্রী। পরিচালক-স্বামী রাজের হাত ধরেই। প্রথম সন্তান ইউভানের জন্মের সময় লকডাউনের কারণে বাড়ির বাইরে পা রাখেনি অভিনেত্রী। তবে মেয়ে জন্মের আগে কাজ করেছেন, তেমন ঘুরেছেন, পার্টি করেছেন, ইউভানের মা হিসেবে সব দায়িত্ব পালন সামলেছেন। পাশাপাশি নিজেকে সুস্থ রাখতে ব্যায়ামও করেছেন।
advertisement
4/7
অনেকেই মনে করেন এই সময় সম্পূর্ণ ভাবে নিজেকে বিশ্রাম দেওয়া উচিত। কিন্তু তা নস্যাৎ করে শুভশ্রী তাঁর অনুরাগীদের উদ্দেশ্যে একটি ভিডিও শেয়ার করে নেন। সেখানে দেখা যায় অন্তঃসত্ত্বা অবস্থাতেও নিজেকে ও নিজের সন্তানকে ভাল রাখতে তিনি যোগা করছেন।
advertisement
5/7
সব মিলিয়ে হবু মায়েদের জন্য নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন নায়িকা। মেয়ে জন্মের পরও ছক ভেঙেছেন অভিনেত্রী। ২১ দিনও হয়নি চুল কাটা থেকে রাজের সঙ্গে সিনেমা দেখতে যাওয়া সবই করেছেন তিনি।
advertisement
6/7
অভিনেত্রীর ফ্যান পেজের পক্ষ থেকে একটি ভিডিও শেয়ার করে নেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়াতে। সেখানে দেখা গিয়েছে বেসরকারি একটি সংস্থার আমন্ত্রণে কেক মিক্সিং-এর পৌঁছে গিয়েছিলেন। উপস্থিত ছিলেন তাঁর কাছের বন্ধু ফলক রশিদ রায়।
advertisement
7/7
অভিনেত্রীর পরনে ছিল অফশোল্ডার গ্লিটারি ব্লু শর্ট ড্রেস, পায়ে হিল, খোলা চুলে দারুণ দেখাছিল অভিনেত্রীকে।