Subhashree Ganguly-Raj Chakraborty: ছোট্ট ইয়ালিনি, ইউভানকে নিয়ে পাটায়ায় বন্ধুদের সঙ্গে পার্টি মুডে রাজ-শুভশ্রী, ভাইরাল পরিবারের ছবি
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Raj-Subhashree Viral Photos: বড়দিনের ছুটিতে পাটায়া ঘুরছেন সকলে মিলে। রাজ-শুভশ্রীর সঙ্গে রয়েছেন তাঁদের দুই বন্ধুর পরিবার। সকলে মিলে সেখানে চুটিয়ে মজা করছেন...
advertisement
1/11

*১ ডিসেম্বর মেয়ের মা হয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। চক্রবর্তী পরিবারে নতুন সদস্য আসার পর ফের নিজেদের ছন্দে ফিরেছেন তারকা জুটি। সিনেমা দেখতে যাওয়া থেকে পার্টি, সবই চলছে ফেস্টিভ মরশুমে। ছবিঃ সোশ্যাল মিডিয়া।
advertisement
2/11
*ডিসেম্বরের ছুটিতে সকলেই কোথাও না কোথাও বেড়াতে বেড়িয়ে পড়েন। অভিনেত্রীও স্বামী তথা পরিচালক, রাজনৈতিক ব্যক্তিত্ব রাজ চক্রবর্তী, ছেলে ইউভান এবং মেয়ে ইয়ালিনিকে নিয়ে বেড়াতে চলে গিয়েছেন বিদেশে। ছবিঃ সোশ্যাল মিডিয়া।
advertisement
3/11
*বড়দিনের ছুটিতে পাটায়া ঘুরছেন সকলে মিলে। রাজ-শুভশ্রীর সঙ্গে রয়েছেন তাঁদের দুই বন্ধুর পরিবার। সকলে মিলে সেখানে চুটিয়ে মজা করছেন, সেই ছবি শেয়ার করছেন সকলেই। ছবিঃ সোশ্যাল মিডিয়া।
advertisement
4/11
*শুক্রবার ইউভানকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন অভিনেত্রী। তাঁকে একটি ব্ল্যাক টিশার্ট এবং হট প্যান্ট পরে ঘুরতে দেখা গিয়েছেন, বন্ধুর সঙ্গে আইসক্রিম খেয়েছেন। বিভিন্ন পোজে ছবি তুলে সেগুলো পোস্টও করেছেন। ছবিঃ সোশ্যাল মিডিয়া।
advertisement
5/11
*চলতি মাসের ১ তারিখ জন্ম হয় রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মেয়ের। এই তারকা জুটি তাঁর নাম রেখেছেন ইয়ালিনি। ২০২৩ সালের শুরুর দিকে ইউভানের একটি ছবি দিয়ে নিজেদের দ্বিতীয় সন্তান আসার কথা ঘোষণা করেন রাজ, শুভশ্রী। ছবিঃ সোশ্যাল মিডিয়া।
advertisement
6/11
*৩০ ডিসেম্বর এক মাস বয়স হবে শুভশ্রী এবং রাজের মেয়ে ইয়ালিনির। এখন সে মাত্র ২৩ দিনের। খুদেকে নিয়ে বিমানে বিদেশে উড়ে গিয়েছেন তাঁরা। ছবিঃ সোশ্যাল মিডিয়া।
advertisement
7/11
*এখনও পর্যন্ত ইউভানের বোনকে কেউ দেখেননি। বলিউড তারকাদের মতো এ বারে তাঁরাও ইয়ালিনিকে সংবাদ মাধ্যম এবং সামাজিক মাধ্যম থেকে দূরে সরিয়ে রেখেছেন। এখনই সামনে আনতেও চান না। তাই ইয়ালিনিকে দেখার জন্যও অপেক্ষা করতে হবে ভক্তদের। ছবিঃ সোশ্যাল মিডিয়া।
advertisement
8/11
*তবে মেয়ে হওয়ার পর বাড়িতে বন্দি নন নায়িকা। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর থেকে পার্লার গিয়েছেন, পার্টি করেছেন জমিয়ে। এ বারে দুই ছেলে-মেয়েকে নিয়ে ক্রিসমাসে বেড়াতে গিয়েছেন। ছবিঃ সোশ্যাল মিডিয়া।
advertisement
9/11
*এমনিতেই তাঁরা ঘুরতে যে ভালবাসেন সে কথা সবারই জানা। ব্যস্ততার ফাঁকে সময় পেলেই দেশ-বিদেশে ঘুরে বেড়ান। এ বারেও ক্রিসমাসে তেমনই পরিকল্পনা। ছবিঃ সোশ্যাল মিডিয়া।
advertisement
10/11
*আজও পাটায়ায় ঘুরছেন রাজ-শুভশ্রী। যদিও তাঁদের ঘুরতে যাওয়ার ছবি দেখে অনেকেই ভেবেছেন ইয়ালিনিকে রেখে গিয়েছেন কলকাতায়। কিন্তু তা নয়। দুই সন্তানকে নিয়ে চুটিয়ে আনন্দ করছেন পাটায়ায়। ২৬ ডিসেম্বর ফিরবেন শহরে। ছবিঃ সোশ্যাল মিডিয়া।
advertisement
11/11
*প্রসঙ্গত, আগামী বছর দেবালয় ভট্টাচার্যর নতুন ছবির কাজ শুরু করবেন নায়িকা। ছবিঃ সোশ্যাল মিডিয়া।