Subhashree Ganguly Raj Chakraborty: ‘আদৌ অন্তঃসত্ত্বা শুভশ্রী? নাকি সবটাই ছবির প্রচার?’ রাজকে হঠাৎ আক্রমণ
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Subhashree Ganguly Raj Chakraborty: ঘটনাচক্রে একই সময়ে নতুন ওয়েব সিরিজের প্রচার শুরু করেছেন রাজ। সিরিজের নাম ‘আবার প্রলয়’। ২০১৩ সালে তাঁরই তৈরি ‘প্রলয়’-এর গল্পকে এগিয়ে নিয়ে যাবে সিরিজটি। মুখ্য চরিত্রে থাকবেন শাশ্বত চট্টোপাধ্যায়।
advertisement
1/6

আবার অন্তঃসত্ত্বা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এবার ইউভানকে ছোট্ট ভাই বা বোন উপহার দেবেন টলি নায়িকা। রাজ চক্রবর্তীর ঘরে দ্বিতীয় বার আনন্দের জোয়ার।
advertisement
2/6
একদিকে শুভেচ্ছার বন্যা! মৌনী রায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায় থেকে শুরু করে টলিউড বলিউড থেকে মেসেজে ভরে উঠেছে তারকা দম্পতির ইনস্টাগ্রাম প্রোফাইল।
advertisement
3/6
তবে কেউ কেউ আবার সন্দেহ প্রকাশ করেছেন টলি পরিচালকের পোস্ট নিয়ে। আদৌ কি টলি নায়িকা অন্তঃসত্ত্বা? অনেকের প্রশ্ন, ‘এ কি আদো সত্যি নাকি কোনও ছবির প্রচার?’
advertisement
4/6
ঘটনাচক্রে একই সময়ে নতুন ওয়েব সিরিজের প্রচার শুরু করেছেন রাজ। সিরিজের নাম ‘আবার প্রলয়’। ২০১৩ সালে তাঁরই তৈরি ‘প্রলয়’-এর গল্পকে এগিয়ে নিয়ে যাবে সিরিজটি। মুখ্য চরিত্রে থাকবেন শাশ্বত চট্টোপাধ্যায়।
advertisement
5/6
রাজ পরিচালিত ক্রাইম থ্রিলারে তাঁকে দেখা গিয়েছিল এক ডাকাবুকো পুলিশ অফিসারের চরিত্রে। নাম অনিমেষ দত্ত। সেই চরিত্রকেই এ বার ওটিটি-তে ফেরাতে চলেছেন রাজ।
advertisement
6/6
সিরিজের টিজার পোস্ট করে তিনি লেখেন, ‘আয়লা, আমফান-এর থেকেও বড় তাণ্ডব হতে চলেছে!’ কিন্তু শাশ্বতর মুখ প্রকাশ্যে আনা হয়নি এখনও।