Subhashree Ganguly Raj Chakraborty Daughter: 'আমাদের মা, হাতেখড়ি'! রাজ-শুভশ্রীর মেয়ে ইয়ালিনি পড়াশোনা শুরু করল, লাল শাড়িতে যেন ছোট্ট ঠাকুর
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Subhashree Ganguly Raj Chakraborty Daughter: শুক্রবার মেয়ের হাতেখড়ি দিলেন শুভশ্রী ও রাজ। সোশ্যাল মিডিয়ায় 'আমাদের মা, হাতেখড়ি' লিখে ছবি পোস্ট করেছেন শুভশ্রী।
advertisement
1/11

প্রায় আড়াই বছর বয়স রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মেয়ে ইয়ালিনির। এর মধ্যেই লেখাপড়ার সঙ্গে পরিচয় হয়ে গেল তার।
advertisement
2/11
যদিও প্লে-স্কুলে যায় ইয়ালিনি। মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও নানা ছড়া কাটতে দেখা যায় একরত্তিকে।
advertisement
3/11
তবে এবার চকে, স্লেটে হাতেখড়ি হল ইয়ালিনি চক্রবর্তীর। গত বছরই সরস্বতী পুজোয় মেয়ের হাতেখড়ির কথা জানিয়েছিলেন শুভশ্রী।
advertisement
4/11
অভিনেত্রী জানিয়েছিলেন ২০২৬-এর পুজোয় বই-খাতার সঙ্গে 'অফিশিয়ালি' পরিচয় হবে ইয়ালিনির। আর হলও তাই।
advertisement
5/11
শুক্রবার মেয়ের হাতেখড়ি দিলেন শুভশ্রী ও রাজ। সোশ্যাল মিডিয়ায় 'আমাদের মা, হাতেখড়ি' লিখে ছবি পোস্ট করেছেন শুভশ্রী।
advertisement
6/11
এদিন রাজ চক্রবর্তী ও শুভশ্রী ইয়ালিনির হাতেখড়ির ছবি পোস্ট করেছেন।
advertisement
7/11
লাল পাড় সাদা শাড়ি আর সোনার হার পরে যেন ছোট্ট সরস্বতী ইয়ালিনি। পায়ে আবার আলতাও পরেছে সে।
advertisement
8/11
ছোট্ট পা দু'খানির ছবিও ভাগ করেছেন রাজ-শুভশ্রী। একগুচ্ছ ছবির মধ্যে দেখা যাচ্ছে কখনও মায়ের কোলে ইয়ালিনি।
advertisement
9/11
কখনও দুই ছেলে-মেয়েকে কোলে নিয়ে পুজোয় বসেছেন শুভশ্রী কখনও আবার বাবা রাজের ক্যামেরাবন্দি হয়েছে দুই ভাই-বোন।
advertisement
10/11
একরত্তির হাতেখড়ির এই ছবি দেখে উচ্ছ্বসিত নেটিজেনরা। ইয়ালিনির আগামী জীবনের জন্য শুভ কামনাও জানিয়েছেন অনেকে।
advertisement
11/11
ছেলে ইউভানের বয়স চার হতে দ্বিতীয় সন্তান আসার সুখবর দিয়েছিলেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়।