Subhashree Ganguly: 'অশিক্ষিত লোকজনের কথা...' ২য় বার মা হওয়ার আগে কেন এমন বললেন হবু মা শুভশ্রী? হইচই নেটপাড়ায়
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
আর কিছুদিনের মধ্যেই আসছে শুভশ্রীর দ্বিতীয় সন্তান। অনেকেই মনে করেন এই সময় সম্পূর্ণ ভাবে নিজেকে বিশ্রাম দেওয়া উচিত। কিন্তু তা নস্যাৎ করে শুভশ্রী তাঁর অনুরাগীদের উদ্দেশ্যে একটি ভিডিও শেয়ার করে নেন। মাতৃত্বকালীন সময়ে তিনি রোজ কী কী করেন তাই ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে।
advertisement
1/7

শীঘ্রই দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ৯ মাসের অন্তঃসত্ত্বা অভিনেত্রী। সব সময়ই নানা কারণে খবরের শিরোনামে থাকেন নায়িকা৷ আর এবার মাতৃত্বকালীন সময়ে তিনি রোজ কী কী করেন তাই ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে।
advertisement
2/7
অন্তঃসত্ত্বা অভিনেত্রীর প্রতিটা আপডেট জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ মাতৃত্বের সুন্দর মুহূর্তের নানা ছবি অনুরাগীদের সঙ্গেও ভাগ করে নেন রাজ ঘরণী৷ কিছুদিন আগেই খেলেন নয় মাসের সাধ। সাধের প্রতিটা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন নায়িকা৷
advertisement
3/7
তবে অন্তঃসত্ত্বা হলেও থেমে নেই কাজ। বুধবার সকালে শ্যুটে ব্যস্ত শুভশ্রী। সেই প্রস্তুতির ছবি নিজেই ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। আয়নার সামনে বসে মেকআপ করছেন হবু মা। তাঁকে ঘিরে ছিলেন সহকারীরা।
advertisement
4/7
তবে শুধু বাইরের কাজ না ঘরের প্রতিটা দায়িত্বই সমান ভাবে পালন করছেন তিনি। পাশাপাশি নিজের যত্ন নিতেও ভুলছেন না অভিনেত্রী। শরীরচর্চা থেকে শ্যুট, এমন কী ছোট্ট ইউভানকে স্কুল থেকে নিয়ে আসা সবটাই সমান দক্ষতায় সামলাচ্ছেন তিনি।
advertisement
5/7
আর কিছুদিনের মধ্যেই আসছে শুভশ্রীর দ্বিতীয় সন্তান। অনেকেই মনে করেন এই সময় সম্পূর্ণ ভাবে নিজেকে বিশ্রাম দেওয়া উচিত। কিন্তু তা নস্যাৎ করে শুভশ্রী তাঁর অনুরাগীদের উদ্দেশ্যে একটি ভিডিও শেয়ার করে নেন। সেখানে দেখা যায় অন্তঃসত্ত্বা অবস্থাতেও নিজেকে ও নিজের সন্তানকে ভাল রাখতে তিনি যোগা করছেন। মাতৃত্বকালীন সময়ে অনেকে মনে করেন ব্যায়াম করা উচিত নয়, তাঁদের মনের সংশয় দূর করতে অভিনেত্রী তাঁর যোগ ব্যায়াম ট্রেনারকে বলেন সেই বিষয়ে সকলকে জানাতে। তাঁর ট্রেনারও জানান যে তিনি বলেন, "ব্যায়াম এই সময়ে খুবই গুরুত্বপূর্ণ। এই সময়টা জীবনের খুব সুন্দর একটি সময়, এই সময়টা উপভোগ করুন।"
advertisement
6/7
পাশাপাশি নিজেকে কাজের মধ্যেও ব্যস্ত রাখছেন। তা ইউভানকে স্কুল থেকে আনতে যাওয়া হোক বা শ্যুটিং করা। সবটাই তিনি করছেন।
advertisement
7/7
মাতৃত্বকালীন সময় কোনও অসুস্থতা হয়। কোনও সমস্যা না থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে যে রোজকার জীবনের বিভিন্ন কাজ যে এই সময় করা যেতেই পারে সেই বার্তাই তিনি পৌঁছে দেন তাঁর অনুরাগীদের কাছে। ভিডিওর শেষে তিনি লেখেন " নিজেকে কাজের মধ্যে রাখুন, তাতেই ভাল থাকবেন। অশিক্ষিত লোকজনের কথা নয়, চিকিৎসক কী বলছেন, তা শুনুন। মাতৃত্বকালীন এই সুন্দর সময়টা ভাল করে উপভোগ করুন।"