Stars Who Got Married In different way: বিয়ের নিয়মের তোয়াক্কা করেননি বলিউডের এই সব স্টার! কেউ ঘুরেছেন চারপাক, কেউ আবার স্বামীকে পরিয়েছেন সিঁদুর
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Stars Who Got Married In different way: রণবীর-আলিয়া থেকে রাজকুমার-পত্রলেখা, তালিকায় রয়েছে একাধিক নাম।
advertisement
1/12

রণবীর কাপুর এবং আলিয়া ভাট ২০২২ সালের এপ্রিলে মাসে বিয়ে করেন
advertisement
2/12
ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়েই চার হাত এক হয়েছিল রণবীর -আলিয়ার।
advertisement
3/12
.দুই পরিবার ও ইন্ডাস্ট্রির কিছু কাছের মানুষদের নিয়েই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই তারকা জুটি।
advertisement
4/12
আলিয়া ভাট এবং রণবীর কাপুরের একমাত্র কন্যা রাহা। জন্মের পর থেকে মেয়ে রাহাকে আড়ালেই রেখেছেন রাহা। কাপুর না ভাট, কোন পরিবারের বৈশিষ্ট্য তার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, একরত্তি কি দুষ্টু নাকি শান্ত, কত কত প্রশ্ন অনুরাগীদের মনে। কিন্তু সে সব প্রশ্নের উত্তর পাওয়ার অপেক্ষা আরও দীর্ঘ হতে চলেছে। রণবীর-আলিয়া সিদ্ধান্ত নিয়েছেন, এখনই মেয়েকে জনসমক্ষে আনতে চান না তাঁরা।
advertisement
5/12
৬ নভেম্বর কন্যাসন্তানের জন্ম দেন আলিয়া। আপাতত একরত্তিকে ঘিরেই দিন কাটছে নায়ক-নায়িকার। পাশাপাশি কাজও করছেন তাঁরা।
advertisement
6/12
তবে আলিয়া-রণবীরের বিয়ের এক গোপন কথা কিন্তু অনেকেই জানেন না।
advertisement
7/12
সাত পাকে নয়, চার পাকে ঘুরেছিলেন রণবীর-আলিয়া।
advertisement
8/12
রাজকুমার রাও-পত্রলেখা পাল: বঙ্গতনয়া পত্রলেখার সঙ্গে বহু বছরের প্রেম ছিল রাজকুমার রাওয়ের। চণ্ডীগড়ে বিয়ের আসর বসে ২০২১ সালের ১৫ নভেম্বর। বিয়ের আগে গত ১০ বছর ধরে সহবাস করতেন তাঁরা। বাঙালিনি পত্রলেখার লাল বেনারসির পাড়ে লেখা, ‘আমার পরান ভরা ভালবাসা আমি তোমায় সমর্পণ করিলাম’। যার চর্চা চলে গোটা বাংলা জুড়ে।
advertisement
9/12
২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘সিটিলাইটস’-এ তাঁরাই ছিলেন নামভূমিকায়৷ এ ছাড়াও পত্রলেখাকে দেখা গিয়েছে ‘লভ গেমস’, ‘নানু কি জানু’ ছবিতে৷ তিনি অভিনয় করেছেন টেলিভিশন ও ওয়েব সিরিজেও৷ আর রাজকুমারের অভিনয়ের তালিকাতে বলাই বাহুল্য়।
advertisement
10/12
তবে অনেকেই জানেন না পত্রলেখাকে সিঁদুর পরানোর পরে, পত্রলেখার হাত থেকেও সিঁদুর পরেন রাজকুমার।
advertisement
11/12
২০২১ সালের ডিসেম্বর মাসে গাঁটছড়া বাঁধেন ভিকি-ক্যাটরিনা। রাজকীয় সেই বিয়ের কথা যেন কাকপক্ষীতেও টের না পায়, তার সমস্ত বন্দোবস্ত করেছিলেন দম্পতি। কিন্তু ফাঁক গলে বিভিন্ন তথ্য ফাঁস হয়ে গিয়েছিল। কারণ তাঁদের বিয়ের আগে প্রেম, সম্পর্ক নিয়ে মুখ খোলেননি কেউই। বিয়ের পরেই ছবি পোস্ট করে নিজের সম্পর্কের কথা সকলের সামনে এনেছেন ভিক্যাট।
advertisement
12/12
বিয়ের প্রথা বদলেছিলেন ক্য়াটরিনাও। ভাইদের বদলে, বোনেদের সঙ্গে বিয়ের আসরে আসেন তিনি।