TRENDING:

Bollywood Actor: মা বলিউডের সফল নায়িকা! কেরিয়ারের শুরুতে কস্টিউমটুকু পাননি ছেলে, বলুন তো তিনি কে

Last Updated:
Bollywood Actor: বলিউডের সফল তারকা-সন্তানদের মধ্যে অন্যতম। কেরিয়ারের শুরুতে রোম্যান্টিক ছবি করে দর্শক-মনে ছাপ ফেলেছিলেন তিনি। তবে নেতিবাচক চরিত্রে অভিনয় করতেও পিছপা হননি।
advertisement
1/5
মা বলিউডের সফল নায়িকা! কেরিয়ারের শুরুতে কস্টিউমটুকু পাননি ছেলে, বলুন তো তিনি কে
সইফ আলি খান। বলিউডের সফল তারকা-সন্তানদের মধ্যে অন্যতম। কেরিয়ারের শুরুতে রোম্যান্টিক ছবি করে দর্শক-মনে ছাপ ফেলেছিলেন তিনি। তবে নেতিবাচক চরিত্রে অভিনয় করতেও পিছপা হননি। কিন্তু জানেন কি, এমন একটি ছবি ছিল যেটিতে অভিনয় করার সময় সইফ কস্টিউম পর্যন্ত পাননি? নিজের পোশাক পরেই শ্যুট করতে হয় তাঁকে।
advertisement
2/5
সইফ আলি খান তাঁর কেরিয়ারে প্রাথমিক পর্যায়ে কুন্দন শাহের ছবি 'কেয়া কেহনা'-এ প্রীতি জিন্টার সঙ্গে কাজ করেছিলেন। সেই ছবিতে চন্দ্রচূড় সিংকেও দেখা গিয়েছিল। অপ্রচলিত গল্পের এই ছবিটি বক্স অফিসেও সফল হয়েছিল। কিন্তু খুব কম মানুষই জানেন যে, শেষ মুহূর্তে এই ছবির জন্য সইফকে চূড়ান্ত করা হয়েছিল।
advertisement
3/5
'কেয়া কেহনা' ছবিতে প্রীতি জিন্টা একজন কলেজ পড়ুয়ার চরিত্রে অভিনয় করেন। সেখানে দেখানো হয়, তাঁর চরিত্রটি প্রেমিকের কারণে গর্ভবতী হয়ে পড়ে। সেই ছবিতে প্রেমিকের ভূমিকায় দেখা যায় সইফকে। ছবিতে তাঁর ভাল বন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন চন্দ্রচূড় সিং। প্রীতির প্রেমিকের চরিত্রে অন্য একজনের অভিনয় করার কথা ছিল। সেই অভিনেতা ছবিটি ছেড়ে চলে যাওয়ার পর বাধ্য হয়ে সইফকে এই ছবিতে কাস্ট করা হয়।
advertisement
4/5
কিন্তু হঠাৎ করেই ছবিতে সইফকে কাস্ট করার পর তাঁর পোশাক তৈরি করা সম্ভব হয়নি। এই কারণে তাঁকে শ্যুটিংয়ে নিজের পোশাক আনতে বলা হয়েছে। ছবির টিম প্রথমে তাঁকে তাঁর জামাকাপড় দেখাতে বলে। এবং পরবর্তীতে তাঁরই জামাকাপড় চূড়ান্ত করা হয়েছিল। ছবিতে সইফকে যে পোশাকটি পরতে দেখা গিয়েছে, সেগুলি তাঁর নিজের পোশাক।
advertisement
5/5
২০০০ সালে চন্দ্রচূড় সিং, সইফ আলি খান এবং প্রীতি জিন্টার ছবি 'কেয়া কেহনা' সেই বছর বড় বক্স অফিসে হিট হয়। সেই ছবিটির গানগুলোও জনপ্রিয় হয়। ছবিতে সইফ ও প্রীতির রসায়নও বেশ পছন্দ হয়।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bollywood Actor: মা বলিউডের সফল নায়িকা! কেরিয়ারের শুরুতে কস্টিউমটুকু পাননি ছেলে, বলুন তো তিনি কে
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল