মাকে মৃত্যুশয্যায় রেখে শ্যুটে হাসিমুখে অভিনয়! শ্রীপর্ণার লড়াই যেন আরও এক নজির
- Published by:Teesta Barman
Last Updated:
একটি ধারাবাহিক করার সময়ে মাঝপথে তাঁকে বাদ দিয়ে দেওয়া হয়। নির্মাতারা মনে করেন, শ্রীপর্ণার জন্যেই বোধহয় টিআরপি উঠছে না।
advertisement
1/10

কখনও তিনি পারমিতা। কখনও টুসু, কখনও বা ফুলকি। কখনও আবার পার্বতী বা পিকুও। নানা রূপে নানা গল্পে হাজির হয়েছেন দর্শকের সামনে। মন জয় করেছেন কত লক্ষ মানুষের। কিন্তু এই সমস্ত চরিত্রের পিছনের মানুষটা যে লড়াই করেছেন, তা অনেকেই জানেন না। সম্প্রতি জোশ টকস-এ এসে শ্রীপর্ণা রায় নিজের জীবনের ওঠাপড়ার গল্প বললেন।
advertisement
2/10
অভিনেত্রী হওয়ার শখ ছোট থেকেই। ক্যামেরা দেখলেই অভিনয় করা শুরু করতেন ছোট্ট শ্রীপর্ণা। বাবা-মা পাগল হয়ে গিয়েছিলেন খুদের এই উন্মাদনায়। কিন্তু এই জেদই তাঁকে আজ অভিনেত্রীর 'তারকা' তকমা।
advertisement
3/10
অভিনয়ের জন্য তিনি সব করতে রাজি। একটি ধারাবাহিকে এক তলা থেকে ঝাঁপ দেওয়ার জন্য স্টান্ট ম্যান আনা হয়েছিল। কিন্তু তাঁকে ভয় পেতে দেখে শ্রীপর্ণা নিজেই ঝাঁপ মারেন।
advertisement
4/10
কিন্তু তিনি সবথেকে বড় লড়াইটা করেছিলেন নিজের মায়ের মৃত্যুর সময়ে। অভিনয় জগতের এক শিল্পীরা কতটা যুদ্ধ করতে হয়, তা পর্দার সামনে আসে না। জানতেও পারে না কেউই। আর আজ তিনি সে কথাই জানাতে চাইলেন তাঁর অনুরাগীদের।
advertisement
5/10
তাঁর মা হাসপাতালে ভর্তি। মৃত্যুশয্যায়। কিন্তু সেই অবস্থায় তাঁকে হাসপাতালে গিয়ে চিত্রনাট্য মুখস্ত করে সে দিনই আবার শ্যুটে হাজিরা দিতে হয়েছে। দিনের পর দিন এভাবেই মেকআপে দুশ্চিন্তা ঢেকে দর্শকদের জন্য হাসিমুখে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন।
advertisement
6/10
তার কিছু দিন পরেই শ্রীপর্ণার মায়ের মৃত্যু হয়। কিন্তু তাঁকে অভিনয় চালিয়ে যেতে হয়েছে। নয়তো কাজ থেকে বাদ দিয়ে দেওয়া হবে যে! চিকিৎসক ডেকে তাঁকে বলছেন, ''আর আমাদের হাতে কিছু নেই, ভগবান জানেন।'' এই কথা শুনেও ক্যামেরার সামনে অন্য চরিত্র ফুটিয়ে তুলতে হচ্ছে।
advertisement
7/10
একটি ধারাবাহিক করার সময়ে মাঝপথে তাঁকে বাদ দিয়ে দেওয়া হয়। নির্মাতারা মনে করেন, শ্রীপর্ণার জন্যেই বোধহয় টিআরপি উঠছে না। এছাড়াও একবার একটি প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করার সুযোগ আসে নায়িকার কাছে। যার জন্যে সেই সময়ে আসা অনেক কাজ তিনি ছেড়ে দিয়েছিলেন। কিন্তু পরে সেই সংস্থার কাজ থেকেও তাঁকে বাদ দিয়ে দেওয়া হয়।
advertisement
8/10
বারবার এমনই বিভিন্ন অন্তর্দ্বন্দ্বের শিকার হয়েছেন শ্রীপর্ণা। দু'বছর পর্দা থেকে দূরে ছিলেন তিনি। রাস্তাঘাটে লোকজন তাঁকে সরাসরি প্রশ্ন করতেন, ''কী কাজ পাচ্ছিস না নাকি?'' সে সবও অপমান সহ্য করতে হয় তাঁকে।
advertisement
9/10
ওই কঠিন সময়েই তাঁর প্রেমের সম্পর্কে ভাঙন ধরে। কিন্তু সেই নিয়ে বিশেষ কিছু বলতে চাননি নায়িকা। তাঁর কথায়, ''বলে কোনও লাভ নেই, যেটা হয়ে গিয়েছে, হয়ে গিয়েছে।''
advertisement
10/10
কিন্তু ভাল সময় ফিরে আসে শ্রীপর্ণার কাছে। যে চ্যানেল থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছিল, সেই চ্যানেল থেকেই আবারও তাঁকে ডেকে নেওয়া হয়। আরও ভাল ভাল চরিত্রে অভিনয় করেন তিনি। নিজের ১০০ শতাংশ দিয়ে কাজ শুরু করেন শ্রীপর্ণা। ইঁদুর দৌড়ে বিশ্বাসী নন তিনি। শ্রীপর্ণা কাছে আনন্দ করে কাজ করে যাওয়াটাই আসল।