কেমন কাটল সৃজিতের জামাইষষ্ঠী ? 'বন্ধু-শ্বশুর' জামাই আদরে খাওয়ালেন !
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
লকডাউন, বন্ধ বাংলাদেশ বর্ডার। যাওয়া যাবে না ওই দেশে। গতবছরও ঠিক এভাবেই বাংলাদেশে আটকে পড়েছিলেন মিথিলা। তবে জামাইষষ্ঠী কিন্তু হয়েছে। হ্যাঁ, ভার্চুয়াল জামাইষষ্ঠী ! পেলেন নতুন শ্বশুরমশাইও।
advertisement
1/5

সৃজিত-মিথিলা। নব দম্পতি। আজ জামাইষষ্ঠী, তাই ভরপেট খাওয়া, শ্বশুর বাড়ির জামাই আদর এসব না হলে চলে? কিন্তু সৃজিতের জামাই ভাগ্য বেজায় খারাপ। কিছুতেই শাশুড়ির হাতের রান্না খাওয়া তাঁর হচ্ছে না। সব সময় বাঁধ সাধছে লকডাউন আর করোনা।
advertisement
2/5
লকডাউন এবং করোনার দ্বিতীয় ঢেউ আসার আগেই বাংলাদেশ গিয়ে আটকে পড়েন মিথিলা। প্রা তিন মাস হয়ে গিয়েছে ওদেশেই মিথিলা ও তাঁর মেয়ে। এদিকে সৃজিত এদেশে। তাহলে কেমন করে হবে জামাইষষ্ঠী? সৃজিত আবার খাদ্যরসিক। এমনদিকে তবে কি রোজের খাবার খেয়েই কাটাতে হবে তাঁকে?
advertisement
3/5
না, মোটেও না। লকডাউন, বন্ধ বাংলাদেশ বর্ডার। যাওয়া যাবে না ওই দেশে। গতবছরও ঠিক এভাবেই বাংলাদেশে আটকে পড়েছিলেন মিথিলা। তবে জামাইষষ্ঠী কিন্তু হয়েছে। হ্যাঁ, ভার্চুয়াল জামাইষষ্ঠী ! পেলেন নতুন শ্বশুরমশাইও।
advertisement
4/5
শ্বশুরবাড়ি যেতে না পারায় মনে কষ্ট তো ছিলই। কিন্তু সেই কষ্ট দূর করে দিলেন বন্ধু শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়। সৃজিতকে জামাইষষ্ঠীর দুপুরে মাংস, পোলাও, থেকে শুরু করে মিষ্টি কি না খাওয়ালেন।
advertisement
5/5
এই খাওয়াদাওয়ার সঙ্গে চলল ভিডিও কলে ভার্চুয়ালি মিথিলা, শুভঙ্কর ও সৃজিতের আড্ডা। সবটাই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সৃজিত। এবং বললেন শুভঙ্কর টেকনিকালি তাহলে মিথিলার বাবার ভূমিকা পালন করল। তাই দেখতে গেলে বন্ধুই হল শ্বশুরমশাই। তবে এমন মজার জামাইষষ্ঠী কাটাতে হলে শুভঙ্করের মতো বন্ধু ভাগ্য অবশ্যই দরকার।