TRENDING:

Srijiit Mukherji: 'জল রাস্তায় হয় ডেঙ্গি', ফেসবুকে অসুস্থতার কথা জানালেন সৃজিত, চিন্তায় অনুরাগীরা

Last Updated:
Srijiit Mukherji: দু’মাস আগে বুকে ব্যথায় কাবু হয়েছিলেন তিনি। ফের সম্প্রতি জ্বরে শয্যাশায়ী হন পরিচালক। মেডিক্যাল টেস্টের পরেই জানা গেল তাঁর অসুস্থতার কারণ।
advertisement
1/5
'জল রাস্তায় হয় ডেঙ্গি', ফেসবুকে অসুস্থতার কথা জানালেন সৃজিত, চিন্তায় অনুরাগীরা
ডেঙ্গি আক্রান্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে সে কথা নিজেই জানিয়েেন তিনি। নিজের ছবি 'অটোগ্রাফ'-এর 'চল রাস্তায় সাজি ট্রামলাইন'-এর আদলে তিনি লেখেন, 'জল রাস্তায় হয় ডেঙ্গি, আর কমে যায় তাতে প্লেটলেট।' এই পঙক্তির পাশেই হ্যাশট্যাগ 'কনফার্মড' জুড়ে দিয়েছেন পরিচালক।
advertisement
2/5
দু’মাস আগে বুকে ব্যথায় কাবু হয়েছিলেন তিনি। ফের সম্প্রতি জ্বরে শয্যাশায়ী হন পরিচালক। মেডিক্যাল টেস্টের পরেই জানা গেল তাঁর অসুস্থতার কারণ।
advertisement
3/5
সৃজিতের অসুস্থতার কথা জেনে চিন্তায় তাঁর শুভানুধ্যায়ীরা। পরিচালকের পোস্টে অপর্ণা সেন লেখেন, 'ঋজু, নিজের স্বাস্থ্যের খেয়াল রেখো। আমি ডেঙ্গিতে ভুগেছি। তাই জানি এটি শরীরকে কতটা দুর্বল করে দিতে পারে।" চিকি‍ৎসার জন্য পরিচালক কোনও বার্সিংহোমে ভর্তি হয়েছেন কি না, অপর্ণা তা-ও জানতে চান।
advertisement
4/5
সৃজিত উত্তরে লেখেন, 'এখনও ভর্তি হইনি। কাল একবার প্লেটলেট দেখে পরশু স্যুটকেস প্যাক করব ভাবছি।'
advertisement
5/5
ইতিমধ্যেই 'দশম অবতার'-এর শ্যুট শুরু করে দিয়েছিলেন সৃজিত। তবে পরিচালকের অসুস্থতায় উদ্বেগে অনুরাগীরা।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Srijiit Mukherji: 'জল রাস্তায় হয় ডেঙ্গি', ফেসবুকে অসুস্থতার কথা জানালেন সৃজিত, চিন্তায় অনুরাগীরা
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল