Bollywood Actresses Death: বহুতল থেকে পড়েছেন কেউ, কারও বন্ধ ঘরেই সব শেষ! নায়িকাদের মর্মান্তিক মৃত্যুর কথা জেনে নিন
- Published by:Sanchari Kar
Last Updated:
Sridevi death anniversary: শ্রীদেবী একা নন। বলিউডের একাধিক অভিনেত্রীর মৃত্যু-রহস্যের আজও কাটেনি। দেখে নেওয়া যাক সেই তালিকা।
advertisement
1/7

পাঁচ বছর পার। শ্রীদেবীর আকস্মিক মৃত্যুকে ঘিরে আজও ধোঁয়াশা কাটেনি। দুবাইয়ের সেই বিলাসবহুল হোটেলের বাথরুমে স্নান করতে যাওয়াই কি কাল হল? নাকি বলিউডের কিংবদন্তি অভিনেত্রীর অকাল প্রয়াণের নেপথ্যে রয়েছে অন্য কোনও ষড়যন্ত্র? এমন অসংখ্য প্রশ্ন আজও ঘুরপাক খায় অনুরাগীমহলে।
advertisement
2/7
শ্রীদেবী একা নন। বলিউডের একাধিক অভিনেত্রীর মৃত্যু-রহস্যের আজও কাটেনি। দেখে নেওয়া যাক সেই তালিকা।
advertisement
3/7
পারভীন বাবি বলিউডের সফল অভিনেত্রীদের মধ্যে পারভীন বাবি অন্যতম। পেশাগত ক্ষেত্রে সাফল্য পেলেও ব্যক্তিজীবনে মোটেও সুখী ছিলেন না তিনি। মনে করা হয়, মানসিক অবসাদগ্রস্ত ছিলেন অভিনেত্রী। শোনা যায়, পারভীন প্যারানয়েড স্ক্রিৎজোফ্রেনিয়ায় ভুগছিলেন।
advertisement
4/7
একাকীত্বের সঙ্গে লড়তে লড়তে ২০০৫ সালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুর কয়েক দিন পর উদ্ধার করা হয় পারভীনের দেহ। তাঁর মৃত্যু আদৌ কী ভাবে হয়, তা নিয়ে আজও জল্পনা রয়ে গিয়েছে।
advertisement
5/7
দিব্যা ভারতী নয়ের দশকে দর্শক-মনে ঝড় তুলেছিলেন দিব্যা। একের পর এক সফল ছবি দিয়ে বলিউডে প্রথম সারির অভিনেত্রীদের তালিকায় নিজের জায়গা করে নিয়েছিলেন তিনি। কিন্তু কেরিয়ারের শীর্ষে থাকার সময়ই সব শেষ! ১৯৯৩ সালে ৫ এপ্রিল দিব্যা মারা যান।
advertisement
6/7
জানা যায়, আবাসনের পাঁচ তলা থেকে পড়েই তাঁর মৃত্যু হয়। অনেকেই মনে করেন, দিব্যার মৃত্যু নিছক দুর্ঘটনা নয়, খুন করা হয়েছিল তাঁকে।
advertisement
7/7
সিল্ক স্মিতা 'সাহসী' অবতারে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে এক সময়ে ঝড় তুলেছিলেন সিল্ক স্মিতা। পেয়েছিলেন সাফল্য। কিন্তু ব্যক্তিজীবনে নানা সমস্যায় নাকি জর্জরিত ছিলেন তিনি। ১৯৯৬ সালের ২৩ সেপ্টেম্বর মৃত্যু হয় তাঁর। সিল্ক স্মিতার আবাসনে পাওয়া যায় তাঁর মৃতদেহ। মনে করা হয়, আত্মহত্যা করেছিলেন তিনি। তাঁর জীবন অবলম্বনে তৈরি 'দ্য ডার্টি পিকচার' সাড়া ফেলেছিল দর্শকমহলে।