হাতে রাখি বেঁধে পাতিয়েছিলেন ভাই-বোনের সম্পর্ক, অথচ সেই পাতানো ‘দাদা’-র সঙ্গেই বিয়ের পিঁড়িতে ! অভিনেত্রীর এহেন কাণ্ডে চরমে পৌঁছেছিল নিন্দার ঝড়
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
যদিও সেই পাতানো দাদা অবশ্য আগে থেকেই বিবাহিত ছিলেন। সেই সঙ্গে ছিল তাঁর দুই সন্তানও। তবে বিবাহিত হওয়া সত্ত্বেও অভিনেত্রীর প্রেমে পড়েছিলেন সেই মানুষটি।
advertisement
1/6

দিন কয়েক আগেই পালিত হয়েছে রাখিবন্ধন উৎসব। আসলে এই পবিত্র দিনে ভাই বা দাদাদের হাতে রাখি বাঁধেন মহিলারা। অনেকে আবার পাতানো ভাই কিংবা দাদার হাতেও রাখি বাঁধেন। ঠিক সেভাবেই নিজের পাতানো দাদার হাতে রাখি বাঁধতেন ওই মহিলা। পরে অবশ্য সেই পাতানো দাদাই হয়েছিল তাঁর স্বামী এবং তাঁর সন্তানদের বাবা। যদিও সেই পাতানো দাদা অবশ্য আগে থেকেই বিবাহিত ছিলেন। সেই সঙ্গে ছিল তাঁর দুই সন্তানও। তবে বিবাহিত হওয়া সত্ত্বেও অভিনেত্রীর প্রেমে পড়েছিলেন সেই মানুষটি। আর সেই কারণেই অভিনেত্রী শ্রীদেবীকে প্রযোজক বনি কাপুরের হাতে রাখি বাঁধার পরামর্শ দিয়েছিলেন বনির মা।
advertisement
2/6
আসলে শ্রীদেবীর মনের কথা বুঝতে পেরেছিলেন প্রযোজক বনি কাপুরের মা। সেই কারণে রাখিবন্ধন উৎসবের দিনে পুজোর থালায় রাখি নিয়ে শ্রীদেবীকে সেটা বনি কাপুরের হাতে বেঁধে দিতে বলেছিলেন তিনি। এদিকে দক্ষিণ ভারতে বেড়ে ওঠা শ্রীদেবী কিন্তু রাখি উৎসবের কথা জানতেন। ফলে বনিকে রাখি বাঁধার প্রস্তাবে শ্রীদেবীর চোখমুখ একপ্রকার ফ্যাকাসে হয়ে গিয়েছিল।
advertisement
3/6
কিন্তু তারপর ঠিক কী ঘটেছিল? আসলে বনি কাপুরের প্রথম স্ত্রী ছিলেন মোনা শৌরি। ততদিনে তাঁদের জীবনে ছিল দুই সন্তান - অর্জুন কাপুর এবং অনশূলা কাপুর। বাবার দ্বিতীয় বিয়ের জন্য কম মানসিক ভোগান্তি হয়নি অর্জুনের, সে কথা পরে অভিনেতা নিজেই জানিয়েছিলেন। যদিও বাবার দ্বিতীয় পক্ষের সন্তান জাহ্নবী এবং খুশি কাপুরের সঙ্গে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে অর্জুনের। আসলে সেই সময় বিয়ের আগেই বনি কাপুরের সঙ্গে সম্পর্কের জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন শ্রীদেবী। সেই খবর যদিও চাপা থাকেনি, রীতিমতো দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল।
advertisement
4/6
বনি কাপুর ব্যাখ্যা করে বলেছিলেন যে, ১৯৯৬ সালের ২ জুন নাগাদ গোপনে শ্রীদেবীকে বিয়ে করেছেন তিনি। যদিও সেই বিয়ের কথা তাঁরা ঘোষণা করেছিলেন ১৯৯৭ সালের জানুয়ারি মাসে। আর ওই বছরেরই মার্চ মাসে জন্ম নিয়েছিলেন তাঁদের বড় কন্যা জাহ্নবী কাপুর। আসলে শ্রীদেবীর শরীরে গর্ভাবস্থার লক্ষণ ফুটে ওঠায় এই কথা প্রকাশ্যে এসেছিল। পরে অবশ্য বনি বিয়ের ব্যাপারে বিস্তারিত জানিয়েছিলেন।
advertisement
5/6
বিখ্যাত ওই প্রযোজক দাবি করেছিলেন যে, বিয়ের আগে কখনওই অন্তঃসত্ত্বা হয়ে পড়েননি শ্রীদেবী। শিরডিতে গোপনে বিয়ে সেরেছিলেন তাঁরা। সেদিনই তাঁরা মধুচন্দ্রিমায় বেরিয়ে পড়েছিলেন। যার জেরে দ্রুত গর্ভবতী হয়ে পড়েছিলেন অভিনেত্রী। বনি যেহেতু আগে থেকেই বিবাহিত ছিলেন, তাই দ্বিতীয় বিয়ের কথা ঘোষণা করতে মাস ছ’য়েক অপেক্ষা করেছিলেন। এক ইউটিউবারের সঙ্গে আলাপচারিতায় বনি দাবি করেছিলেন যে, “শ্রীদেবী খুবই ধার্মিক প্রকৃতির ছিলেন। ফলে অন্তঃসত্ত্বা অবস্থায় বিয়ে করতে রাজি হতেন না তিনি। সেই কারণে গোপন বিয়ের পরে আর কোনও বিয়ের অনুষ্ঠান করতে চাননি অভিনেত্রী।”
advertisement
6/6
প্রসঙ্গত নিজের মা-বাবার কারণেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিতে পেরেছেন শ্রীদেবীর দুই সন্তান জাহ্নবী এবং খুশি। একবার জাহ্নবীর বলেছিলেন যে, শৈশবে মায়ের বেঁধে দেওয়া কড়া নিয়মে বেড়ে উঠেছেন তিনি এবং তাঁর বোন।