Heroine: মাত্র তেইশেই তিন সন্তানের মা ! MBBS-এর পড়া শেষ না হতেই রুপোলি জগতে পদার্পণ, আপাতত দক্ষিণী থেকে হিন্দি ছবির দুনিয়া কাঁপাচ্ছেন এই সুন্দরী অভিনেত্রী
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
এই সুন্দরী নিজের নৃত্যশৈলী ও দুর্ধর্ষ অভিনয় দক্ষতার জোরে তেলুগু এবং কন্নড় ছবির দুনিয়ার ভক্তদের মনে রীতিমতো ঝড় তুলেছেন। মাত্র ২৩ বছর বয়সেই তিন সন্তানের মা হয়ে উঠেছেন এই সুন্দরী অভিনেত্রী। যদিও তিন সন্তানকে তিনি অবশ্য জন্ম দেননি। বরং দত্তক নিয়েছেন। তবে মাতৃস্নেহে লালন করছেন তাদের।
advertisement
1/7

দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রিতে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন এক সুন্দরী কন্যে। শুধু নিজের সৌন্দর্য এবং প্রতিভার জোরেই নয়, সেই সঙ্গে নিজের ভাল মনের জন্য প্রত্যেকের মন জয় করে নিয়েছেন তিনি। এই সুন্দরী নিজের নৃত্যশৈলী ও দুর্ধর্ষ অভিনয় দক্ষতার জোরে তেলুগু এবং কন্নড় ছবির দুনিয়ার ভক্তদের মনে রীতিমতো ঝড় তুলেছেন। মাত্র ২৩ বছর বয়সেই তিন সন্তানের মা হয়ে উঠেছেন এই সুন্দরী অভিনেত্রী। যদিও তিন সন্তানকে তিনি অবশ্য জন্ম দেননি। বরং দত্তক নিয়েছেন। তবে মাতৃস্নেহে লালন করছেন তাদের। আর এই অভিনেত্রীই হলেন শ্রীলীলা (Sreeleela)। (Photo: Instagram)
advertisement
2/7
আমেরিকা থেকে বেঙ্গালুরু: আমেরিকায় ২০০১ সালের ১৪ জুন মাসে শ্রীলীলার জন্ম। কিন্তু তিনি বেড়ে উঠেছেন বেঙ্গালুরুতে। তাঁর মা ডা. স্বর্ণলতা হলেন বেঙ্গালুরুর বিখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ। শোনা যায় যে, প্রখ্যাত শিল্পপতি সৌরাপানেনি শুভকারা রাওয়ের সঙ্গে আলাদা হওয়ার পরই শ্রীলীলার জন্ম দিয়েছিলেন ডা. স্বর্ণলতা। যদিও ২০২১ সালে শুভকারা রাও একটি সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন যে, শ্রীলীলা আর স্বর্ণলতার সঙ্গে যেন তাঁর নাম না জড়ানো হয়। যা সেই সময় রীতিমতো হইচই ফেলে দিয়েছিল। (Photo: Instagram)
advertisement
3/7
চিকিৎসা বিদ্যা থেকে রুপোলি দুনিয়ায়: ঐতিহ্যবাহী পরিবারের কন্যা শ্রীলীলা রুপোলি দুনিয়ায় পদার্পণ করেছেন। এমবিবিএস পাঠরত অবস্থাতেই তিনি ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছেন। ২০২১ সালে অবশ্য মেডিকেলের পাঠ সম্পন্ন করেছেন তিনি। শৈশব থেকে ভরতনাট্যমের প্রশিক্ষণ নিয়েছেন শ্রীলীলা। এরপর ২০১৯ সালে কন্নড় ছবি ‘কিস’-এ নায়িকা হিসেবে ডেবিউ করেছিলেন। এরপর অভিনয় করেছেন ‘ভারাতে’ এবং ‘বাই টু লাভ’-এর মতো কন্নড় ছবিতে। (Photo: Instagram)
advertisement
4/7
‘পেহলি সান্ধা ডি’ ছবির হাত ধরে তেলুগু ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন শ্রীলীলা। আর তাতেই পুরুষদের মনে ঝড় তুলে দিয়েছিলেন তিনি। এরপর আর তাঁকে পিছনে ফিরে তাকাতে হয়নি। এর পাশাপাশি ‘ধামাকা’, ‘স্কান্দা’, ‘ভগবত কেশরী’, ‘আদিকেশবা’, ‘এক্সট্রাঅর্ডিনারি ম্যান’ এবং ‘গুণ্টুর করম’-এর মতো ছবিতে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন। (Photo: Instagram)
advertisement
5/7
কম বয়সেই সোনা দিয়ে বাঁধানো মন: অভিনয় কিংবা নৃত্যই নয়, শ্রীলীলার মনও খুব বড়। ২০২২ সালে ফেব্রুয়ারি মাসে মাত্র ২১ বছর বয়সে একটি অনাথাশ্রম পরিদর্শনে গিয়ে তিনি গুরু এবং শোভিতা নামের দু’টি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে দত্তক নিয়েছিলেন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামের পোস্ট দিয়ে আরও একটি শিশুকে নতুন সদস্য হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন। (Photo: Instagram)
advertisement
6/7
তারকা অভিনেতাদের সঙ্গে অভিনয়: ‘পুষ্পা ২’-এ সুপারস্টার অল্লু অর্জুনের সঙ্গে ‘কিসিক’ গানে পা মেলাতে দেখা গিয়েছে শ্রীলীলাকে। ‘গুণ্টুর করম’ ছবিতে ‘কুর্চি মাদাথাপ্পেত্তি’ গানে মহেশ বাবুর সঙ্গে পারফর্ম করেছেন অভিনেত্রী। এর পাশাপাশি ‘ওলে ওলে পাপায়ি’, ‘ডেঞ্জার পিল্লা’ এবং ‘গান্দারাবাই’-এর মতো হিট গানেও নেচেছেন অভিনেত্রী। এছাড়া নন্দামুরি বালকৃষ্ণ এবং রবি তেজার মতো সিনিয়র অভিনেতাদের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করেছেন। (Photo: Instagram)
advertisement
7/7
পারিশ্রমিক এবং পরবর্তী কাজ: শ্রীলীলাকে নিয়ে উন্মাদনা তুঙ্গে। তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১৫ কোটি টাকা। আগে প্রতি ঘণ্টায় ৪ লক্ষ টাকা করে পারিশ্রমিক নিতেন। বর্তমানে প্রতিটি ছবির জন্য ৪ কোটি টাকা পারিশ্রমিক নেন অভিনেত্রী। মাস মহারাজা রবি তেজার সঙ্গে ‘মাস জাটারা’ এবং অখিল আক্কিনেনির সঙ্গে ‘লেনিন’ ছবিতে অভিনয় করবেন তিনি। এখানেই শেষ নয়, পরিচালক অনুরাগ বসুর রোম্যান্টিক মিউজিক্যাল ধারার ছবিতে কার্তিক আরিয়ানের বিপরীতে বলিউড ডেবিউ হতে চলেছে শ্রীলীলার। চলতি বছর দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা ছবিটির। (Photo: Instagram)