TRENDING:

নায়ক যখন খলনায়ক ! দর্শক হতবাক, এই সাসপেন্স-থ্রিলার দেখলে চোখে জল চলে আসবে

Last Updated:
জনপ্রিয়তার নিরিখে ‘জন গণ মন’-র কথা সাধারণ মানুষ খুব একটা না শুনলেও সিনেপ্রেমীরা বিলক্ষণ জানেন। ছবির শুরুতে যাকে নায়ক মনে হচ্ছিল, ক্ল্যাইম্যাক্সে দেখা যাবে সেই আসল ভিলেন।
advertisement
1/6
নায়ক যখন খলনায়ক ! দর্শক হতবাক, এই সাসপেন্স-থ্রিলার দেখলে চোখে জল চলে আসবে
২০২১-২০২২ সালে দক্ষিণের বেশ কয়েকটি সিনেমা তোলপাড় ফেলে দিয়েছিল। মুখে মুখে ঘুরত ছবির গান-সংলাপ। সেটা ‘আরআরআর’ হোক কিংবা ‘পুষ্পা’। তবে জনপ্রিয়তার নিরিখে ‘জন গণ মন’-র কথা সাধারণ মানুষ খুব একটা না শুনলেও সিনেপ্রেমীরা বিলক্ষণ জানেন। ছবির শুরুতে যাকে নায়ক মনে হচ্ছিল, ক্ল্যাইম্যাক্সে দেখা যাবে সেই আসল ভিলেন। এই মলয়ালম ছবিটিও বক্স অফিসেও ব্যাপক হিট হয়।
advertisement
2/6
‘জন গণ মন’ সাসপেন্স থ্রিলার। টানটান চিত্রনাট্য। উপস্থাপনাও চমৎকার। প্রতিটা দৃশ্য দক্ষতার সঙ্গে পর্দায় ফুটিয়ে তুলেছেন পরিচালক। ছবিটা একবার দেখতে শুরু করলে শেষ না করে ওঠা যাবে না। এমনই গল্পের বাঁধন।
advertisement
3/6
মুক্তির সময়ই দর্শক এবং সমালোচকের প্রশংসা কুড়িয়েছিল ‘জন গণ মন’। ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারন এবং সুরজ ভেঞ্জারমুডু। দুজনের শক্তিশালী অভিনয় দেখতে দেখতে মনে হবে, টিকিট কাটা সার্থক।
advertisement
4/6
এক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের হত্যা দিয়ে ‘জন গণ মন’র গল্প শুরু হয়। খুনের ঘটনার তদন্তভার দেওয়া হয় এসিপি সজ্জন কুমারকে (সুরজ ভেঞ্জারমুডু)। এর কিছু পরে আইনজীবীর চরিত্রে পর্দায় আসেন অরবিন্দ স্বামীনাথন (পৃথ্বীরাজ সুকুমারন)। আর এখান থেকেই গল্প অন্য খাতে বইতে শুরু করে।
advertisement
5/6
আদালতে সজ্জন কুমারের বিরুদ্ধে দাঁড়ান অরবিন্দ স্বামীনাথন। তাঁর মুখ দিয়েই গল্প ধীরে ধীরে দর্শকের সামনে প্রকাশ পায়। ছবির ক্লাইম্যাক্সে যখন অধ্যাপকের হত্যা রহস্য উন্মোচিত হয়, তখন সবাই হতবাক। এই ছবির পরিচালক ডিজো হোসে অ্যান্টনি। গল্প লিখেছেন শারিস মহম্মদ।
advertisement
6/6
খুব কম বাজেটে তৈরি হয়েছে এই ছবি। SACNILC-এর রিপোর্ট অনুযায়ী, 'জন গণ মন' তৈরিতে খরচ হয়েছে ১০ কোটি টাকা। বিশ্বব্যাপী ব্যবসা করেছে প্রায় ৫০ কোটি টাকার। এখন হলে গিয়ে ‘জন গণ মন’ দেখার ইচ্ছা থাকলেও সম্ভব নয়। কারণ কোনও হলেই চলছে না বললেই চলে। তবে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে রয়েছে এই ছবি। রবিবার দুপুরে মাংস, ভাত খেয়েদেয়ে আরামসে দেখে নেওয়া ‘যায় জন গণ মন’। সময়টা খারাপ কাটবে না।
বাংলা খবর/ছবি/বিনোদন/
নায়ক যখন খলনায়ক ! দর্শক হতবাক, এই সাসপেন্স-থ্রিলার দেখলে চোখে জল চলে আসবে
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল