TRENDING:

Amala Paul: ১৫জনের সামনে নগ্ন শ্যুট, বিক্রি করতে চেয়েছিল ব্যবসায়ী! বিতর্কে দক্ষিণের ‘দীপিকা’

Last Updated:
South Actress Amala Paul: ২০১৯ সালের ছবি ‘আদায়’-এ তাঁর নগ্ন দৃশ্যের জন্য অনেক বার শিরোনামে করেন অমলা। অভিনেত্রীর নগ্ন দৃশ্য সম্পর্কে যা শোনা যায়, তিনি প্রায় ১৫ জনের উপস্থিতিতে সেই নগ্ন দৃশ্যের শ্যুট করেছিলেন।
advertisement
1/7
১৫জনের সামনে নগ্ন শ্যুট, বিক্রি করতে চেয়েছিল ব্যবসায়ী! বিতর্কে দক্ষিণের ‘দীপিকা’
সাহসী বলে সুনাম আছে, আবার দুর্নামও আছে তাঁর। তাই বারবার শিরোনাম দখল করেন অভিনেত্রী অমলা পল। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতেও দ্বিধাবোধ করেননি তিনি। একবার অমলা নিজেই জানিয়েছিলেন, তাঁকে বিক্রি করে দিতে চেয়েছিলেন এক ব্যক্তি।
advertisement
2/7
২০১৮ সালে েসই ঘটনার কথা প্রকাশ করেছিলেন অমলা। তিনি জানিয়েছিলেন এক ব্যবসায়ী তাঁকে হেনস্থা করেছেন। অমলা ট্যুইটারে পোস্ট করে দাবি করেছিলেন, অমলাকে ‘সেই ব্যবসায়ী মাংসের টুকরোর মতো বিক্রি করে দিতে চেয়েছিল’। এই ঘটনার পর এতটাই আতঙ্কিত হয়ে গিয়েছিলেন যে শারীরিক এবং মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েন অমলা।
advertisement
3/7
কিন্তু একজন নারীকে যে নিজের লড়াই করে অধিকার বুঝে নিতে হবে, তা তিনি অনেক ছোট থেকেই বুঝে গিয়েছেন। তাই মনের সঙ্গে যুদ্ধ করে ফের নিজের পায়ে দাঁড়ান অমলা। তাঁর মতো একাধিক মহিলাকে তিনি এভাবেই যুদ্ধ করে যাওয়ার জন্য অনুপ্রাণিত করার চেষ্টাও করেছেন।
advertisement
4/7
২০১৮ সালেই কোরিওগ্রাফারের স্টুডিও-তে যৌন হেনস্তার শিকার হন এই জনপ্রিয় নায়িকা। অভিযোগ উঠেছিল, রিহার্সাল করতে করতেই চেন্নাইয়ের ব্যবসায়ী অভিনেত্রীকে হেনস্থা করেন। সেই সময়েও এই ঘটনা নিয়ে সরব হয়েছিলেন অমলা। তাঁর মামলার ভিত্তিতে সেই ব্যবসায়ীকে গ্রেফতারও করা হয়েছিল।
advertisement
5/7
অমলাকে দক্ষিণের দীপিকা পাড়ুকোন বলা হয়ে থাকে তাঁর সঙ্গে মুখের মিলের কারণে। তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড় ইন্ডাস্ট্রিতে পর পর একাধিক জনপ্রিয় ছবিতে দেখা গিয়েছে তাঁকে। তার মধ্যে কিছু আবার বিতর্কিতও বটে। ‘সিন্ধু সামাভেলি’, ‘থালাইভা’, ‘নীলথামারা’র নাম উল্লেখযোগ্য।
advertisement
6/7
২০১৯ সালের ছবি ‘আদায়’-এ তাঁর নগ্ন দৃশ্যের জন্য অনেক বার শিরোনামে করেন অমলা। অভিনেত্রীর নগ্ন দৃশ্য সম্পর্কে যা শোনা যায়, তিনি প্রায় ১৫ জনের উপস্থিতিতে সেই নগ্ন দৃশ্যের শ্যুট করেছিলেন। সেই দৃশ্যটি নিয়ে বেশ আলোচনা হয়েছিল তখন। লাইমলাইট পেয়েছিলেন অমলা পল।
advertisement
7/7
এবার তাঁর হিন্দি ছবি মুক্তির পথে। ‘ভোলা’ ছবিতে অজয় দেবগণের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার ছবির মুক্তির জন্য। আগামী ৩০ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Amala Paul: ১৫জনের সামনে নগ্ন শ্যুট, বিক্রি করতে চেয়েছিল ব্যবসায়ী! বিতর্কে দক্ষিণের ‘দীপিকা’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল