TRENDING:

যেখানে কল্পনা শেষ হয়, সেখান থেকেই শুরু হয় এই ছবির গল্প! ক্লাইম্যাক্সের সামনে ‘দৃশ্যম’ ও ‘মহারাজ’ও ফিকে!

Last Updated:
Kondraal Paavam: তামিল ক্রাইম থ্রিলার। ছবির চিত্রনাট্য ও পরিচালক দয়াল পদ্মনাভন। ইনফ্যাক্ট স্টুডিওর ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন প্রতাপ কৃষ্ণা ও মনোজ কুমার। ২০২৩ সালের ১০ মার্চ রিলিজ হয়। অভিনয় করেছেন বরলক্ষ্মী শরৎকুমার, সন্তোষ প্রতাপ, ঈশ্বরী রাও, চার্লি প্রমুখ।
advertisement
1/8
যেখানে কল্পনা শেষ হয়, সেখান থেকেই শুরু হয় এই ছবির গল্প! ক্লাইম্যাক্সও দুর্দান্ত
টানটান কাহিনি না হলে কী আর সিনেমা জমে! এর সঙ্গে যদি নজরকাড়া অভিনয় হয়, তাহলে তো কথাই নেই। হাতেগরম উদাহরণ ‘দৃশ্যম’, ‘মহারাজ’। কিন্তু ওটিটি-এর এই সিনেমা যেন সবাইকে পিছনে ফেলে দিয়েছে। যেমন গল্প তেমনই অভিনয়। একবার দেখতে শুরু করলে মাঝপথে ওঠা মুশকিল।
advertisement
2/8
ছবির নাম ‘কোন্ড্রাল পাভম’ (Kondraal Paavam)। তামিল ক্রাইম থ্রিলার। ছবির চিত্রনাট্য ও পরিচালক দয়াল পদ্মনাভন। ইনফ্যাক্ট স্টুডিওর ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন প্রতাপ কৃষ্ণা ও মনোজ কুমার। ২০২৩ সালের ১০ মার্চ রিলিজ হয়। অভিনয় করেছেন বরলক্ষ্মী শরৎকুমার, সন্তোষ প্রতাপ, ঈশ্বরী রাও, চার্লি প্রমুখ।
advertisement
3/8
‘কোন্ড্রাল পাভম’ মূলত ‘আ করালা রাত্রী’ ছবির রিমেক। এই ছবিরও পরিচালক ছিলেন দয়াল পদ্মনাভন। মোহন হাব্বু-এর বিখ্যাত কন্নড় নাটককে রূপালি পর্দায় নিয়ে এসেছিলেন তিনি। সেখান থেকেই তামিল ক্রাইম থ্রিলার।
advertisement
4/8
৮০-এর দশকের প্রেক্ষাপটে গল্প সাজিয়েছেন পরিচালক। তামিলনাড়ুর একটি ছোট্ট গ্রামে এক গরিব পরিবার বসবাস করেন। বৃদ্ধ দম্পতি করুপ্পুসামি (চার্লি) ও ভাল্লিয়াম্মল (ঈশ্বরী রাও) এবং তাঁদেরঅবিবাহিত মেয়ে মল্লিকা (বরলক্ষ্মী শরৎকুমার)-কে নিয়ে শুরু হয় গল্প। একদিন এক জ্যোতিষীর সঙ্গে আলাপ হয় তাঁদের। সেটাই তাঁদের জীবন বদলে দেয়।
advertisement
5/8
জ্যোতিষী ভবিষ্যদ্বাণী করেন যে রাতারাতি তাঁদের ভাগ্য বদলে যাবে। আর সেটা কেমন হবে, ভাল না কি খারাপ, তা নির্ভর করছে তাঁদের উপর। সেই দিনই অর্জুনন (সন্তোষ প্রতাপ) নামের এক ব্যক্তি তাঁদের বাড়িতে এসে একরাত থাকার অনুমতি চায়। এরপরই গল্প এক ভয়ঙ্কর দিকে মোড় নেয়।
advertisement
6/8
শুরুতে কিছুটা দ্বিধা থাকলেও, তাঁরা শেষ পর্যন্ত অর্জুননকে বাড়িতে থাকতে দেন। ধীরে ধীরে অর্জুননও পরিবারের সঙ্গে মিশে যান। জানতে পারেন, পরিবারের আর্থিক দুর্দশার কথা। ভয়াবহ খরার কারণে তাঁরা চরম সংকটে ভুগছেন। সবচেয়ে বড় সমস্যা হল, পণের টাকা জোগাড় করতে না পারায় মল্লিকার বিয়ে আটকে গিয়েছে।
advertisement
7/8
অর্জুনন তাঁদের টাকা আর গয়না ভরা একটা বাক্স এনে দেখায়। বলে, কঠোর পরিশ্রমে তাঁর ভাগ্য বদলে গিয়েছে। তাঁরাও নিজেদের ভাগ্য বদলাতে পারে। এদিকে এত টাকাপয়সা দেখে অর্জুননকে প্রলুব্ধ করার চেষ্টা করে মল্লিকা। কিন্তু হিতে বিপরীত হয়। অর্জুনন ক্ষুব্ধ হন। মল্লিকাকে কড়া ধমক দেন। এরপর পরিস্থিতি জটিল হতে থাকে।
advertisement
8/8
মল্লিকা ঠিক করে, অর্জুননকে খুন করে তাঁর সমস্ত টাকা ও সোনা লুট করে নেবে। শুরুতে দ্বিধা থাকলেও শেষ পর্যন্ত অর্থের লোভে তাঁর মা-বাবাও রাজি হয়ে যান। এরপর কী ঘটে? তা জানতে হলে প্রাইম ভিডিওতে গিয়ে ‘কোন্ড্রাল পাভম’ দেখতে হবে!
বাংলা খবর/ছবি/বিনোদন/
যেখানে কল্পনা শেষ হয়, সেখান থেকেই শুরু হয় এই ছবির গল্প! ক্লাইম্যাক্সের সামনে ‘দৃশ্যম’ ও ‘মহারাজ’ও ফিকে!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল