TRENDING:

Happy Birthday: মাত্র ৩৬তে রহস্য মৃত্যুর কোলে ঢলে পড়েন দক্ষিণী সুন্দরী, সিনে থাকা মানেই পয়সা উসুল দর্শকের, রইল ফটো

Last Updated:
Happy Birthday: বড় পর্দায় সাহসী ও গ্ল্যামারাস চরিত্রে অভিনয় করা এই অভিনেত্রী যে ধরণের চরিত্র অভিনয়ের সুযোগ পেতেন সেই ধরণের সিনেমায় কখনই অভিনয় করতে চাননি।
advertisement
1/7
মাত্র ৩৬তে রহস্য মৃত্যু,দক্ষিণী সুন্দরী, সিনে থাকা মানেই পয়সা উসুল দর্শকের,ফটো
তাঁর স্ক্রিনে আসার আশায় থাকতেন দর্শকরা৷  তিনি অন্ধ্র প্রদেশের ইলুরুতে ১৯৬০ সালে ২ ডিসেম্বরে জন্মেছিলেন। এক সময় তিনি লম্বা পরিশ্রমের পর ভারতের সবচেয়ে দামি অভিনেত্রী হয়েছিলেন। তামিল এবং তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে শাসন করার পাশাপাশি, এই অভিনেত্রী মালয়ালম, কন্নড় এবং হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতেও নিজের আলাদা পরিচয় তৈরি করতে পেরেছিলেন। দক্ষিণী এই অভিনেত্রীর রিয়েল নাম ছিল বিজয়লক্ষ্মী ভাদলাপতি। (Photo Courtesy- Instagram @silksmitha96)
advertisement
2/7
এই অভিনেত্রী তাঁর গ্ল্যামারাস এবং অপূর্ব রূপের তুফানে মজিয়েছিলেন আট থেকে আশির পুরুষদের৷ কিন্তু যাঁর রূপের এত আলো তাঁর ব্যক্তিগত জীবন ছিল অত্যন্ত দুঃখে ভরা ছিল। এই অভিনেত্রীর অনস্ক্রিন নাম ছিল সিল্ক স্মিতা। সিল্ককে নিয়ে বলিউডে 'দ্য ডার্টি পিকচার' নামে একটি সিনেমাও তৈরি হয়েছিল। যা অনেকাংশেই সিল্ক স্মিতার বায়োপিক৷  (Photo Courtesy- Instagram @silksmitha96)
advertisement
3/7
'দ্য ডার্টি পিকচার'-সিনেমা স্ক্রিনে আসার পর  সিল্ক স্মিতা ফের একবার আলোচনায় উঠে আসেন৷  বড় পর্দায় সাহসী ও গ্ল্যামারাস চরিত্রে অভিনয় করা অভিনেত্রী সিল্ক স্মিতা যে ধরণের চরিত্র অভিনয়ের সুযোগ পেতেন সেই ধরণের সিনেমায় কখনই অভিনয় করতে চাননি। কিন্তু টাইপকাস্ট হওয়ার কারণে সব স্ক্রিপ্টেই কার্যত তাঁকে একই ধরণের অভিনয় করতে হত৷ (Photo Courtesy- Instagram @silksmitha96)
advertisement
4/7
সিল্ক স্মিতা ১৯৮৪ সালে ফিল্মফেয়ারকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছিলেন, "আমি সাবিত্রী, সুজাতা এবং সরিতার মতো চরিত্রের অভিনেত্রী হতে চাই। আমি আমার দ্বিতীয় ছবি 'বন্দীচক্করম'-এ সিল্ক স্মিতা নামের একটি চরিত্রে অভিনয় করেছি এবং তার পর থেকেই একই রকমের চরিত্রেই  অভিনয় করে চলেছি।’’ (Photo Courtesy- Instagram @silksmitha96)
advertisement
5/7
সিল্ক স্মিতা আরও বলেছিলেন, "প্রযোজক এবং পরিচালকরা তাঁদের চলচ্চিত্র বিক্রি করার জন্য আমার পারফরম্যান্সের ওপর নির্ভর করে। আমি যে ভূমিকাই পাব, আমি তা করব।"  পর্দায় তাঁর  নাচ বা বোল্ড সিনে অভিনয় পছন্দ করত৷ একাধিক  গ্ল্যামারাস চরিত্রে তাঁকে দেখা যায়। (Photo Courtesy- Instagram @silksmitha96)
advertisement
6/7
সিল্ক স্মিতা ২ দশকের কেরিয়ারে ৪৫ টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। সিল্ক একজন ক্যাবারে ডান্সের জন্য বিখ্যাত ছিলেন৷ পর্দায় সেই সময়ে বিকিনি পরা সাহসী পোশাক পরা হিসেবে বিবেচিত হত৷  যা তিনি হামেশাই পরতেন৷
advertisement
7/7
২৩ সেপ্টেম্বর, ১৯৯৬, সিল্ককে নিজের অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া যায়। তাঁর কাছ থেকে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছিল। আত্মহত্যার একদিন আগে তিনি তাঁর বন্ধুকে জানিয়েছিলেন তিনি সে অদ্ভুত কিছু অনুভব করছিলেন, কিন্তু তাঁর মৃত্যু  আজও রহস্যই রয়ে গেছে। (Photo Courtesy- Instagram @silksmitha96)
বাংলা খবর/ছবি/বিনোদন/
Happy Birthday: মাত্র ৩৬তে রহস্য মৃত্যুর কোলে ঢলে পড়েন দক্ষিণী সুন্দরী, সিনে থাকা মানেই পয়সা উসুল দর্শকের, রইল ফটো
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল