Guess the Celebrity: নরকযন্ত্রণা...! বিয়ে না করেই প্রেগন্যান্ট! গর্ভপাত করাতে গিয়েই চরম সর্বনাশ নায়িকার! বিবাহিত প্রেমিকের থেকে গুণে গুণে নিয়েছিলেন ৭৫ লাখ টাকা! তারপর...
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Guess the Celebrity: ৫০ পেরিয়ে গেলেই তাঁর সৌন্দর্যে বুদ ভক্তরা৷ দক্ষিণী সিনেমায় সুন্দরী অভিনেত্রীদের তালিকায় তিনিও একজন৷ চার দশকেরও বেশি কর্মজীবনে রাম্যা ২৬০-টিরও বেশি ছবিতে কাজ করেছেন।
advertisement
1/10

৫০ পেরিয়ে গেলেই তাঁর সৌন্দর্যে বুদ ভক্তরা৷ দক্ষিণী সিনেমায় সুন্দরী অভিনেত্রীদের তালিকায় তিনিও একজন৷ চার দশকেরও বেশি কর্মজীবনে রাম্যা ২৬০-টিরও বেশি ছবিতে কাজ করেছেন।
advertisement
2/10
একাধিক চলচ্চিত্রে তিনি নিজের ছাপ রেখেছেন৷ তাঁর অভিনয়ের জন্যই দর্শক মনে নিজের জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী৷ তিনি আর কেউ নন, তিনি হলেন দক্ষিণের সুন্দরী অভিনেত্রী রাম্যা কৃষ্ণণ ৷ যিনি শুধু অভিনয় দিয়েই নয়, বরং তাঁর সৌন্দর্য দিয়েও লাখ লাখ মানুষের মন জয় করেছেন।
advertisement
3/10
৫৩ বছরে পা দিলেন অভিনেত্রী রাম্যা কৃষ্ণণ ৷ নব্বইয়ের দশকের জনপ্রিয় মুখ এই অভিনেত্রী কেরিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবনের জন্যই শিরোনামে রয়েছেন৷ আজও তা নিয়ে চর্চা চলে ইন্ডাস্ট্রির অন্দরে৷
advertisement
4/10
বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন গোবিন্দা এবং মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করে যে স্টারডম রাম্যা কৃষ্ণণ পাননি, প্রভাসের সঙ্গে কাজ করে তিনি তা পেয়েছেন। তবে আজ তিনি দক্ষিণের স্বণামধন্য অভিনেত্রীদের মধ্যে একজন৷
advertisement
5/10
'বাহুবলী' -খ্যাত অভিনেত্রী রাম্যা কৃষ্ণণের আজ কোনও পরিচয়ের প্রয়োজন নেই। তিনি নব্বইয়ের দশক থেকে তাঁর অভিনয়ের জন্য পরিচিত৷ তবে সাফল্যের সঙ্গে বিতর্কও ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে রাম্যার সঙ্গে৷
advertisement
6/10
পরিচালক কে এস রবিকুমারের সঙ্গে অভিনেত্রীর সম্পর্ক কারও কাছে গোপন নয়। রাম্যা এবং কেএস রবিকুমার একসঙ্গে অনেক ছবিতে একসঙ্গে কাজ করেছেন। অভিনেত্রী ১৯৯৯ সালে 'পদয়াপ্পা' এবং 'পাট্টালি' ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন। এই ছবি থেকেই সুপরিচিতি পেয়েছেন এই অভিনেত্রী। ২০০২ সালে, রবিকুমার তাকে 'পঞ্চান্তর' ছবিতে একটি ভিন্ন চরিত্রে দেখান।
advertisement
7/10
মিডিয়া রিপোর্ট অনুসারে, সেটে একসঙ্গে কাজ করার সময়েই রাম্যা এবং রবি কুমার একে অপরের খুব ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন।ঘনিষ্ঠতা এমন পর্যায়ে পৌঁছেছিল যে বিয়ের আগেই গর্ভবতী হয়ে পড়েছিলেন অভিনেত্রী৷ তবে শেষ পর্যন্ত পরিচালককে বিয়ে করেননি কিন্তু তবুও দুজনেই একে অপরকে ডেট করেন।
advertisement
8/10
জানা যায়, কেএস রবিকুমারের স্ত্রী যখন তাঁর স্বামী এবং রাম্যার সম্পর্কের কথা জানতে পেরেছিলেন, তখন তিনি অভিনেত্রীকে হুমকিও দিয়েছিলেন। সেই সময়েই তাদের সম্পর্কের পাশাপাশি অভিনেত্রীর গর্ভধারণের খবর ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। একই সময়ে এই খবর পরিচালকের সুপ্রতিষ্ঠিত জীবনেও প্রভাব ফেলতে শুরু করে।
advertisement
9/10
খবর জানাজানি হতেই পরিচালক কে এস রবিকুমার এ ইঅভিযোগ এবং সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নেন। যদিও রিপোর্টে জানা যায়, রাম্যা কৃষ্ণাণ গর্ভপাতের জন্য কেএস রবিকুমারের কাছে ৭৫ লক্ষ টাকা চেয়েছিলেন। কারণ তাদের সম্পর্ক বাঁচাতে, রাম্যা বা রবি কুমার কেউই সেই সন্তানের জন্য প্রস্তুত ছিলেন না এবং তারপরেই অভিনেত্রী গর্ভপাতের সিদ্ধান্ত নেন। পরবর্তীতে রাম্যা এবং রবিকুমারকে এই সম্পর্ক, গর্ভাবস্থা এবং গর্ভপাত নিয়ে প্রশ্ন করলে তারা এই প্রতিবেদনগুলিকে ভুল বলে ঘোষণা করেন।
advertisement
10/10
এরপর ২০০৩ সালে তেলেগু চলচ্চিত্র নির্মাতা কৃষ্ণা ভামসিকে বিয়ে করেন রাম্যা। ১২ জুন, ২০০৩ সালে বিয়ে করেছিলেন তাঁরা। বিয়ের কিছুদিন পরই রাম্যা একটি পুত্র সন্তানের জন্ম দেন। রাম্যা কৃষ্ণাণ তাঁর কর্মজীবনে তেলেগু, তামিল, কন্নড়, মালায়লাম এবং হিন্দি মোট পাঁচটি ভাষায় কাজ করেছেন৷ । রাম্যা চারটি ফিল্মফেয়ার পুরস্কার, তিনটি নন্দী পুরস্কার এবং একটি তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার বিশেষ পুরস্কার পেয়েছেন।