Soumitrisha Kundu: ওজন বেড়ে গিয়েছে সৌমিতৃষার! ছবি মুক্তির আগে 'মিঠাই'-এর আফসোস? কী বললেন তিনি
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Soumitrisha Kundu: কেরিয়ারের অভিমুখ পরিবর্তনের সঙ্গেই সৌমিতৃষার মধ্যেও কিছু বদল এসেছে। আগের তুলনায় খানিক ওজন বেড়েছে অভিনেত্রীর।
advertisement
1/5

সৌমিতৃষা কুণ্ডু। আপামর বাঙালি 'মিঠাই' নামে চেনে তাঁকে। তবে সেই খোলস থেকে অনেক আগেই বেরিয়ে এসেছেন তিনি। ইতিমধ্যেই দেবের বিপরীতে 'প্রধান' ছবিতে অভিনয় সারা।
advertisement
2/5
কেরিয়ারের অভিমুখ পরিবর্তনের সঙ্গেই সৌমিতৃষার মধ্যেও কিছু বদল এসেছে। আগের তুলনায় খানিক ওজন বেড়েছে অভিনেত্রীর।
advertisement
3/5
পেশার খাতিরে ওজনের দিকে নজর রাখতে হয় নায়িকাদের। সৌমিতৃষাও ব্যতিক্রম নন। তবে ওজন বেড়ে যাওয়া নিয়ে একেবারেই ভাবিত নন 'মিঠাই'।
advertisement
4/5
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি রিল শেয়ার করেন সৌমিতৃষা। লাল রঙের একটি লম্বা ঝুলের জামা পরে রিল দিয়েছেন অভিনেত্রী। বিবরণীতে লিখেছেন, 'এনজয়িং মাই চাবি ফেস'। যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, 'গোলুমোলু হয়ে যাওয়াটাকে উপভোগ করছি।'
advertisement
5/5
আর কয়েক দিনের অপেক্ষা। তার পরেই বড় পর্দায় মুক্তি পাবে 'প্রধান'। বড় পর্দায় এই প্রথম সৌমিতৃষাকে চাক্ষুষ করবে দর্শক। তারই দিন গুনছেন অভিনেত্রী।