TRENDING:

' ইস্কুলে বায়োস্কোপ' ! এবার ভার্চুয়াল স্কুলে 'ছোটদের সৌমিত্র'

Last Updated:
ইস্কুলে বায়োস্কোপ'-এর যাত্রা শুরু হয় ২০১৭ থেকে।
advertisement
1/5
' ইস্কুলে বায়োস্কোপ' ! এবার ভার্চুয়াল স্কুলে 'ছোটদের সৌমিত্র'
এই বছর 'শ্যাম সুন্দর ইস্কুলে বায়োস্কোপ'-এর বিষয় হল 'ছোটোদের সৌমিত্র'। তাঁরই অভিনীত ছ'টি শিশু চলচ্চিত্রের ওপর ভিত্তি করে সাজানো হয়েছে সদ্য-প্রয়াত চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রতি এক শ্রদ্ধার্ঘ। অতিমারীর জন্য স্কুলে স্কুলে গিয়ে 'সোনার কেল্লা', 'জয় বাবা ফেলুনাথ', 'হীরক রাজার দেশে', 'কনি', 'পাতালঘর' ও 'মনোজদের অদ্ভুত বাড়ি' না-দেখানো গেলেও, অনলাইন মাধ্যমে সেগুলি নিয়ে ছাত্র-ছাত্রীদের সঙ্গে আলোচনা করা হবে। আলোচনা করার জন্য সরাসরি উপস্থিত থাকবেন শর্মিলা ঠাকুর, গৌতম ঘোষ, অতনু ঘোষ,রূপক সাহা ও সিদ্ধার্থ চট্টোপাধ্যায়ের মতো বিশিষ্ট ব্যক্তিরা। আর থাকছে ২০টি স্কুলের দশ হাজারেরও বেশি ছাত্র-ছাত্রী।
advertisement
2/5
সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে আলোচনা ছাড়াও থাকবে তাঁর অভিনীত ছোটোদের চলচ্চিত্রগুলির ওপর কিছু প্রতিযোগিতামূলক ও সৃজনশীল কাজকর্ম, যেগুলিতে ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে। বিজয়ী সকলকে 'ইস্কুলে বায়োস্কোপ'-এর পক্ষ থেকে শংসাপত্র দেওয়া হবে। অনুষ্ঠানটি চলবে ১৮ই জুন থেকে ১৫ই জুলাই, ২০২১ পর্যন্ত। বিদেশের বাঙালী ছাত্র-ছাত্রীরাও এতে অংশগ্রহণ করতে পারবে। আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে ভারচুয়ালি উপস্থিত থাকবেন পৌলমী বসু, অতনু ঘোষ,অমিতাভ নাগ,রূপক সাহা ( কর্নধার,শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স), সঞ্চালনায় থাকবেন এস.ভি.রামন,১৮ জুন,বিকেল ৫টা,ইস্কুলে বায়োস্কোপ ফেসবুক পেজ থেকে। এবছর অনুষ্ঠানটি নিবেদন করছেন শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স।
advertisement
3/5
কিছু মানুষের মধ্যেই থাকে। এবং তাঁদের মধ্যে একজন হলেন গিয়ে এই কৌশিকবাবু। এক বাবা-মা তাঁদের ছোট্ট মেয়েকে একটি বাংলা সিনেমা দেখানোর প্রবল চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু সেই ছোট্ট মেয়েটি কিছুতেই বাংলা সিনেমা দেখবে না। হিন্দি বা ইংরেজি সিনেমা দেখবে। কৌশিকবাবু সেই ছোট্ট মেয়েটির কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করল যে, সে কেন বাংলা সিনেমা দেখতে চাইছে না। মেয়েটি বলে যে, বাংলা সিনেমা দেখেছে শুনলে পরদিন ওর স্কুলের বন্ধুরা ওকে ক্ষ্যাপাবে।
advertisement
4/5
সেদিন রাত্রিবেলা কৌশিকবাবুর ঠিক মতো ঘুম হয়নি। বার বার সেই ছোট্ট মেয়েটির কথাগুলি তাঁর কানের কাছে ভেসে আসছিল। ভাবছিলেন, এই যদি অবস্থা হয়, আগামী দিনে তো বাংলা সিনেমার কোনো দর্শকই থাকবে না। আর দর্শক না-থাকলে কোনো প্রযোজক পয়সা খরচ করে বাংলা সিনেমা বানাবেনই বা কেন। তার মানে কি বাংলা সিনেমা বন্ধ হয়ে যাবে ? ঋত্বিক, সত্যজিৎ, মৃণাল, ঋতুপর্ণ... সব বিস্মৃতির অন্ধকারে ডুবে যাবে ? শুধুমাত্র দর্শকের অভাবে ? না, এ কিছুতেই মেনে নেওয়া যায় না। বাংলা সিনেমাকে এভাবে বিলুপ্ত হয়ে যেতে দেওয়া যায় না। দর্শক নেই তো কী হয়েছে, দর্শক তৈরি করতে হবে। আগামী প্রজন্মকে বেশি করে বাংলা সিনেমা দেখাতে হবে; বাংলা সিনেমা কী, সেটা তাদের বোঝাতে হবে; বাংলা সিনেমার প্রতি তাদের আগ্রহ বাড়িয়ে তুলতে হবে।
advertisement
5/5
'ইস্কুলে বায়োস্কোপ'-এর যাত্রা শুরু হয় ২০১৭ থেকে। বস্তুত তার আগে বাংলা সিনেমাকে নিয়ে এই ধরনের শিক্ষা-বিনোদনমূলক অনুষ্ঠান আগে কখনও অনুষ্ঠিত হয়নি। প্রতি বছর ২০ থেকে ২৫টি স্কুলে গিয়ে সেখানকার ছাত্র-ছাত্রীদের ভালো বাংলা সিনেমা দেখানো হয়। কখনও সত্যজিৎ রায়, কখনও সন্দীপ রায়, কখনও ঋতুপর্ণ ঘোষ, কখনও তপন সিংহ, কখনও নীতিশ রায়, কখনও আবার অনিন্দ্য চট্টোপাধ্যায়ের বানানো সিনেমা দিয়ে ছাত্র-ছাত্রীদের মনোরঞ্জন করানো হয়। প্রতিটি ইন-স্কুল স্ক্রিনিং-এর সঙ্গে থাকে লাইভ ইন্টারঅ্যাকশন, লাইভ কুইজ, রিভিউ রাইটিং কম্পিটিশন, পোস্টার ডিজাইনিং কম্পিটিশান ও আরও অনেক কিছু। সব শেষে, সফল ছাত্র-ছাত্রীদের পুরস্কার ও শংসাপত্র দেওয়া হয়ে থাকে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
' ইস্কুলে বায়োস্কোপ' ! এবার ভার্চুয়াল স্কুলে 'ছোটদের সৌমিত্র'
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল