TRENDING:

Sonam Kapoor Baby Bump: হলুদ মিডি ড্রেসে বেবি বাম্প স্পষ্ট, সাধের অনুষ্ঠানের আগে ক্য়ামেরার সামনে সোনম

Last Updated:
Sonam Kapoor: শোনা যাচ্ছে, কপূর পরিবার বোহেমিয়ান থিমের বেবি শাওয়ার বা সাধভক্ষণের পরিকল্পনা করছেন সোনমের জন্য ৷
advertisement
1/10
হলুদ মিডি ড্রেসে বেবি বাম্প স্পষ্ট, সাধের অনুষ্ঠানের আগে ক্য়ামেরার সামনে সোনম
সাধের অনুষ্ঠানের আগে বাড়ি থেকে বেরোলেন অন্তঃসত্ত্বা সোনম কপূর। খুব তাড়াতাড়ি তাঁদের জীবনে নতুন সদস্য আসতে চলেছে বলে কথা। হলুদ রঙের মিডি পোশাকে তাঁর বেবি বাম্প স্পষ্ট।
advertisement
2/10
গোলাপি পোশাকে হবু বাবার সঙ্গে হবু মা সোনম।
advertisement
3/10
মাতৃত্বকালীন পোশাকে বরাবরই নিজেকে কেতায় সাজিয়ে তুলেছেন ফ্যাশনিস্তা অভিনেত্রী। বোন রিয়া কপূরের সঙ্গে লন্ডনে সোনমের ছবি।
advertisement
4/10
মুক্তোর কাজ করা পোশাকে বেবি বাম্প নিয়ে ফোটোশ্যুট করেছিলেন অনিল কপূরের বড় কন্যা।
advertisement
5/10
স্পোর্টস ব্রা এবং ট্রাউজার্সে উন্মুক্ত স্ফীতোদর নিয়ে লন্ডনের রাস্তায় সোনম। সঙ্গে বোন রিয়া। সোনমের কাছে মাতৃত্বকালীন শারীরিক পরিবর্তনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুন্দর। তাই কখনওই লুকিয়ে রাখতে চাননি তিনি।
advertisement
6/10
এই মুহূর্তে তিনি তৃতীয় ট্রাইমেস্টারে রয়েছেন। সন্তান জন্ম দেওয়ায় খুব বেশি দেরি নেই। তাই সাধের অনুষ্ঠানের জন্য তড়িঘড়ি পার্টির আয়োজন করা হয়েছে।
advertisement
7/10
তিনি এখন মুম্বইয়ে বাবা-মা অনিল এবং সুনীতা কপূরের কাছে৷ শোনা যাচ্ছে, কপূর পরিবার বোহেমিয়ান থিমের বেবি শাওয়ার বা সাধভক্ষণের পরিকল্পনা করছেন সোনমের জন্য ৷
advertisement
8/10
বলিপাড়ার খবর, ১৭ জুলাইয়ের সেই অনুষ্ঠানে আমন্ত্রিত থাকবেন বলিউডের বেশ কয়েক জন তারকা৷ দীপিকা পাড়ুকোন. আলিয়া ভাট-সহ বহু তারকা থাকছেন নিমন্ত্রিতের তালিকায়৷ পাশাপাশি থাকছেন করিনা কপূর খান, করিশ্মা কপূর, রানি মুখোপাধ্যায়, স্বরা ভাস্কর, অমৃতা অরোরা, মালাইকা অরোরা, মাসাবা গুপ্তা৷
advertisement
9/10
সোনমের আত্মীয় পরিজনদের মধ্যে অনুষ্ঠানে থাকার কথা জাহ্নবী কপূর, খুশি কপূর, শানায় কপূর, অংশুলা কপূর, অর্জুন কপূর এবং মোহিত মারওয়াহ ৷ অন্দরমহলের খবর, বান্দ্রায় সোনমের মাসি কবিতার বাংলোয় হবে সাধভক্ষণের আয়োজন ৷
advertisement
10/10
এখন কেবল অপেক্ষা সোনমের কোলে একরত্তি আসার। এক থেকে তিন হয়ে যাবে আহুজা পরিবার। প্রথম বার মা-বাবা হবে সোনম এবং আনন্দ।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Sonam Kapoor Baby Bump: হলুদ মিডি ড্রেসে বেবি বাম্প স্পষ্ট, সাধের অনুষ্ঠানের আগে ক্য়ামেরার সামনে সোনম
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল