Sonam Kapoor Baby Bump: হলুদ মিডি ড্রেসে বেবি বাম্প স্পষ্ট, সাধের অনুষ্ঠানের আগে ক্য়ামেরার সামনে সোনম
- Published by:Teesta Barman
Last Updated:
Sonam Kapoor: শোনা যাচ্ছে, কপূর পরিবার বোহেমিয়ান থিমের বেবি শাওয়ার বা সাধভক্ষণের পরিকল্পনা করছেন সোনমের জন্য ৷
advertisement
1/10

সাধের অনুষ্ঠানের আগে বাড়ি থেকে বেরোলেন অন্তঃসত্ত্বা সোনম কপূর। খুব তাড়াতাড়ি তাঁদের জীবনে নতুন সদস্য আসতে চলেছে বলে কথা। হলুদ রঙের মিডি পোশাকে তাঁর বেবি বাম্প স্পষ্ট।
advertisement
2/10
গোলাপি পোশাকে হবু বাবার সঙ্গে হবু মা সোনম।
advertisement
3/10
মাতৃত্বকালীন পোশাকে বরাবরই নিজেকে কেতায় সাজিয়ে তুলেছেন ফ্যাশনিস্তা অভিনেত্রী। বোন রিয়া কপূরের সঙ্গে লন্ডনে সোনমের ছবি।
advertisement
4/10
মুক্তোর কাজ করা পোশাকে বেবি বাম্প নিয়ে ফোটোশ্যুট করেছিলেন অনিল কপূরের বড় কন্যা।
advertisement
5/10
স্পোর্টস ব্রা এবং ট্রাউজার্সে উন্মুক্ত স্ফীতোদর নিয়ে লন্ডনের রাস্তায় সোনম। সঙ্গে বোন রিয়া। সোনমের কাছে মাতৃত্বকালীন শারীরিক পরিবর্তনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুন্দর। তাই কখনওই লুকিয়ে রাখতে চাননি তিনি।
advertisement
6/10
এই মুহূর্তে তিনি তৃতীয় ট্রাইমেস্টারে রয়েছেন। সন্তান জন্ম দেওয়ায় খুব বেশি দেরি নেই। তাই সাধের অনুষ্ঠানের জন্য তড়িঘড়ি পার্টির আয়োজন করা হয়েছে।
advertisement
7/10
তিনি এখন মুম্বইয়ে বাবা-মা অনিল এবং সুনীতা কপূরের কাছে৷ শোনা যাচ্ছে, কপূর পরিবার বোহেমিয়ান থিমের বেবি শাওয়ার বা সাধভক্ষণের পরিকল্পনা করছেন সোনমের জন্য ৷
advertisement
8/10
বলিপাড়ার খবর, ১৭ জুলাইয়ের সেই অনুষ্ঠানে আমন্ত্রিত থাকবেন বলিউডের বেশ কয়েক জন তারকা৷ দীপিকা পাড়ুকোন. আলিয়া ভাট-সহ বহু তারকা থাকছেন নিমন্ত্রিতের তালিকায়৷ পাশাপাশি থাকছেন করিনা কপূর খান, করিশ্মা কপূর, রানি মুখোপাধ্যায়, স্বরা ভাস্কর, অমৃতা অরোরা, মালাইকা অরোরা, মাসাবা গুপ্তা৷
advertisement
9/10
সোনমের আত্মীয় পরিজনদের মধ্যে অনুষ্ঠানে থাকার কথা জাহ্নবী কপূর, খুশি কপূর, শানায় কপূর, অংশুলা কপূর, অর্জুন কপূর এবং মোহিত মারওয়াহ ৷ অন্দরমহলের খবর, বান্দ্রায় সোনমের মাসি কবিতার বাংলোয় হবে সাধভক্ষণের আয়োজন ৷
advertisement
10/10
এখন কেবল অপেক্ষা সোনমের কোলে একরত্তি আসার। এক থেকে তিন হয়ে যাবে আহুজা পরিবার। প্রথম বার মা-বাবা হবে সোনম এবং আনন্দ।