Sonali Bendre: ক্যানসারের সঙ্গে কঠিন লড়াই নিজের! এ বার ছেলের অসুস্থতা নিয়ে আতঙ্কে সোনালি
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Sonali Bendre: সোনালির ছেলে রণবীর বহেলের হাঁপানির সমস্যা আছে। তাঁর স্বাস্থ্য নিয়েই চিন্তিত তিনি।
advertisement
1/5

২০১৮ সালে স্তন ক্যানসারের কথা জানতে পারেন সোনালি বেন্দ্রে। শুরু হয় লড়াই। রোগের চতুর্থ পর্যায়। চিকিৎসকরা জানিয়েই দিয়েছিলেন, তাঁর বাঁচার সম্ভাবনা খুব কম। কিন্তু ঘুরে দাঁড়িয়েছিলেন সোনালি। এখন তিনি ক্যানসারমুক্ত।
advertisement
2/5
তবে এ বার ছেলেকে নিয়ে আতঙ্কিত সোনালি। অভিনেত্রীর ছেলে রণবীর বহেলের হাঁপানির সমস্যা আছে। তাঁর স্বাস্থ্য নিয়েই চিন্তিত তিনি।
advertisement
3/5
সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনালি জানান, ছেলের এই সমস্যার কথা জানতে পেরে মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন তিনি। তবে আপাতত ভাল আছে রণবীরও।
advertisement
4/5
সোনালির মতে, হাঁপানিকে অনেকেই রোগ বলে মনে করেন না। কিন্তু এই রোগে আক্রান্ত মানুষ এবং তার পরিবারের উপরেই তাঁর আঁচ এসে পড়ে।
advertisement
5/5
সন্তানের কষ্ট চোখের সামনে দেখা কতটা বেদনাদায়ক, তা-ও জানান সোনালি। তিনি মনে করেন, পরিবেশকে দূষণমুক্ত রাখলে এই সমস্যা এড়ানো যেতে পারে।