TRENDING:

বিয়ের পরেই এ কী হল…! নববধূ সোনাক্ষী ‘প্রতারণা’ করেছেন; গুরুতর অভিযোগ আনলেন জাহির ইকবাল

Last Updated:
Sonakshi Sinha Zaheer Iqbal: বিগত কয়েক দিনে নিজেদের ডেটিং থেকে শুরু করে বিবাহিত জীবনের টুকরো মুহূর্ত তুলে ধরছেন তারকা দম্পতি। এরই মধ্যে একটি ভিডিও পোস্ট করেছিলেন সোনাক্ষী।
advertisement
1/6
বিয়ের পরেই এ কী হল… নববধূ সোনাক্ষী ‘প্রতারণা’ করেছেন; গুরুতর অভিযোগ আনলেন জাহির
সদ্য জাহির ইকবালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউড অভিনেত্রী তথা বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহার কন্যা সোনাক্ষী সিনহা। আর দাম্পত্যজীবন বেশ উপভোগ করছেন এই জুটি। বিগত কয়েক দিনে নিজেদের ডেটিং থেকে শুরু করে বিবাহিত জীবনের টুকরো মুহূর্ত তুলে ধরছেন তারকা দম্পতি।
advertisement
2/6
এরই মধ্যে একটি ভিডিও পোস্ট করেছিলেন সোনাক্ষী। আর সেখানে জাহির এমন মন্তব্য করলেন যে, হতবাক হয়ে গিয়েছে নেটদুনিয়া। আসলে সোনাক্ষীর বিরুদ্ধে ‘প্রতারণা’-র গুরুতর অভিযোগ এনেছেন জাহির। তবে চিন্তার কিছু নেই! কারণ গোটা বিষয়টাই ঘটেছে মজাচ্ছলে!
advertisement
3/6
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছিলেন অভিনেত্রী। যেখানে তাঁকে বিয়ের পরের এক ডেট নাইটের জন্য তৈরি হতে দেখা যায়। যার জন্য মেকআপ করছিলেন সোনাক্ষী। বলাই বাহুল্য ভিডিও-তে দারুণ দেখাচ্ছিল অভিনেত্রীকে। এই ভিডিওটি পোস্ট করতেই জাহির দুটো মজাদার মন্তব্য করে বসেন।
advertisement
4/6
জাহির ইকবাল লেখেন, “হে ঈশ্বর আমায় প্রতারণা করা হয়েছে।” দ্বিতীয় মন্তব্যে তিনি লিখেছেন, “এতে কেউ অবাক হয়নি যে, তুমি সব সময় আমার আগে তৈরি হয়ে যাও। এটা তো প্রতারণা।” এর পাশাপাশি জাহির অবশ্য হাসির ইমোজিও শেয়ার করেছেন। আর জাহিরের এহেন মন্তব্যে ভক্তরাও মজাদার প্রতিক্রিয়া প্রকাশ করেছেন।
advertisement
5/6
বিয়ের পরে নিজের ব্যক্তিগত জীবনের কথা সম্প্রতি প্রকাশ্যে এনেছেন সোনাক্ষী সিনহা। ETimes-এর কাছে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, জাহিরকে বিয়ে করার পর মনে হচ্ছে যেন, ঘরে ফিরেছেন তিনি। আর জাহিরের সঙ্গে আরও বেশি সময় কাটানোরও সুযোগ পাচ্ছেন।
advertisement
6/6
সোনাক্ষী আরও জানান, তিনি এবং জাহির সব সময় প্রিয় বন্ধু ছিলেন। আরও আগে বিয়ে করে নিলে ভাল হত বলেও মত অভিনেত্রীর। সাত বছর সম্পর্কে থাকার পরে গত ২৩ জুন পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের উপস্থিতিতে বিয়ে সেরেছিলেন সোনাক্ষী-জাহির। এদিকে বিয়ের পরেই মুক্তি পেয়েছে সোনাক্ষীর হরর-কমেডি ছবি ‘কাকুড়া’। যা বেশ প্রশংসিত হয়েছে। আপাতত ওটিটি Zee 5-এ তা দেখা যাচ্ছে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
বিয়ের পরেই এ কী হল…! নববধূ সোনাক্ষী ‘প্রতারণা’ করেছেন; গুরুতর অভিযোগ আনলেন জাহির ইকবাল
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল