গৌরী নাকি শাহরুখের থেকে বয়সে বড় ! সত্যিই কি তাই ? স্ত্রীর জন্যই কি ভাগ্য ফিরেছে বাদশার?
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
অনেককেই বলতে শোনা যায়, শাহরুখের সফলতার পিঁছনে কাজ করেছে গৌরীর ভাগ্য। এমনকি অনেকেই বয়সের উধাহরণ দিতে গিয়ে বলেন, গৌরী নাকি শাহরুখ খানের থেকে বয়সে বড় !
advertisement
1/5

শাহরুখ খান ও গৌরীর প্রেম কথা অনেকটা সিনেমার মতো। গৌরীকে যখন ভালোবেসে বিয়ে করেছিলেন এসআরকে, তখন টাকা পয়সা নাম কোনওটাই ছিল না শাহরুখের। শুধু মাত্র ভালোবাসার টানে সব বাঁধা কাটিয়ে বিয়ে করেছিলেন তাঁরা। photo source collected
advertisement
2/5
এর পর থেকে অনেক বার অনেককেই বলতে শোনা যায়, শাহরুখের সফলতার পিঁছনে কাজ করেছে গৌরীর ভাগ্য। এমনকি অনেকেই বয়সের উধাহরণ দিতে গিয়ে বলেন, গৌরী নাকি শাহরুখ খানের থেকে বয়সে বড়। তাও এক দু'মাস নয়, একেবারে দু'বছরের বড়। photo source collected
advertisement
3/5
তবে এ কথা একেবারেই সত্যি নয়। দিল্লি শহরে স্কুল জীবন থেকেই একে অপরকে পছন্দ করতেন তাঁরা। এক ক্লাসে পড়তেন না তাঁরা। photo source collected
advertisement
4/5
গৌরীর থেকে শাহরুখ খান বয়সে বড়। গৌরী নয়। শাহরুখের বয়স ৫৫ হবে।photo source collected
advertisement
5/5
আর আজ ৫০-এ পা দিলেন গৌরী। প্রায় ৫ বছরের ছোট গৌরী খান। বয়সে ছোট নন শাহরুখ খান। photo source collected