TRENDING:

ত্বরিতার সঙ্গীত ও মেহেন্দি! উত্তম কুমারের পরিবারে বিয়ে হচ্ছে 'রানি রাসমণি' ধারাবাহিকের অভিনেত্রীর

Last Updated:
বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেতা সৌরভ মুখোপাধ্যায় এবং অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায়। বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সম্প্রতি হয়ে গেল তাদের সঙ্গীত ও মেহেন্দি অনুষ্ঠান।
advertisement
1/6
ত্বরিতার মেহেন্দি!  উত্তম কুমারের পরিবারে বিয়ে হচ্ছে 'রানি রাসমণি'-র অভিনেত্রীর
মহানায়ক উত্তম কুমার পরিবারে আবার বিয়ের সানাই বাজবে চলেছে। কিছুদিন আগে এই সাত পাকে বাঁধা পড়েছেন মহানায়কের নাকি গৌরব চট্টোপাধ্যায় ও দেবলীনা কুমার। আর এবার বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেতা সৌরভ মুখোপাধ্যায় এবং অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায়। বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সম্প্রতি হয়ে গেল তাদের সঙ্গীত ও মেহেন্দি অনুষ্ঠান।
advertisement
2/6
ত্বরিতা বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মুখ। ধারাবাহিকে অভিনয় করেছেন। রানী রাসমণি ধারাবাহিকে মা সারদার মায়ের ভূমিকায় অভিনয় করছেন তিনি। অন্যদিকে সৌরভ সম্পর্কে তরুণ কুমারের নাতি। অর্থাৎ তরুণ কুমারের মেয়ে মনামী মুখোপাধ্যায়ের ছেলে তিনি।
advertisement
3/6
১৩ জানুয়ারি হয়ে গেল তাদের সংগীত অনুষ্ঠান। ত্বরিতা ও সৌরভের সংগীতে উপস্থিত ছিলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন, জুহি সেনগুপ্ত সহ আরো অনেকে। এদিন ত্বরিতা পরেছিলেন গোলাপি রঙের একটি লেহেঙ্গা। একসঙ্গে নাচানাচি করেন এই দিন।
advertisement
4/6
১৪ জানুয়ারি অর্থাৎ আজ হয়ে গেল ত্বরিতার মেহেন্দি। আর মাত্র ২৪ ঘণ্টা বিয়ের পিঁড়িতে বসছেন ত্বরিতা ও সৌরভ। তাদের বিয়েতে যে আবার টলিপাড়া ও টেলিপাড়ার তারকাদের ভিড় লক্ষ্য করা যাবে তা বলাই বাহুল্য। তবে তারকাখচিত রিসেপশন এর আয়োজন করা হয়েছে ১৫ জানুয়ারি।
advertisement
5/6
এই দিন হবু দম্পতির গ্র্যান্ড রিসেপশন। এই দিন উপস্থিত থাকবেন গৌরব, দেবলিনা, সন্দীপ্তা, রাহুল সহ আরো অনেকে। বিয়ের দিনের জন্য ত্বরিতা একটি লাল রঙের বেনারসি শাড়ি বেছে নিয়েছেন বলে জানা যাচ্ছে। অন্যদিকে এদিন সৌরভ পরবেন সাদা রঙের ধুতি পাঞ্জাবি।
advertisement
6/6
কিছুদিন আগে নিজের গার্ল গ্যাংকে নিয়ে ব্যাচেলর পার্টিও করেছেন ত্বরিতা। সেখানেও উপস্থিত ছিলেন সন্দীপ্তা। প্রসঙ্গত ২০১৭ সালে অভিনয়ের সূত্রেই সৌরভ ও ত্বরিতার আলাপ। তারপর বন্ধুত্ব ও প্রেম। অবশেষে সেই প্রেম পরিণতি পেতে চলেছে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
ত্বরিতার সঙ্গীত ও মেহেন্দি! উত্তম কুমারের পরিবারে বিয়ে হচ্ছে 'রানি রাসমণি' ধারাবাহিকের অভিনেত্রীর
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল